সাহু জৈন ট্রাস্ট স্কলারশিপ: এই স্কলারশিপে আবেদন করলেই পাবেন 25 হাজার টাকা বৃত্তি, দেখে নিন আবেদন পদ্ধতি

Aindrila Dhani

Sahu Jain Trust Scholarship: ভারতবর্ষে বহু মেধাবী ছাত্র-ছাত্রী রয়েছে। অনেকেরই ইচ্ছে উচ্চশিক্ষা লাভের। কিন্তু সকলের পক্ষে বেশি টাকা খরচ করে সেই ইচ্ছে পূরণ করা সম্ভব হয়ে ওঠেনা। রাজ্য সরকার ও কেন্দ্র সরকার দ্বারা পরিচালিত বেশ কিছু স্কলারশিপ রয়েছে। কিন্তু বেসরকারি স্কলারশিপ সম্পর্কে আমরা খুব একটা জানতে পারি না। বেসরকারি স্কলারশিপগুলিতে কিন্তু বেশ ভালো পরিমাণে আর্থিক সহায়তা পাওয়া যায়। আজ আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি নতুন একটি স্কলারশিপের খোঁজ।‌ জেনে নিন বিস্তারিত।

এই প্রতিবেদনে আমরা কথা বলব সাহু জৈন ট্রাস্ট স্কলারশিপ সম্পর্কে। এটি স্নাতক স্তরের শিক্ষার্থীদের জন্য চালু করা হয়েছে। আর্থিকভাবে দুর্বল ছাত্র-ছাত্রীরা এই স্কলারশিপ এ আবেদন করতে পারবে। সাহু জৈন ট্রাস্ট স্কলারশিপ কী? কারা এই স্কলারশিপে আবেদন করতে পারবে? কীভাবে এই স্কলারশিপে আবেদন করা যাবে? এই স্কলারশিপের উদ্দেশ্য কী? এই ধরনের সকল তথ্য নিয়ে আজকের প্রতিবেদনে আমরা আলোচনা করব।

সাহু জৈন ট্রাস্ট স্কলারশিপ কী?

সাহু জৈন ট্রাস্ট ফাউন্ডেশন আর্থিকভাবে পিছিয়ে পড়া পরিবারের শিক্ষার্থীদের জন্য চালু করেছে সাহু জৈন ট্রাস্ট স্কলারশিপ। ভারতে বহু মেধাবী ও যোগ্য ছাত্র-ছাত্রী রয়েছে। কিন্তু অর্থের অভাবে তারা সঠিক প্রশিক্ষণ গ্রহণ করতে পারে না। বহু শিক্ষার্থীকে মাঝপথে পড়াশোনা ছেড়ে দিয়ে কাজের খোঁজে চলে যেতে হয়।

যা সুদূর ভবিষ্যতে কখনওই কাম্য নয়। যারা ম্যানেজমেন্ট, ইঞ্জিনিয়ারিং ও মেডিকেলের মতো পেশাদারী বিভাগে পড়াশোনা করতে চায় তাদের জন্য এই স্কলারশিপটি নিয়ে আসা হয়েছে। এই ধরনের পড়াশোনা প্রচুর টাকার দরকার পরে।

মধ্যবিত্ত ও নিম্নবিত্ত পরিবারের পক্ষে এত টাকা খরচ করা সম্ভব নয়।‌ সেক্ষেত্রে তোমরা চাইলে সাহু জৈন ট্রাস্ট স্কলারশিপে আবেদন করতে পারো। স্নাতক ও স্নাতকোত্তর স্তরে এই স্কলারশিপ দেওয়া হয়ে থাকে। মূলত উচ্চ শিক্ষার প্রসার ঘটাতে ছাত্র ছাত্রীদের আর্থিক সহায়তা প্রদান করা হয়ে থাকে এই স্কলারশিপের মাধ্যমে।

সাহু জৈন ট্রাস্ট স্কলারশিপের উদ্দেশ্য :-

ছোটবেলায় অনেকেই স্বপ্ন দেখে বড় হয়ে ডাক্তার বা ইঞ্জিনিয়ার হওয়ার। বড় হতে হতে অনেকেই সেই স্বপ্ন পূরণ করতে পারেনা। যার সব থেকে বড় কারণ হল প্রচুর পরিমাণে খরচ। এই ধরনের কোর্সে প্রচুর টাকা লাগে।

যদিও স্কলারশিপ পাওয়া যায়। কিন্তু তাতেও পুরোটা কভার করা সম্ভব হয়ে ওঠে না। যারা আর্থিক অসুবিধার কারণে স্বপ্ন পূরণ করতে পিছপা হচ্ছে তারা কিন্তু চাইলে সাহু জৈন ট্রাস্ট স্কলারশিপে আবেদন করতেই পারো। তাহলে তোমাদের টাকা পয়সা নিয়ে আর চিন্তা করতে হবে না। তোমরা পেশাগত শিক্ষা গ্রহণ করে নিজেদের ভবিষ্যৎ উজ্জ্বল করতে পারবে।

সাহু জৈন ট্রাস্ট স্কলারশিপে আবেদনের যোগ্যতা :-

তবে এই স্কলারশিপের সুবিধা কিন্তু সবাই পায়না। কর্তৃপক্ষ যথেষ্ট বিচার বিবেচনা করে এই স্কলারশিপ যোগ্য প্রার্থীদের দিয়ে থাকে। তার জন্য যোগ্যতার মানদন্ড রয়েছে।

প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা অর্থাৎ মার্কস অবশ্যই ভালো হওয়া দরকার। তার পাশাপাশি পরিবারের আর্থিক দিকটিও বিচার করা হয়। আবেদনকারী প্রার্থী যোগ্য বলে নির্বাচিত হলে তার কাছে ইমেইল বা ফোন কলের মাধ্যমে নোটিফিকেশন পৌঁছে যায়। তাই আমরা বারবার বলি আবেদন করার সময় বৈধ ফোন নম্বর ও ইমেইল আইডি নথিভুক্ত করবেন। এই স্কলারশিপের টাকা প্রার্থীর নির্দিষ্ট ব্যাংক একাউন্টে পাঠানো হয়।

সাহু জৈন ট্রাস্ট স্কলারশিপ কত টাকা বৃত্তি পাওয়া যায়?

এই স্কলারশিপে আবেদন করলে নির্বাচিত প্রার্থী 2 হাজার 500 টাকা থেকে 25 হাজার টাকা মতো বৃত্তি পেয়ে থাকে। আর এটি প্রতিবছর দেওয়া হয়। বৃত্তির পরিমাণ নির্ভর করে প্রার্থী কোন্ কোর্সে ভর্তি হয়েছে তার ওপর। কোর্স ফি যত বেশি তত বেশি বৃত্তি দেওয়া হয়ে থাকে। প্রতিবছর রিনিউয়াল করার সুযোগ থাকে।

সাহু জৈন ট্রাস্ট স্কলারশিপের(Sahu Jain Trust Scholarship) সুবিধা :-

এই স্কলারশিপের বেশ কিছু সুবিধা রয়েছে, যথা –

  • শিক্ষার্থীকে আর্থিক প্রতিবন্ধকতার মুখোমুখি হতে হবে না। ফলে তারা নিজের উচ্চ শিক্ষার স্বপ্ন পূরণ করতে পারবে।
  • দেশের সাক্ষরতার হার বৃদ্ধি পাবে। আর মাঝপথে পড়াশোনা ছেড়ে দেওয়া শিক্ষার্থীর সংখ্যা হ্রাস পাবে।
  • এই স্কলারশিপের মাধ্যমে আর্থিকভাবে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর ছাত্র-ছাত্রীরা নিজেদের স্বপ্ন পূরণ করতে পারবে।
  • এই স্কলারশিপের কারণে ম্যানেজমেন্ট, ইঞ্জিনিয়ারিং ও মেডিসিনের মত পেশাদারী তথা কারিগরি বিষয়ে ছাত্রছাত্রীদের ভর্তির আগ্রহ বৃদ্ধি পাবে।
  • পেশাদারী কোর্সে ভর্তি হওয়ার দরুন ছাত্র-ছাত্রীদের ভবিষ্যৎ উজ্জ্বল হবে।
  • এই স্কলারশিপ প্রতিবছর রিনিউয়াল করা যায়। ফলে ছাত্রছাত্রীরা যত বছর পড়াশোনা করবে, তত বছর আর্থিক সহায়তা পাবে।

কারা সাহু জৈন ট্রাস্ট স্কলারশিপে আবেদন করতে পারবে?

এই স্কলারশিপের আবেদন করার জন্য বেশ কিছু শর্ত রয়েছে। সেগুলি সব পূরণ করতে পারলেই আবেদন করা যাবে।

  • আবেদনকারীকে অবশ্যই ভারতের স্থায়ী বাসিন্দা হতে হবে।
  • স্নাতক অথবা স্নাতকোত্তর স্তরে এই স্কলারশিপের জন্য আবেদন করা যাবে।
  • কেবলমাত্র এমবিএ, ইঞ্জিনিয়ারিং ও মেডিকেল সহ এই জাতীয় বিভিন্ন কোর্সে ভর্তি হলে সাহু জৈন ট্রাস্ট স্কলারশিপে আবেদন করা যাবে।

সাহু জৈন ট্রাস্ট স্কলারশিপে(Sahu Jain Trust Scholarship) আবেদনের জন্য প্রয়োজনীয় নথি :-

এই স্কলারশিপে আবেদনের জন্য বেশ কিছু প্রয়োজনীয় নথিপত্র তথা ডকুমেন্ট লাগবে। সেগুলি হল-

  1. জন্ম শংসাপত্র
  2. বোনাফাইড সার্টিফিকেট
  3. স্নাতক স্তরের মার্কশিট
  4. দশম শ্রেণীর মার্কশিট
  5. দ্বাদশ শ্রেণীর মার্কশিট
  6. ভর্তির রশিদ
  7. আধার কার্ড

সাহু জৈন ট্রাস্ট স্কলারশিপে আবেদনের প্রক্রিয়া :-

এই স্কলারশিপে অফলাইন আবেদন করা যাবে। কিন্তু আবেদনপত্র অনলাইনেই কালেক্ট করতে হবে। দেখে নিন পদ্ধতিটি

  1. প্রথমে সাহু জৈন ট্রাস্টের অফিসিয়াল ওয়েবসাইটে প্রবেশ করতে হবে।
  2. এবার আপনার সামনে যেই হোম পেজটি আসবে সেখানে এপ্লিকেশন ফর্মের একটি বিকল্প দেখতে পাবেন।
  3. এখানে ওই অপশনে ক্লিক করলে একটি পিডিএফ ফাইল আপনার সামনে চলে আসবে। সেটি ডাউনলোড করে আপনার ডিভাইজে সেভ করে নেবেন।
  4. এরপর সেটির প্রিন্ট আউট বের করে নেবেন।
  5. তারপর ফর্মে যে সমস্ত তথ্য চাওয়া হয়েছে সেগুলি সঠিকভাবে পূরণ করবেন।
  6. এরপর প্রয়োজনীয় নথিগুলি জেরক্স করে ফর্মের সাথে অ্যাটাচ করে নেবেন।
  7. তারপর সাহু জৈন ট্রাস্টের অফিসে গিয়ে জমা করলেই হয়ে যাবে।

সাহু জৈন ট্রাস্ট স্কলারশিপের আবেদনপত্র জমা দেওয়ার ঠিকানা :-

সেক্রেটারি, সাহু জৈন ট্রাস্ট,
ইনস্টিটিউশনাল এরিয়া, লোধি রোড,
নয়া দিল্লি- 110003
যোগাযোগ- 24626467 / 24698417

ন্যাশনাল স্কলারশিপের কিছু গুরুত্বপূর্ণ লিঙ্ক:

সাহু জৈন ট্রাস্ট স্কলারশিপের অফিসিয়াল ওয়েবসাইট লিঙ্কClick Here
or
Click Here
সাহু জৈন ট্রাস্ট স্কলারশিপের আবেদন পত্রClick Here
Share This Article
Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *