OASIS Scholarship : “পড়াশোনা করে যে গাড়িঘোড়া চড়ে সে” -ছোটো থেকে এই কথা শুনেই আমরা বড় হয়েছি। কিন্তু তখন জানতাম না পড়াশোনা করার জন্য অনেক টাকার প্রয়োজন। আর সেই টাকা সবার বাবা-মায়ের পক্ষে বহন করা সম্ভব নয়। উচ্চশিক্ষার ইচ্ছে পূরণ করার লক্ষ্যে পশ্চিমবঙ্গ সরকার একাধিক স্কলারশিপ চালু করেছে। যেগুলির মধ্যে থেকে অন্যতম হল ওয়েসিস স্কলারশিপ (OASIS Scholarship)।
এই স্কলারশিপ এস.সি, এস.টি এবং ওবিসি তথা আর্থিক ভাবে অনগ্রসর বিভাগের ছাত্র-ছাত্রীদের জন্য পশ্চিমবঙ্গ সরকার কর্তৃক চালু করা হয়েছে। এটি রাজ্য সরকারের ‘অনগ্রসর শ্রেণী কল্যাণ দপ্তর ও আদিবাসী উন্নয়ন দপ্তর’ দ্বারা পরিচালিত। 2023-24 শিক্ষাবর্ষে 4 লাখের বেশি আবেদন জমা পড়েছে ওয়েসিস স্কলারশিপে (OASIS Scholarship)। কীভাবে আবেদন করবে এই স্কলারশিপটিতে? কারা আবেদন করতে পারবে? কত টাকা স্কলারশিপ পাওয়া যাবে? এই ধরণের সব প্রশ্নের উত্তর রয়েছে আজকের প্রতিবেদনে।
ওয়েসিস স্কলারশিপ (OASIS Scholarship) কী?
পশ্চিমবঙ্গে 21 শতাংশের বেশি মানুষ দরিদ্র সীমার নিচে বসবাস করছেন। তাঁদের কাছে পড়াশোনা তথা উচ্চশিক্ষা অলীক স্বপ্নের সমান। তাঁরা নিজের বাড়ির সন্তানটিকে কোনোরকমে পড়িয়ে যেকোনো একটা কাজে ঢুকিয়ে দিতে পারলেই বাঁচেন। কিন্তু এভাবে মেধাবী ছাত্র-ছাত্রীদের স্বপ্ন ভেঙে দেওয়া তো ঠিক না। আর্থিক অনটনের জেড়ে বহু ছাত্রছাত্রী ইচ্ছে থাকা সত্ত্বেও উচ্চমাধ্যমিকের পর পড়াশোনা করতে পারে না, নিজের পছন্দমতো বিষয় নিয়ে পড়তে পারে না।
আর্থিক অনটন যাতে মেধাবী ছাত্র-ছাত্রীদের পড়াশোনার পথে বাধা হয়ে না দাঁড়ায় তাই পশ্চিমবঙ্গ সরকার অর্থনৈতিক ভাবে দুর্বল শ্রেণীর পরিবারগুলির জন্য নিয়ে এসেছে এই ওয়েসিস স্কলারশিপ (OASIS Scholarship)। এটি মেরিটের ওপর নির্ভর করে না। আর্থিক ভাবে পিছিয়ে পড়া শ্রেণীর যেকোনো ছাত্রছাত্রী এতে আবেদন করতে পারবে। তবে কিছু শর্ত রয়েছে।
কারা ওয়েসিস স্কলারশিপ (OASIS Scholarship)-এ আবেদন করতে পারবে?
ওয়েসিস স্কলারশিপে আবেদন করার জন্য কিছু শর্ত রয়েছে। তবে তোমরা নবম শ্রেণী থেকে এই স্কলারশিপে আবেদন করতে পারবে। এছাড়া স্নাতকোত্তর স্তরে যদি মেডিকেল, হোটেল ম্যানেজমেন্ট, নার্সিং, ইঞ্জিনিয়ারিং, পলিটেকনিক, আইন, বি.এ, বি.এসসি ও বি.কম ইত্যাদি বিষয়ে ভর্তি হলে স্কলারশিপে আবেদন করা যাবে। হোস্টেলের ছাত্রছাত্রীরা তুলনামূলক বেশি স্কলারশিপ পাবে।
ওয়েসিস স্কলারশিপ (OASIS Scholarship)-এ আবেদন করার যোগ্যতা :-
এই স্কলারশিপে কেবলমাত্র আর্থিকভাবে পিছিয়ে পড়া শ্রেণীর ছাত্রছাত্রীরাই আবেদন করতে পারবে। তবে আবেদন করার প্রাথমিক শর্ত হলো শিক্ষার্থীকে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে। এছাড়া পশ্চিমবঙ্গ সরকারের সাহায্যপ্রাপ্ত অথবা আধা সরকারি অথবা সরকারি প্রতিষ্ঠানে ভর্তি হতে হবে।
এস.সি / এস.টি শিক্ষার্থীদের প্রাক ম্যাট্রিক স্কলারশিপের ক্ষেত্রে শর্ত-
- শিক্ষার্থীকে নবম অথবা দশম শ্রেণীর পড়ুয়া হতে হবে।
- তার কাছে এস.সি / এস.টি বিভাগের শংসাপত্র থাকতে হবে।
- পারিবারিক বার্ষিক আয় 2 লাখ টাকার মধ্যে হতে হবে।
ওবিসি শিক্ষার্থীদের পোস্ট ম্যাট্রিক স্কলারশিপের ক্ষেত্রে শর্ত-
- শিক্ষার্থীকে একাদশ অথবা দ্বাদশ শ্রেণীর পড়ুয়া হতে হবে।
- তার কাছে সংশ্লিষ্ট বিভাগের জাতিগত শংসাপত্র থাকতে হবে।
- পরিবারের বার্ষিক আয় হবে ১ লাখ টাকার মধ্যে।
এস.সি / এস.টিঢ় শিক্ষার্থীদের পোস্ট ম্যাট্রিক স্কলারশিপের ক্ষেত্রে শর্ত-
- আবেদনকারীকে একাদশ অথবা দ্বাদশ শ্রেণীর পড়ুয়া হতে হবে।
- তার কাছে সংশ্লিষ্ট বিভাগের জাতিগত শংসাপত্র থাকতে হবে।
- পরিবারের বার্ষিক আয় হবে ২.৫ লাখ টাকার মধ্যে।
ওয়েসিস স্কলারশিপ (OASIS Scholarship)-এ কত টাকা বৃত্তি দেওয়া হয়?
এই স্কলারশিপের ক্ষেত্রে রাজ্য সরকার ও কেন্দ্র সরকার উভয়েই অর্থ প্রদান করে থাকে। 60% অনুদান রাজ্য সরকার আর 40% অনুদান কেন্দ্র সরকার দিয়ে থাকে। ভিন্ন ভিন্ন শ্রেণী ও বিষয়ের ওপর নির্ভর করে স্কলারশিপের পরিমাণ।
- এস.সি বিভাগের ছাত্র-ছাত্রীরা প্রাক ম্যাট্রিক স্কলারশিপের ক্ষেত্রে বছরে 3 হাজার 500 টাকা করে বৃত্তি পায়। অপরদিকে এক্ষেত্রে এস.টি বিভাগের ছাত্রছাত্রীরা 2 হাজার 250 টাকা করে বৃত্তি পেয়ে থাকে। ওবিসি বিভাগের ক্ষেত্রে 4 হাজার টাকা মতো দেওয়া হয়ে থাকে।
- এস.সি বিভাগের ছাত্রছাত্রীরা পোস্ট-ম্যাট্রিক স্কলারশিপের ক্ষেত্রে বছরে 7 হাজার টাকা করে বৃত্তি পায়। ওবিসি বিভাগের ছাত্রছাত্রীরা 10 হাজার টাকা রাজ্য আর 10 হাজার টাকা কেন্দ্রের থেকে পেয়ে থাকে। অপরদিকে এস.টি বিভাগের ছাত্রছাত্রীরা পোস্ট ম্যাট্রিক স্কলারশিপে বছরে 6 হাজার 600 টাকা করে পায়।
- মেডিকেল, পিএইচডি, ইঞ্জিনিয়ারিং ইত্যাদির ক্ষেত্রে এস.সি বিভাগের ছাত্রছাত্রীরা বছরে 7 হাজার টাকা করে পায়। এক্ষেত্রে এস.টি বিভাগের ছাত্রছাত্রীরা আবার 6 হাজার 600 করে পেয়ে থাকে। ওবিসি বিভাগের ডে ও হোস্টেলাররা বছরে সর্বাধিক 20 হাজার টাকার মতো পেয়ে থাকে।
- বি ফার্ম, বি নার্সিং, হোটেল ম্যানেজমেন্ট, এলএলবি, পিজি ইত্যাদির ক্ষেত্রে এস.সি বিভাগের ছাত্রছাত্রীরা বছরে 6 হাজার 500 টাকা করে পায়। এস.টি বিভাগের ছাত্র-ছাত্রীরা পায় 6 হাজার 360 টাকা।
- ইন্টারমিডিয়েট কোর্স, পলিটেকনিক আইটিআই সহ একাদশ ও দ্বাদশ শ্রেণীর এস.সি বিভাগের ছাত্রছাত্রীরা বছরে 2 হাজার 500 টাকা করে পায়। এস.টি বিভাগের ছাত্রছাত্রীরা এক্ষেত্রে বছরে 2 হাজার 760 টাকা করে পায়। অভিসি বিভাগের ডে ও হোস্টেলাররা 5 হাজার টাকা পায়।
- তবে স্নাতক স্তরে সাধারণ কোর্সের জন্য বছরে 3 হাজার টাকা করে দেওয়া হয় এস.সি ছাত্র-ছাত্রীদের। আর এস.টি বিভাগের ছাত্রছাত্রীরা পায় 3 হাজার 600 টাকা। ওবিসি বিভাগের ডে ও হোস্টেলাররা বছরে 8 হাজার টাকা পায়।
ওয়েসিস স্কলারশিপ (OASIS Scholarship)-এ আবেদন করার জন্য কী কী নথি পত্র লাগবে?
- এই স্কলারশিপে আবেদন করার জন্য স্নাতক স্তরের ক্ষেত্রে উচ্চ মাধ্যমিকের মার্কশীট লাগবে।
- শেষ ফাইনাল পরীক্ষার মার্কশিট।
- পারিবারিক বার্ষিক আয়ের শংসাপত্র।
- আবেদনকারীর ব্যাংকের পাসবুকের প্রথম পৃষ্ঠার ছবি।
- আবেদনকারীর রঙিন পাসপোর্ট সাইজ ফটো।
- মাধ্যমিকের এডমিট কার্ড।
- জাতিগত শংসাপত্র।
- বর্তমান শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তির রশিদ।
কীভাবে ওয়েসিস স্কলারশিপ (OASIS Scholarship)-এ আবেদন করতে হবে?
- এই স্কলারশিপের আবেদনপত্র অনলাইনে ফিল আপ করতে হবে। তার জন্য অফিসিয়াল ওয়েবসাইটে লগইন করে রেজিস্ট্রেশন করতে হবে।
- এরপর যেই শিক্ষাপ্রতিষ্ঠানে পড়াশোনা করছ তার জেলা নির্বাচন করতে হবে।
- প্রয়োজনীয় নথিপত্র স্ক্যান করে আপলোড করার পর ক্যাপচা পূরণ করতে হবে। এরপর প্রসিড অপশনে ক্লিক করতে হবে।
- তারপর তোমাদের সামনে প্রাইমারি ডিটেলস পূরণের পেজটি খুলে যাবে। সেখানে অভিভাবকের নাম, কাস্ট সহ বিভিন্ন তথ্য পূরণ করতে হবে।
- তারপর কন্ট্যাক্ট ডিটেলসের জায়গায় পরিবারের বার্ষিক আয়, আধার নম্বর, বৈধ মোবাইল নম্বর ইত্যাদি লিখতে হবে।
- তারপর তোমাদের সামনে আসবে স্টুডেন্ট ক্লাস ডিটেইলস-এর পেজ। সেখানে শেষ পরীক্ষা কত সালে দিয়েছ, তা উল্লেখ করতে হবে।
- এরপর পাসওয়ার্ড সেট করে সাবমিট অপশনে ক্লিক করতে হবে।
- মনে করে ডাউনলোড একনলেজমেন্ট স্লিপ অপশন থেকে ফর্মটি ডাউনলোড করে নেবে।
- এরপর লগইন করে বাকি তথ্য পূরণ করতে হবে।
আবেদনপত্র ফিল আপ হয়ে যাওয়ার পর ডাউনলোড করে নেবে। সেটি কাউন্সিলর, অথবা সরকারি অফিসার কিংবা পঞ্চায়েত সভাপতির কাছ থেকে স্বাক্ষর করাতে হবে। এরপর নিজের শিক্ষা প্রতিষ্ঠান জমা করতে হবে।
ওয়েসিস স্কলারশিপের কিছু গুরুত্বপূর্ণ লিঙ্ক:
ওয়েসিস স্কলারশিপের অফিসিয়াল ওয়েবসাইট লিঙ্ক | Click Here |
ওয়েসিস স্কলারশিপে আবেদন করার লিঙ্ক | Click Here |
ওয়েসিস স্কলারশিপে আবেদনের স্ট্যাটাস চেক করার লিঙ্ক | Click Here |