মৌলানা আজাদ বৃত্তি: সংখ্যালঘু ছাত্রীদের প্রতি বছর ৬ হাজার টাকা বৃত্তি দিচ্ছে ভারত সরকার, দেখে নিন আবেদন পদ্ধতি

মৌলানা আজাদ বৃত্তি (Maulana Azad National Scholarship)।ভারত সরকারের সংখ্যালঘু বিষয়ক মন্ত্রকের এক উল্লেখযোগ্য প্রকল্প। ফেয়ার ইন্ডিয়ার একজন বিখ্যাত স্বাধীনতা সংগ্রামী এবং প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষামন্ত্রী মৌলানা আবুল কালাম আজাদের সম্মানে এই বৃত্তিটি শিক্ষার্থীদের আর্থিক সহায়তা দেওয়ার জন্য ডিজাইন করা হয়েছে।মেয়েদের জন্য অত্যন্ত জনপ্রিয় এই স্কলারশিপ

যে সমস্ত শিক্ষার্থীরা নবম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত পাঠরত ও সংখ্যালঘু সম্প্রদায় অন্তর্ভুক্ত হয় তাহলে তারা এই মৌলানা আজাদ ন্যাশনাল স্কলারশিপের যোগ্য। নবম শ্রেণী বা তার ওপরে ন্যূনতম ৫০ শতাংশ নম্বর থাকা আবশ্যিক। আসুন এই স্কলারশিপ সম্পর্কে জেনে নিই সবিস্তারে।

মৌলানা আজাদ ন্যাশনাল স্কলারশিপ(Maulana Azad National Scholarship) কী?

মৌলানা আজাদ বৃত্তি হল এমন একটি প্রোগ্রাম যা ভারতের সংখ্যালঘু সম্প্রদায়ের শিক্ষার্থীদের আর্থিক সহায়তা প্রদান করে। এই বৃত্তিটি মৌলানা আজাদ এডুকেশন ফাউন্ডেশন দ্বারা পরিচালিত হয়, যা ভারত সরকারের ব্যবস্থাপনায় একটি সংস্থা।

মৌলানা আজাদ ন্যাশনাল স্কলারশিপের(Maulana Azad National Scholarship) উদ্দেশ্য:

স্কলারশিপ টি বেগম হযরত মহল জাতীয় স্কলারশিপ নামেও পরিচিত ২০০৩-২০০৪ সালে এই স্কলারশিপটি চালু করা হয়। এটি মূলত মৌলানা আজাদ শিক্ষা ফাউন্ডেশন দ্বারা পরিচালিত হয়। এই ফাউন্ডেশনটি ভারত সরকারের সংখ্যালঘু বিষয়ক মন্ত্রকের অধীনে। এই স্কলারশিপের উদ্দেশ্যই হলো নবম দশম শ্রেণীর যে সকল মেধাবী ও সংখ্যালঘু শ্রেণীর যেসমস্ত মেয়েরা রয়েছে তাদের আর্থিক সহায়তা প্রদান করা, যাতে তারা আগামী দিনে নিজেদের ভবিষ্যৎ সুপ্রতিষ্ঠিত করতে পারে।

মৌলানা আজাদ ন্যাশনাল স্কলারশিপ পাওয়ার যোগ্যতা (Maulana Azad National Scholarship Eligibility Criteria ) গুলি কী কী:

  • এই স্কলারশিপ পেতে গেলে শিক্ষার্থীদের সংখ্যালঘু সম্প্রদায়ের হতে হবে, যেমন মুসলিম, খ্রিস্টান, বৌদ্ধ, জৈন ও পার্সি। শুধুমাত্র ছয়টি সংখ্যালঘু সম্প্রদায়ের মেয়েরাই এই বৃত্তি পাওয়ার যোগ্য।
  • পারিবারিক বার্ষিক আয় দু লক্ষ টাকার বেশি নয়।
  • নবম থেকে দ্বাদশ শ্রেণীর ছাত্রীরাই কেবলমাত্র এই স্কলারশিপের আবেদন করতে পারবে। পূর্ববর্তী শ্রেণীর ৫০ শতাংশ নম্বর থাকা আবশ্যিক।
  • রাজ্য সরকার কিংবা কেন্দ্রশাসিত অঞ্চল বা প্রশাসন দ্বারা ঘোষিত আয়ের শংসাপত্রকে গ্রাহ্য করা হবে।
  • একই পরিবারের দুজনের বেশি শিক্ষার্থীদের এই বৃত্তি দেওয়া হয় না।
  • শিক্ষার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদনপত্র জমা দিতে হবে, তবে একাধিকবার জমা দিলে তা নকল বলেও গণ্য করা হবে এবং সেক্ষেত্রে আবেদন পত্রটি বাতিল করা হতে পারে।
  • শিক্ষার্থীদের বৃত্তি সরাসরি সুবিধাভোগীর একাউন্টে দেওয়া হয়।
  • অনলাইনের মাধ্যমে আবেদন করতে কোন রেজিস্ট্রেশন ফির প্রয়োজন হয় না।

মৌলানা আজাদ ন্যাশনাল স্কলারশিপে(Maulana Azad National Scholarship) আবেদনের জন্য প্রয়োজনীয় নথি গুলি কী কী :

  1. শিক্ষার্থীর ক্যাটাগরি সার্টিফিকেট জমা করতে হবে।
  2. শারীরিকভাবে অক্ষম হলে সেই সার্টিফিকেটও জমা দিতে হবে।
  3. সাম্প্রতিক কালের পাসপোর্ট সাইজ ছবি প্রয়োজন।
  4. বৃত্তি বা বর্তমান কর্মসংস্থানের নথি জমা করতে হবে।
  5. স্কুলের প্রিন্সিপাল দ্বারা স্কুল যাচাই করন ও ফর্মটিতে স্বাক্ষর প্রয়োজন।
  6. শিক্ষার্থীর আধার কার্ড প্রয়োজন। যদি কোন শিক্ষার্থীর আধার কার্ড না থাকে সে ক্ষেত্রে জন্ম শংসাপত্র অথবা বিপিএল কার্ড কিংবা রেশন কার্ড দিতে হবে।

মৌলানা আজাদ ন্যাশনাল স্কলারশিপে(Maulana Azad National Scholarship) বৃত্তির পরিমাণ:

মৌলানা আজাদ বৃত্তি পরিমাণ দুই ভাগে বিভক্ত প্রথমটি হল নবম দশম শ্রেণীর জন্য ও দ্বিতীয় টি হল একাদশ ও দ্বাদশ শ্রেণীর ছাত্রীদের জন্য। নবম ও দশম শ্রেণীর ছাত্রীদের জন্য প্রতিবছর ৫ হাজার টাকা এবং একাদশ দ্বাদশ শ্রেণির ছাত্রীদের জন্য বছরের ৬ হাজার টাকা বৃত্তি প্রদান করা হয়।

মৌলানা আজাদ ন্যাশনাল স্কলারশিপের আবেদন পদ্ধতি(How To Apply) :

এই স্কলারশিপ এ আবেদন করতে গেলে মৌলানা আজাদ শিক্ষা ফাউন্ডেশনের অফিশিয়াল পোর্টালে যেতে হবে। সেই ওয়েবসাইট টি হল www.maef.nic.in যেটি থেকে ফর্ম ডাউনলোড করতে হবে এবং অফলাইনে ফর্মটি পূরণ করতে হবে ও সমস্ত নথি যুক্ত করে এম এ ই এফ অফিসে পোস্ট করতে হবে। আসুন জেনে নিয়ে আবেদন পদ্ধতিগুলি ধাপে ধাপে:

  1. প্রথমে এম এ ই এফ পোর্টালে গিয়ে ছাত্র নিবন্ধন ফর্ম অপশনটিতে ক্লিক করে নিজের নাম নিবন্ধন করতে হবে।
  2. নিবন্ধন ফর্মটি অত্যন্ত সতর্কভাবে পূরণ করতে হবে এরপরে রেজিস্ট্রেশন ফর্মটি জমা দিতে হবে।
  3. ফর্মটি জমা দেওয়ার পর শিক্ষার্থীদের স্কুল যাচাই করন ও ফর্মটি ডাউনলোড করতে হবে যে ফর্মটি একটি নির্দিষ্ট লিঙ্ক থেকে ডাউনলোড করা যায় এবং তাতে স্কুলের অধ্যক্ষদের দিয়ে চেক করা প্রয়োজন এবং তা পরবর্তীকালে বৃত্তি পূরণ করার সময় আপলোড করতে হবে।
  4. ছাত্রীদের নিজেদের নিবন্ধন বিবরণ দিয়েই লগইন করতে হবে।
  5. আবেদনের বিবরণ পূরণ করতে হবে এবং নথি গুলি আপলোড করে আবেদনপত্র জমা দিতে হবে।

যোগাযোগের ঠিকানা
ফোন নম্বর: ০১১-২৩৫৮৩৭৮৯ , ০১১- ২৩৫৮৩৭৮৮ ।
ইমেল আইডি: scholarship-naef@nic.in
ওয়েবসাইট : www maef nic in

মৌলানা আজাদ ন্যাশনাল স্কলারশিপের স্ট্যাটাস চেক কিভাবে করবেন:

  1. আবেদনকারীরা খুব সহজেই নিজেদেরই স্কলারশিপের স্ট্যাটাস চেক করতে পারবেন তার জন্য অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদনের বিশদ বিবরণ যেমন স্কলারশিপের বিভাগ সনাক্তকরণের বিশদ বিবরণ জন্ম তারিখ ইত্যাদি গুলি দিতে হবে।
  2. এছাড়াও যে সমস্ত আবেদনকারীরা আবেদনের স্থিতি পরীক্ষা করতে চান সে ক্ষেত্রে মৌলানা আজাদ শিক্ষা ফাউন্ডেশন বৃত্তি পৃষ্ঠা দেখা প্রয়োজন ।
  3. এছাড়া স্কলারশিপের ক্যাটাগরি নবম দশম একাদশ দ্বাদশ সেগুলি বেছে নিতে হবে। তাদের জন্ম তারিখ টি দিতে হবে ।
  4. এছাড়াও সনাক্তকরণের জন্য নিজের আধার কার্ড নম্বর বা ব্যাংক অ্যাকাউন্ট নম্বর কিংবা নিবন্ধন নম্বর লিখতে হবে তাহলে সহজেই খুঁজে পাওয়া সম্ভব।
  5. এর পরবর্তী ধাপ হল ভিউ অ্যাপ্লিকেশন স্ট্যাটাস বোতামে ক্লিক করা এবং এর ফলে নিজেদের আবেদনের অবস্থা খুব সহজেই চেক করতে পারবেন যাতে করে আপনি স্কলারশিপ পাবেন কি পাবেন না সে সম্পর্কে অবগত হবেন।

মৌলানা আজাদ ন্যাশনাল স্কলারশিপ স্কিমের কিছু গুরুত্বপূর্ণ লিঙ্ক:

মৌলানা আজাদ ন্যাশনাল স্কলারশিপ স্কিমের অফিসিয়াল ওয়েবসাইট লিঙ্ক

মৌলানা আজাদ ন্যাশনাল স্কলারশিপের বিজ্ঞপ্তির লিঙ্ক

মৌলানা আজাদ ন্যাশনাল স্কলারশিপের আবেদন পত্রের লিঙ্ক

উপসংহার :

মৌলানা আজাদ ন্যাশনাল স্কলারশিপ(Maulana Azad National Scholarship) ভারতের সংখ্যালঘু সম্প্রদায়ের ছাত্রীদের জন্য এক অত্যন্ত গুরুত্বপূর্ণ স্কলারশিপ প্রকল্প। এই স্কলারশিপ মূলত মুসলিম, খ্রিষ্টান, শিখ, বৌদ্ধ ও পার্সি সম্প্রদায়ের মেয়েরা যারা আর্থিকভাবে দুর্বল কিন্তু মেধাবী ছাত্রী তাদের জন্য প্রদান করা হয়। ভারত সরকারের অধীনে মিনিস্ট্রি অফ মাইনোরিটি অ্যাফেয়ার্স এর আওতায় Maulana Azad Education Foundation এর মাধ্যমে এই কলারশিপটি প্রদান করা হয়ে থাকে। এই স্কলারশিপের মূল উদ্দেশ্য হলো সংখ্যালঘু সম্প্রদায়ের মেয়েদের শিক্ষায় উৎসাহিত করে উচ্চ মাধ্যমিক ও উচ্চশিক্ষার পথে তাদের আর্থিক সহায়তা দেওয়া।

এই স্কলারশিপের মাধ্যমে মেয়েদের শিক্ষার হার বাড়ানো এবং তাদের আত্মনির্ভরশীল করে তোলা সম্ভব হয়ে থাকে। এই স্কলারশিপ এর মাধ্যমে বিভিন্ন ছাত্রীরা তাদের শিক্ষার যাবতীয় উপকরণ যেমন ফি, ইউনিফর্ম, বই , এবং অন্যান্য যাবতীয় প্রয়োজনীয় খরচ মেটাতে সহায়ক হয়ে থাকে। এই স্কলারশিপ শুধুমাত্র আর্থিক সহায়তা নয় এটি দেশের সংখ্যালঘু ছাত্রীদের কাছে আত্মবিশ্বাস আর ভবিষ্যতের আশ্বাস।

মৌলানা আজাদ ন্যাশনাল স্কলারশিপ স্কিমের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন:

1.মৌলানা আজাদ বৃত্তি ২০২৫ এর শেষ তারিখ?
স্কলারশিপের আবেদনের শেষ তারিখ ৩১শে অক্টোবর ২০২৫।

2. কিভাবে মৌলানা আজাদ ন্যাশনাল স্কলারশিপ ২০২৫ এর আবেদন করা সম্ভব?
মৌলানা আজাদ স্কলারশিপের অফিশিয়াল ওয়েবসাইট www.maef.nic.in তে গিয়ে।

3.শুধুমাত্র সংখ্যালঘু সম্প্রদায় ছাড়া কি কোন ছাত্রী মৌলানা আজাদ ভিত্তিক পেতে পারে

না শুধুমাত্র সংখ্যালঘু সম্প্রদায় যেমন মুসলিম খ্রিস্টান বৌদ্ধ-প্রাশি জৈন ইত্যাদি সম্প্রদায়ের মেয়েরাই আবেদন করতে পারবে।

4.মৌলানা আজাদ ন্যাশনাল স্কলারশিপের অফিশিয়াল ওয়েবসাইট টি কী?
মৌলানা আজাদ স্কলারশিপের অফিশিয়াল ওয়েবসাইট টি হল www.maef.nic.in।

5.কোন পরিবারের বার্ষিক আয় যদি ১ লাখ টাকা হয়ে থাকে সে ক্ষেত্রে ওই পরিবারের ছাত্রী আবেদন করতে পারবে?

নিশ্চয়ই কোন পরিবারের বার্ষিক এক লাখ টাকার বেশি হলে সেক্ষেত্রে এই বৃত্তি পাওয়ার যোগ্য নয় ।

Leave a Comment