নারোতম সেকসারিয়া স্কলারশিপ: দেশ ও বিদেশের বিশ্ববিদ্যালয়ে পড়তে ইচ্ছুক ছাত্র-ছাত্রীরা পাবেন ২০ লক্ষ টাকা ইন্টারেস্ট ফ্রি লোন , জেনে নিন কিভাবে আবেদন করবেন

Oindrila Chatterjee
Narotam Sekhsaria Scholarship

Narotam Sekhsaria Foundation পরিচালিত এক মেধাভিত্তিক উচ্চশিক্ষায় বৃত্তি অর্থাৎ স্কলারশিপ প্রদানের কর্মসূচি হলো এই নারোতম সেকসারিয়া স্কলারশিপ (Narotam Sekhsaria Scholarship)।

এই স্কলারশিপটি মূলত উচ্চ শিক্ষার জন্য যে সমস্ত আগ্রহী ও মেধাবী ভারতীয় ছাত্রছাত্রী রয়েছে তাদের আর্থিক সহায়তা প্রদান করে থাকে, যাতে সেই সমস্ত শিক্ষার্থীরা ভারত এবং বিদেশের বিভিন্ন শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াশোনা(Post Graduation) সম্পন্ন করতে পারে। তাই আজকের এই নিবন্ধে এই স্কলারশিপ সম্পর্কে আরো বিস্তারিত তথ্য জেনে নেওয়া যাক।

নারোতম সেকসারিয়া স্কলারশিপ কি এবং কীভাবে এই নারোতম সেকসারিয়া স্কলারশিপ শুরু হয় ?
What is Narotam Sekhsaria Scholarship and how this Scholarship starts?

এক বিশিষ্ট শিল্পপতি Narotam Sekhsaria চেয়েছিলেন ভারতীয় শিক্ষার্থীদের উন্নতির জন্য উচ্চশিক্ষার ক্ষেত্রে কোনো আর্থিক সুযোগ প্রদানের ব্যবস্থা করতে। তাই তার ইচ্ছা পূরণের জন্য তিনি ২০০২ সালে সর্বপ্রথম একটি ফাউন্ডেশন তৈরি করেন।

যেই ফাউন্ডেশনের মাধ্যমে এক স্কলারশিপ চালু করা হয় যা বিভিন্ন ভারতীয় শিক্ষার্থীদের দেশে অথবা বিদেশে স্নাতকোত্তর পড়াশোনার জন্য আর্থিক সহায়তা প্রদান করে থাকে। তাই এই স্কলারশিপের নাম হয় নারোতম সেকসারিয়া স্কলারশিপ (Narotam Sekhsaria Scholarships) ।

সর্বপ্রথম এই স্কলারশিপ প্রদান করা হয়েছিল ২০০২-২০০৩ শিক্ষাবর্ষে। সেই সময় হাতে গুনে মাত্র কয়েকজন মেধাবী শিক্ষার্থী এই স্কলারশিপের সুযোগ পেয়েছিল এরপর পরবর্তীকালে ধীরে ধীরে এর পরিধী বেড়ে যায় এবং প্রতি বছর বিভিন্ন মেধাবী শিক্ষার্থীরা এই স্কলারশিপ পেতে থাকে।

কবে এবং কীভাবে এই নারোতম সেকসারিয়া স্কলারশিপ শুরু হয় ?
When and how this Narotam Sekhsaria Scholarship starts?

এক বিশিষ্ট শিল্পপতি Narotam Sekhsaria চেয়েছিলেন ভারতীয় শিক্ষার্থীদের উন্নতির জন্য উচ্চশিক্ষার ক্ষেত্রে কোনো আর্থিক সুযোগ প্রদানের ব্যবস্থা করতে। তাই তার ইচ্ছা পূরণের জন্য তিনি ২০০২ সালে সর্বপ্রথম একটি ফাউন্ডেশন তৈরি করেন।

যেই ফাউন্ডেশনের মাধ্যমে এক স্কলারশিপ চালু করা হয় যা বিভিন্ন ভারতীয় শিক্ষার্থীদের দেশে অথবা বিদেশে স্নাতকোত্তর পড়াশোনার জন্য আর্থিক সহায়তা প্রদান করে থাকে।

তাই এই স্কলারশিপের নাম হয় নারোতম সেকসারিয়া স্কলারশিপ (Narotam Sekhsaria Scholarships) । সর্বপ্রথম এই স্কলারশিপ প্রদান করা হয়েছিল ২০০২-২০০৩ শিক্ষাবর্ষে। সেই সময় হাতে গুনে মাত্র কয়েকজন মেধাবী শিক্ষার্থী এই স্কলারশিপের সুযোগ পেয়েছিল এরপর পরবর্তীকালে ধীরে ধীরে এর পরিধী বেড়ে যায় এবং প্রতি বছর বিভিন্ন মেধাবী শিক্ষার্থীরা এই স্কলারশিপ পেতে থাকে।

কে এই নারোতম সেকসারিয়া ?
Who is Narotam Sekhsaria ?

Narotam Sekhsaria একজন বিশিষ্ট ভারতীয় শিল্পপতি ও সমাজসেবক হিসেবে পরিচিত। তিনি হলেন বিখ্যাত গুজরাট আম্বুজার সিমেন্ট লিমিটেডের প্রতিষ্ঠাতা(GACL )। ১৯৮৩ সালে তিনি এই গুজরাট আম্বুজা সিমেন্ট (Ambuja Cements) লিমিটেড কোম্পানিটি প্রতিষ্ঠা করেছিলেন যেটি পরবর্তীকালে ভারতের অন্যতম সফল সিমেন্ট কোম্পানি হয়ে উঠেছে।

তাই তিনি আমাদের ভারতে সিমেন্ট শিল্পের এক অন্যতম পথপ্রদর্শক হিসেবে পরিচিত। এরপরে ব্যবসায়িক সাফল্যের পাশাপাশি তিনি সমাজসেবামূলক কাজেও নিজেকে যুক্ত করে যেমন শিক্ষার প্রসার ও উন্নয়নের জন্য তিনি ২০০২ সালে Narotam Sekhsaria Foundation তৈরি করেন যেটি ভারতের বিভিন্ন মেধাবী শিক্ষার্থীদের উচ্চ শিক্ষার ক্ষেত্রে আর্থিক সহায়তার জন্য স্কলারশিপ প্রদান করে থাকে।

২০২৫ সালে এই স্কলারশিপ আবেদনকারীদের যোগ্যতা কেমন হবে ?
What will be the eligibility of these scholarship applicants in 2025?

Narotam Sekhsaria Scholarship

  1. এই স্কলারশিপে আবেদনকারীকে অবশ্যই ভারতে বসবাস করতে হবে এবং ভারতীয় নাগরিক হতে হবে।
  2. অবশ্যই আবেদনকারীর স্বীকৃত কোন ভারতীয় বিশ্ববিদ্যালয় থেকে প্রাপ্ত স্নাতক ডিগ্রি থাকতে হবে।
  3. ২০২৫ সালের আবেদনকারীর বয়স ৩০ বছরের নিচে থাকা বাধ্যতামূলক।

নারোতম সেকসারিয়া স্কলারশিপের প্রধান সুবিধা গুলো কি কি ??
What are the main benefits of Narotam Sekhsaria Scholarship??

  1. সুদ ছাড়াই আর্থিক সহায়তা : এই স্কলারশিপের প্রধান সুবিধা হল এর মাধ্যমে শিক্ষার্থীরা তাদের উচ্চশিক্ষার পড়াশোনার খরচ চালানোর জন্য যে আর্থিক সহায়তা পায় তার জন্য কোন সুদ ধার্য করা হয় না ।
  2. বিদেশে পড়াশোনা করার সুযোগ : এই স্কলারশিপের মাধ্যমে বিভিন্ন শিক্ষার্থীরা ভারতীয় বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি বিদেশের বিভিন্ন শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ে Higher Studies এর জন্য আর্থিক সাহায্য পেয়ে থাকে।
  3. সহজ ইনস্টলমেন্ট ব্যবস্থা : ছাত্র-ছাত্রীদের ওপর যাতে এক ধাক্কায় অতিরিক্ত এডুকেশন লোনের চাপ না পরে সেই কারণে কোর্স শেষ হয়ে যাওয়ার এক বছর পরে কোনরকম ইন্টারেস্ট ছাড়াই ধাপে ধাপে অর্থাৎ ইনস্টলমেন্ট সিস্টেমে লোন পরিশোধ করার সুযোগ দেওয়া হয় ।
  4. ক্যারিয়ার গাইডেন্স ও মেন্টারশীপ : এই স্কলারশিপের অধীনে পড়াশোনা করাকালীন শিক্ষার্থীদের বিভিন্ন ইন্ডাস্ট্রি এক্সপার্টদের পরামর্শ ও গাইডেন্স প্রোভাইড করা হয় যাতে তারা নিজেদের ক্যারিয়ারের প্রতিষ্ঠিত হতে পারে।

নারোতম সেকসারিয়া স্কলারশিপ এর জন্য আবেদন করার পদ্ধতি !
How to Apply for Narotam Sekhsaria Scholarships !

  1. প্রথমে স্কলারশিপের অফিশিয়াল ওয়েবসাইট অথবা পোর্টালে গিয়ে একটি অ্যাকাউন্ট তৈরি করতে হবে ।
  2. এরপর অ্যাকাউন্ট তৈরি হয়ে গেলে আবেদনপত্রের তিনটি অংশ থাকে সেই তিনটি স্টেপে যে সমস্ত ইনফরমেশন দেওয়ার জন্য বলা হয়ে থাকে সেগুলো ভালোভাবে পূরণ করতে হবে।
  3. এরপর আবেদনপত্রের সমস্ত স্টেপ ভালোভাবে পূরণ হয়ে গেলে আবেদনপত্র Submit করার সময় অনলাইন ব্যাংকিং এর মাধ্যমে ৫০০ টাকা ফি জমা করতে হবে। তবে এই টাকা কিন্তু পরবর্তী সময়ে ফেরত দেওয়া হয় না আবেদন পত্রের মূল্য হিসেবে এই ৫০০ টাকা ধার্য থাকে।
  4. ২০২৫ সালে এই স্কলারশিপের জন্য আবেদনের শেষ তারিখ হল ২৩ শে মার্চ।
  5. যারা এই স্কলারশিপের জন্য আবেদন করবে তাদের মধ্যে থেকে shortlisted প্রার্থীদের এপ্রিল থেকে জুন মাসের মধ্যে সাক্ষাৎকারের জন্য ডাকা হবে।
  6. এরপর ওই সাক্ষাৎকারের মাধ্যমে নির্বাচিত স্কলারদের জুলাই মাসে একটি ওরিয়েন্টেশন প্রোগ্রামে অংশগ্রহণ করতে হবে।

Narotam Sekhsaria Scholarship এ আবেদন করার অফিসিয়াল ওয়েবসাইট এবং অ্যাপ্লিকেশন স্টেপ :

Website/Portal

Application Step

  1. Register online at the official portal.
  2. Fill out the application form in three parts.
  3. Non refundable fee of ₹500
  4. application deadline at March 23,2025
  5. Candidates will be called for interviews on April-June 2025
  6. Selected scholars will attend an orientation program on July 2025

গুরুত্বপূর্ণ টিপস :

  1. অফিসিয়াল ওয়েবসাইটটি ওপেন করার সময় অবশ্যই নিজস্ব ইন্টারনেট চালু রাখতে হবে , কোনরকম পাবলিক ইন্টারনেটের / Public WiFi এর সাহায্যে ওয়েবসাইটটি ওপেন করার চেষ্টা করলে তা খুলবে না।
  1. আবেদনকারীর valid email ID অবশ্যই থাকা প্রয়োজন কারণ ওয়েবসাইটে আবেদন apply করার সময় মেইল আইডি এবং পাসওয়ার্ড দিয়ে Sign in/Sign up করা আবশ্যক ।
  2. স্কলারশিপের জন্য ওয়েবসাইটে আবেদন করার সময় কোনরকম ডকুমেন্টস এর প্রয়োজন হয় না , শুধুমাত্র আবেদনপত্র পূরণ করার সময় যেই সমস্ত ইনফরমেশন চাওয়া হয় সেগুলো সঠিকভাবে দিয়েই আবেদনপত্র জমা করতে হয় ।

উপসংহার :

আমাদের দেশে অনেক শিক্ষার্থী তাদের নিজেদের উচ্চশিক্ষার স্বপ্ন পূরণ করতে চায় কিন্তু আর্থিক সীমাবদ্ধতার কারণে তা হয়ে ওঠেনা। তাই এই সমস্ত ভারতীয় মেধাবী ছাত্র-ছাত্রীদের উচ্চশিক্ষার আর্থিক সহায়তা ও মেন্টরশিপ প্রদান করে থাকে এই Narotam Sekhsaria Scholarship।

এই স্কলারশিপের মাধ্যমে ভারত ছাড়াও বিদেশী বিশ্ববিদ্যালয়ে পোস্ট গ্রেজুয়েশন করার মত অভিনব সুযোগ পাওয়া যায়। তাই এটি হলো ভারতের অন্যতম অভিনব মেধাভিত্তিক বৃত্তি অর্থাৎ স্কলারশিপ প্রোগ্রাম।

Official Website:- Click Here

Online Apply Website:- Click Here

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *