SBIF আশা স্কলারশিপ: ভারতীয় স্টেট ব্যাংক শিক্ষার্থীদের দিচ্ছে ২০ লক্ষ টাকা বৃত্তি, জেনে নিন কিভাবে আবেদন করবেন

SBIF Asha Scholarship : ভারতের অন্যতম বড়ো স্কলারশিপ প্রোগ্রাম হলো SBIF আশা স্কলারশিপ প্রোগ্রাম ফর ওভারসিজ এডুকেশন। এটি SBI ফাউন্ডেশনের পক্ষ থেকে নেওয়া একটি দুর্দান্ত উদ্যোগ। যা শিক্ষা ভার্টিকাল – ইন্টিগ্রেটেড লার্নিং মিশন (ILM) এর অধীনে কার্যকর। এই প্রোগ্রামটির লক্ষ্য হলো- গোটা ভারতে নিম্ন আয়ের পরিবার থেকে আসা মেধাবী শিক্ষার্থীদের আর্থিক সহায়তা প্রদান করা, যাতে তারা নিজেদের স্বপ্ন পূরণ করতে পারে।

এই স্কলারশিপটি ভারতের বাইরের কোনও বড়ো ও নামকরা বিশ্ববিদ্যালয় বা কলেজে (যে কোনও বছর) স্নাতকোত্তর বা তার বেশি কোর্সে পড়াশোনা করা SCও ST শিক্ষার্থীদের জন্য বিশেষভাবে ডিজাইন করা হয়েছে। এই প্রোগ্রামের অধীনে নির্বাচিত শিক্ষার্থীরা তাদের বিদেশে পড়াশোনা করার স্বপ্ন পূরণ করতে এক বছরের জন্য ২০ লক্ষ টাকা পর্যন্ত বৃত্তি পেতে পারে।

এবার আপনারা SBI ফাউন্ডেশন সম্পর্কে একটু জেনে নিন-

SBI ফাউন্ডেশন হলো স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার CSR শাখা। ব্যাংকিং পরিষেবার পাশাপাশি এই সংস্থা অন্যান্য দিকেও নিজেদের অবস্থান বজায় রেখেছে। এই ফাউন্ডেশন ভারতের ২৮টিরও বেশি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে কাজ করে চলেছে।

গ্রামীণ উন্নয়ন, স্বাস্থ্যসেবা, শিক্ষা, জীবিকা, যুব ক্ষমতায়ন, খেলাধুলার প্রচার সহ আরও বেশ কিছু ক্ষেত্রে সফলভাবে কাজ করছে এই সংস্থা। তারা সমাজের বিভিন্ন সুবিধা থেকে বঞ্চিত নানা স্তরের মানুষদের আর্থ-সামাজিক উন্নয়ন এবং উন্নতিতে সাহায্য করে চলেছে।

SBIF আশা স্কলারশিপ (SBIF Asha Scholarship কী?

ভারতের অন্যতম বড় স্কলারশিপ প্রোগ্রাম হলো SBIF আশা স্কলারশিপ প্রোগ্রাম ফর ওভারসিজ এডুকেশন। এটি SBI ফাউন্ডেশনের পক্ষ থেকে নেওয়া একটি চমৎকার উদ্যোগ। এই প্রোগ্রামটির লক্ষ্য হল ভারত জুড়ে নিম্ন আয়ের পরিবারের মেধাবী শিক্ষার্থীদের আর্থিক সহায়তা প্রদান করা, যাতে তারা নিজেদের স্বপ্ন পূরণ করতে পারে।

এই ফাউন্ডেশন ভারতের ২৮টিরও বেশি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে কাজ করে চলেছে। গ্রামীণ উন্নয়ন, স্বাস্থ্যসেবা, শিক্ষা, যুব ক্ষমতায়ন, খেলাধুলার প্রচার ইত্যাদি অনেক কিছুর দিকে বিশেষ দৃষ্টি রয়েছে এই সংস্থার।

নির্বাচিত শিক্ষার্থীরা তাদের বিদেশে পড়াশোনা করার স্বপ্ন পূরণ করতে এক বছরের জন্য ২০ লক্ষ টাকা পর্যন্ত বৃত্তি পেতে পারে এই স্কলারশিপের মাধ্যমে।

SBIF আশা স্কলারশিপ (SBIF Asha Scholarship)-এ আবেদনের যোগ্যতা :-

  • এই স্কলারশিপে আবেদন করার জন্য আবেদনকারীদের অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে।
  • আবেদনকারীদের অবশ্যই তফসিলি জাতি (SC) বা তফসিলি উপজাতি (ST) বিভাগের অন্তর্গত হতে হবে।
  • এক্ষেত্রে আবেদনকারীদের অবশ্যই ভারতের বাইরের কোনও শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয় বা কলেজে (যে কোনও বছর) স্নাতকোত্তর বা তার থেকে উঁচু কোর্সে ভর্তি হতে হবে।
  • এই স্কলারশিপে আবেদন করার জন্য শিক্ষার্থীদের পূর্ববর্তী শিক্ষাবর্ষে অর্থাৎ শেষ পরীক্ষায় ৭৫% বা তার বেশি মার্কস পেতে হবে।
  • যাদের পারিবারিক বার্ষিক মোট আয় ৬ লাখ টাকা পর্যন্ত, তারা এই স্কলারশিপে আবেদন করতে পারবে। তবে যাদের পরিবারের বার্ষিক আয় বার্ষিক ৩ লাখ টাকা পর্যন্ত, সেই সমস্ত শিক্ষার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।
  • ভারতের বাইরের নামকরা বিশ্ববিদ্যালয় বা কলেজগুলিতে ভর্তি হলে এই স্কলারশিপের সুবিধা পাওয়া যাবে। এতে কেবলমাত্র QS ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‍্যাঙ্কিং, টাইমস হায়ার এডুকেশন ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‍্যাঙ্কিংয়ের মতো স্বনামধন্য বিশ্ব র‌্যাঙ্কিংয়ে শীর্ষে থাকা বিশ্ববিদ্যালয় বা কলেজগুলিকে অন্তর্ভুক্ত করা হয়েছে।
  • বিদেশে পড়াশোনা করার জন্য এই স্কলারশিপ দেওয়া হয়। এর ১০০% স্থান SC বা ST শিক্ষার্থীদের জন্য সংরক্ষিত থাকবে।

SBIF আশা স্কলারশিপ (SBIF Asha Scholarship)-এ আবেদনের জন্য প্রয়োজনীয় নথিপত্র :-

  1. আবেদনকারীর পাসপোর্ট সাইজের ছবি
  2. আবেদনকারীর আধার কার্ড
  3. আবেদনকারীর পাসপোর্ট (থাকলে দিতে পারেন)
  4. দশম শ্রেণীর মার্কশিট
  5. দ্বাদশ শ্রেণীর মার্কশিট
  6. স্নাতক স্তরের ফাইনাল মার্কশিট
  7. স্নাতক ডিগ্রির সার্টিফিকেট
  8. স্নাতকোত্তর ডিগ্রির সার্টিফিকেট (থাকলে)
  9. ইনস্টিটিউট থেকে ভর্তির প্রস্তাব পত্র বা গ্রহণপত্র
  10. IELTS /TOEFL /অন্য যেকোনো ইংরেজি দক্ষতা পরীক্ষার স্কোর কার্ড
  11. ইনস্টিটিউটের সর্বশেষ ভর্তির ফি রসিদ
  12. ফি কাঠামোর ফটোকপি
  13. পরিবারের বার্ষিক আয়ের প্রমাণপত্র
  14. ব্যাংক অ্যাকাউন্টের পাস বইয়ের প্রথম পৃষ্ঠার ফটোকপি
  15. পড়াশোনার জন্য অন্য দেশের ভিসা (প্রযোজ্য ক্ষেত্রে)
  16. জাতী সনদপত্র
  17. প্রতিবন্ধী সনদপত্র (থাকলে)
  18. উদ্দেশ্য বিবৃতি (SOP)
  19. জিআরই /জিম্যাট সার্টিফিকেট (প্রযোজ্য ক্ষেত্রে)
  20. শিক্ষা ঋণ (স্টুডেন্ট লোন) অনুমোদন পত্র বা অন্য কোনো বৃত্তি পেয়ে থাকলে তার গ্রহণ পত্র (যদি প্রযোজ্য হয়)
  21. মৃত্যু সনদ/ বিবাহবিচ্ছেদের ডিক্রি/ যেকোনো হলফনামা (থাকলে)
  22. অনাথ আশ্রম থেকে প্রাপ্ত অনাথ সার্টিফিকেট/ চিঠি (বাবা-মা না থাকলে, অনাথ আশ্রমে বড়ো হলে)।

SBIF আশা স্কলারশিপ (SBIF Asha Scholarship)-এ আবেদনের পদ্ধতি :-

  1. সবার প্রথমে https://www.sbifashascholarship.org/ লিঙ্কে ক্লিক করতে হবে।
  2. এই ওয়েবসাইটে SBIF আশা স্কলারশিপ (SBIF Asha Scholarship)-এ আবেদনের অপশন পেয়ে যাবে।
  3. এরপর বৈধ ফোন নম্বর ও নিজের নাম দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে।
  4. তারপর ‘SBIF আশা স্কলারশিপ প্রোগ্রাম ফর ওভারসিজ এডুকেশন’-এ আবেদনের জন্য নতুন একটা পেজ খুলে যাবে।
  5. আবেদন প্রক্রিয়া শুরু করতে আবেদন শুরু করার অপশনে ক্লিক করতে হবে।
  6. অনলাইন আবেদন ফর্মে প্রয়োজনীয় বিবরণ পূরণ করে প্রয়োজনীয় নথি আপলোড করতে হবে।
  7. ‘ নিয়ম ও শর্তাবলী ‘ পড়ে তা স্বীকার করার অপশনে রাইট ক্লিক করতে হবে। এরপর ‘প্রিভিউ’ অপশনে ক্লিক করতে হবে।
  8. যদি আবেদনকারীর পূরণ করা সমস্ত তথ্য প্রিভিউ স্ক্রিনে সঠিকভাবে দেখানো হয়, তাহলে আবেদন প্রক্রিয়াটি সম্পূর্ণ করতে সাবমিট অপশনে ক্লিক করতে হবে।

উপসংহার

ভারতের অন্যতম বড়ো স্কলারশিপ প্রোগ্রাম হলো SBIF আশা স্কলারশিপ প্রোগ্রাম ফর ওভারসিজ এডুকেশন। এটি SBI ফাউন্ডেশনের পক্ষ থেকে নেওয়া একটি দুর্দান্ত উদ্যোগ। ব্যাংকিং পরিষেবার পাশাপাশি এই সংস্থা অন্যান্য দিকেও নিজেদের অবস্থান বজায় রেখেছে।

এই ফাউন্ডেশন ভারতের ২৮টিরও বেশি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে কাজ করে চলেছে। সমগ্র ভারতের নিম্ন আয়ের পরিবারের মেধাবী শিক্ষার্থীদের আর্থিক সহায়তা দেওয়া হয় এই স্কলারশিপ প্রোগ্রামের মাধ্যমে। মেধা কিন্তু পরিবারের অর্থ দেখেনা। অনেক নিম্নবিত্ত পরিবারের সন্তানই চায় উচ্চশিক্ষার জন্য বিদেশে যেতে।

তাই এই আশা পূরণ করতে SBI নিয়ে এসেছে আশা স্কলারশিপ। নির্বাচিত শিক্ষার্থীরা তাদের বিদেশে পড়াশোনা করার স্বপ্ন পূরণ করতে এক বছরের জন্য ২০ লক্ষ টাকা পর্যন্ত বৃত্তি পেয়ে থাকে। ভারতের বাইরের কোনো বিখ্যাত বিশ্ববিদ্যালয় অথবা কলেজে ভর্তি হলে তবেই কিন্তু এই স্কলারশিপে তোমরা আবেদন করতে পারবে।

এতে কেবলমাত্র QS ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‍্যাঙ্কিং, টাইমস হায়ার এডুকেশন ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‍্যাঙ্কিংয়ের মতো স্বনামধন্য বিশ্ব র‌্যাঙ্কিংয়ে শীর্ষে থাকা বিশ্ববিদ্যালয় বা কলেজগুলিকে অন্তর্ভুক্ত করা হয়েছে।তাই যারা নিজেদের স্বপ্ন পূরণ করতে বিদেশে যেতে চাও তারা আর আর্থিক অসুবিধার কথা ভেবে পিছিয়ে পড়ো না। নিজেদের পড়াশোনার খরচ চালাতে SBIF আশা স্কলারশিপ প্রোগ্রাম ফর ওভারসিজ এডুকেশন-এ আবেদন করেই ফেলো।

*****আমাদের আজকের প্রতিবেদনটি ছাড়াও আমাদের এই পোর্টালে আরও অনেক গুরুত্বপুর্ন স্কলারশিপ রয়েছে । যেখানে আপনি ক্লাস ৫ থেকে পিএচডি পর্যন্ত এবং দেশ ও বিদেশের বেশ কিছু আর্টিকেল পেয়ে যাবেন। প্রয়োজনে সেই আর্টিকেলটিগুই পড়তে পারেন। এবং জদি আমাদের এই আর্টিকেলগুলি আপনার ভাল লাগে তাহালে অবশ্যই সবার সাথে সেয়ার করুন*****

Leave a Comment