NHPC Sports Scholarship Scheme : পড়াশোনা চালিয়ে যাওয়ার জন্য আর্থিক জোর থাকা ভীষণ দরকার। আমাদের দেশে এমন অনেক প্রতিভাবান খেলোয়াড় আছে যারা পড়াশোনা আর খেলাধুলা একসাথে চালিয়ে যেতে চায়।
কিন্তু পয়সার অভাবে তা সম্ভব হয়ে ওঠে না। আর সেই কারণে মাঝপথেই নিজেদের স্বপ্ন বিসর্জন করতে হয় তাদের। কিন্তু এখন থেকে আর তা হবে না। সকল মেধাবী ও পরিশ্রমী খেলোয়াড়দের জন্য রয়েছে দারুণ খবর। এই সুযোগ হাতছাড়া করলে পস্তাতে হবে। তাই আর দেরি না করে শুরু করা যাক আজকের প্রতিবেদন।
এনএইচপিসি লিমিটেড প্রতিভাবান ক্রীড়াবিদদের আর্থিক সহায়তা প্রদানের জন্য একটি স্কলারশিপের সূচনা করছে। এটি একটি ক্রীড়া বৃত্তি তথা স্পোর্টস স্কলারশিপ। এই বৃত্তির আওতায় শিক্ষার্থীকে আর্থিক সহায়তা প্রদান করা হবে।
এর ফলে তারা খেলাধুলা সম্পর্কিত তাদের পড়াশোনা চালিয়ে যেতে পারবে। আবেদনকারীরা ফুটবল, কাবাডি, হকি, বক্সিং ইত্যাদি ক্রীড়ার জন্য আর্থিক সহায়তা পাবে। যোগ্যতা মেনে আবেদনপত্র জমা করলে সকল আবেদনকারী সহজেই স্কলারশিপের টাকা নিজের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়ে যাবে।
তবে তার জন্য শেষ তারিখের আগে এই স্কলারশিপের অধীনে আবেদন জমা করতে হবে। আমার কথা বলছি এনএইচপিসি স্পোর্টস স্কলারশিপ স্কিম-এর সম্পর্কে। এই স্কলারশিপের জন্য আবেদনের শেষ তারিখ ২৬ শে মার্চ ২০২৫। তবে তোমরা চাইলে আগামী শিক্ষাবর্ষেও আবেদন করতে পারবে।
এনএইচপিসি স্পোর্টস স্কলারশিপ স্কিম (NHPC Sports Scholarship Scheme) কী?
ভারতের তরুণ ক্রীড়াবিদদের যাতে পড়াশোনার পাশাপাশি খেলাধূলা করতে অসুবিধা না হয় তাই বৃত্তির সুযোগ প্রদানের জন্য NHPC লিমিটেড কর্তৃক এনএইচপিসি স্পোর্টস স্কলারশিপ স্কিম-টি তৈরি করা হয়েছিল।
এই স্কলারশিপের আওতায় ফুটবল, কাবাডি, হকি, বক্সিং, তীরন্দাজ, অ্যাথলেটিক্স, শুটিং, ক্রিকেট, সাঁতার, কুস্তি, ভলিবল ব্রিজ, টেবিল টেনিস, দাবা, ব্যাডমিন্টন, প্যারা স্পোর্টস ইত্যাদি ১৬টি ক্রীড়া বিভাগে নিজেদের খেলা চালিয়ে যাওয়ার জন্য শিক্ষার্থীদের আর্থিক সহায়তা প্রদান করা হবে।
যোগ্যতার মানদণ্ড পূরণকারী প্রার্থীরা ২৬শে মার্চ ২০২৫ সালের আগে এই স্কলারশিপের আওতায় সহজেই আবেদনপত্র জমা করতে পারবে। এই স্কলারশিপের জন্য আবেদন করার শেষ তারিখের আগে প্রার্থীকে অফিসিয়াল ওয়েবসাইটে লগইন করে আবেদন করতে হবে।
এনএইচপিসি স্পোর্টস স্কলারশিপ স্কিম (NHPC Sports Scholarship Scheme)-এর উদ্দেশ্য
এই স্পোর্টস স্কলারশিপ স্কিমের প্রাথমিক লক্ষ্য হল খেলাধুলায় আগ্রহী শিক্ষার্থীদের উৎসাহিত করা। আজও অনেক বাবা মা ভাবেন সন্তান খেলাধুলার দিকে এগোলে ভবিষ্যতে কিছু করতে পারবে না। কিন্তু একথা সত্যি নয়।তাদের ক্যারিয়ার এবং খেলাধুলা অনুসরণের জন্য আর্থিক সহায়তা এবং প্রশিক্ষণ প্রদান করার লক্ষ্যে এনএইচপিসি স্পোর্টস স্কলারশিপ স্কিম-এর সূচনা।
এই স্কলারশিপের সাহায্যে প্রার্থীরা জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে খেলাধুলায় শ্রেষ্ঠত্ব অর্জন করতে সক্ষম হবে। তারা পড়াশোনার পাশাপাশি নিজেদের স্বপ্ন পূরণ করতে পারবে। আর পরিশ্রমের মাধ্যমে আমাদের দেশের নাম উজ্জ্বল করবে।
এই স্কলারশিপটি মেধার ভিত্তিতে অভিজাত স্কলার এবং অন্যান্য স্কলারদের আর্থিক সহায়তা প্রদান করবে। প্রার্থীরা সহজেই ২৬শে মার্চ ২০২৫ সালের আগে আবেদনপত্র পূরণ করতে পারবে। তবে আগামী শিক্ষাবর্ষেও আবেদন করা যাবে। একবার এনএইচপিসি স্পোর্টস স্কলারশিপ পেয়ে গেলে তোমাদের পড়াশোনার খরচ আর খেলাধুলার প্রশিক্ষণ খরচ নিয়ে ভাবতে হবেনা।
এনএইচপিসি স্পোর্টস স্কলারশিপ স্কিম (NHPC Sports Scholarship Scheme)-এ আবেদনের জন্য যোগ্যতার মানদণ্ড :-
- প্রার্থীকে অবশ্যই ভারতের স্থায়ী বাসিন্দা হতে হবে।
- ক্রীড়া বৃত্তির জন্য টুর্নামেন্টে খেলার সময় NHPC লোগো সম্বলিত টি-শার্ট এবং ট্র্যাকস্যুট পরতে হবে না।
- আবেদনকারীর বয়স ২৬ শে মার্চ ২০২৫ তারিখের মধ্যে ১৪ বছর থেকে ১৯ বছরের মধ্যে হতে হবে।
- প্যারা স্পোর্টসের জন্য বয়সে খানিকটা ছাড় আছে। সেক্ষেত্রে আবেদনকারীর বয়স ২৬ শে মার্চ ২০২৫ তারিখে ১৪ বছর থেকে ২৪ বছরের মধ্যে হতে হবে।
- চলতি শিক্ষাবর্ষে আবেদন করতে চাইলে, ২০০৬ সালের ২৬শে মার্চের পরে জন্মগ্রহণকারী শিক্ষার্থীরা এই বৃত্তির জন্য আবেদন করতে পারবে।
- প্রার্থীকে অন্য কোনও বৃত্তির সুবিধা গ্রহণ করতে হবে না।
এনএইচপিসি স্পোর্টস স্কলারশিপ স্কিম (NHPC Sports Scholarship Scheme)-এর সময়কাল :-
বৃত্তির সময়কালে আবেদনকারীর বয়স যাই হোক না কেন, ক্রীড়া বৃত্তি প্রকল্পের মেয়াদ ৩ বছরই হবে।
এনএইচপিসি স্পোর্টস স্কলারশিপ স্কিম (NHPC Sports Scholarship Scheme)-এ আবেদন করার জন্য প্রয়োজনীয় নথিপত্র :-
এনএইচপিসি স্পোর্টস স্কলারশিপ স্কিম-এ আবেদন করার জন্য তোমাদের কিছু ডকুমেন্টের দরকার হবে, সেগুলি হলো –
- শিক্ষাগত মার্কশিট
- বয়সের প্রমাণপত্র
- আবেদনকারীর নিজস্ব ব্যাংক অ্যাকাউন্টের বিবরণ
- আবেদনকারীর পাসপোর্ট সাইজের ছবি
- বৈধ মোবাইল নম্বর
- আঁধার কার্ড
- বোর্ড পরীক্ষার মার্কশিট
গুরুত্বপূর্ণ তারিখ :-
এনএইচপিসি স্পোর্টস স্কলারশিপ স্কিম (NHPC Sports Scholarship Scheme)-এ আবেদনের শেষ তারিখ ২৬ শে মার্চ ২০২৫।
এনএইচপিসি স্পোর্টস স্কলারশিপ স্কিম (NHPC Sports Scholarship Scheme)-এ নির্বাচনের প্রক্রিয়া :-
প্রার্থী নির্বাচন NHPC কর্তৃক যথাযথভাবে গঠিত কমিটি দ্বারা সম্পন্ন করা হবে।
প্রার্থী নির্বাচন মেধার ভিত্তিতে করা হবে।
যোগ্যতার মানদণ্ডে উত্তীর্ণ হলে তবেই আবেদনকারী বৃত্তি পাবে।
এনএইচপিসি স্পোর্টস স্কলারশিপ স্কিম (NHPC Sports Scholarship Scheme)-এ অনলাইনে আবেদন করার পদ্ধতি :-
- প্রথমে NHPC ওয়েবসাইট ভিজিট করতে হবে।
- এরপর তোমার সামনে হোম পেজটি খুলে যাবে।
- হোমপেজে তোমাদের বিস্তারিত বিবরণ দিয়ে দেওয়া থাকবে। সেগুলি মনোযোগ সহকারে পড়তে হবে। তারপর নতুন আবেদনের জন্য দেওয়া অপশনে ক্লিক করতে হবে।
- তারপর তোমার সামনে আবেদনপত্রটি খুলে যাবে।
- এখানে তোমার সাবধানে আর সঠিকভাবে বিস্তারিত লিখতে হবে।
- এরপর তোমাকে সমস্ত গুরুত্বপূর্ণ নথি স্ক্যান করে আপলোড করতে হবে।
- তারপর সাবমিট অপশনে ক্লিক করতে হবে।
- এই পদ্ধতি অনুসরণ করে তুমি সহজেই এই স্কিমের অধীনে আবেদনপত্র জমা করতে পারবে।
এনএইচপিসি স্পোর্টস স্কলারশিপ স্কিম (NHPC Sports Scholarship Scheme)-এর যোগাযোগ মাধ্যম :-
ঠিকানা:
এনএইচপিসি অফিস কমপ্লেক্স, সেক্টর ৩৩, ফরিদাবাদ – 121003
ইমেইল:
webmaster@nhpc.nic.in
ফোন নম্বর:
0129 – 2588110 / 2588500
এনএইচপিসি স্পোর্টস স্কলারশিপ স্কিম (NHPC Sports Scholarship Scheme)-এর বৃত্তির পরিমাণ :-
এই স্কলারশিপে আবেদন করলে তোমরা প্রতি মাসে ৯ হাজার টাকা থেকে ১৪ হাজার টাকা পর্যন্ত পেয়ে যাবে।