জিও স্কলারশিপ: জিও সংস্থা ছাত্র-ছাত্রীদের দিচ্ছে ৭৫ হাজার টাকা স্কলারশিপ, দারুন সুযোগ এখনই আবেদন করুন

Jio Scholarship : জিও স্কলারশিপ (2025 Jio Scholarship) তৈরি করেছে রিলায়েন্স জিও (Reliance Jio) কোম্পানি। এটি ভারতের অত্যন্ত সুপরিচিত ও নামজাদা এক সংস্থা। এই সংস্থাটি তার টেলিযোগাযোগ পরিষেবার জন্য পরিচিত। বর্তমানে ভারতে উপলব্ধ টেলিকম অপারেটর কোম্পানিগুলির মধ্যে থেকে এটি অন্যতম।

মুকেশ আম্বানি সমাজের বিভিন্ন স্তরে নানা‌ ধরণের সমাজসেবামূলক কাজের সাথে যুক্ত। তাঁর নিজস্ব এনজিও আছে। এবার তাঁর কোম্পানি রিলায়েন্স জিও (Reliance Jio) এখন সমাজের অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া শিক্ষার্থীদের জন্য স্কলারশিপ নিয়ে হাজির হয়েছে।

JIO স্কলারশিপ স্কিমের মূল লক্ষ্য হল শিক্ষা অর্জনে মানুষকে সহায়তা করা। যারা দ্বাদশ শ্রেণির বোর্ড পরীক্ষায় ৬৫ শতাংশ বা তার বেশি নম্বর পাবে তারা এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবে। তবে তার জন্য কলেজ অথবা কোনো ইনস্টিটিউটে ভর্তি হতে হবে।

জিও স্কলারশিপ (2025 Jio Scholarship) সম্পর্কে বিস্তারিত জেনে নিন

ভারতে বহু এমন ছাত্রছাত্রী রয়েছে যারা টাকা পয়সার অভাবে উচ্চ মাধ্যমিকের পরে আর পড়াশোনা করতে পারে না। যদিও বিভিন্ন ধরনের সরকারি স্কলারশিপের ব্যবস্থা এখন রয়েছে। কিন্তু অনেক সময় তা পড়াশোনার বহুল খরচের কাছে কম পড়ে যায়। রিলায়েন্স জিও (Reliance Jio) একটি বেসরকারি সংস্থা। এই সংস্থা ছাত্র-ছাত্রীদের জন্য নিয়ে এসেছে জিও স্কলারশিপ (2025 Jio Scholarship)।

তোমরা যারা দ্বাদশ শ্রেণীর পর কলেজে ভর্তি হতে চাও বা উচ্চশিক্ষা গ্রহণ করতে চাও, তারা নির্দ্বিধায় স্কলারশিপের জন্য আবেদন করতে পারে। কিভাবে আবেদন করবে জিও স্কলারশিপ (2025 Jio Scholarship)-এ? কারা আবেদন করতে পারবে এই স্কলারশিপে? আবেদন করার সময় কী কী ডকুমেন্ট (Documents) লাগবে? এই ধরনের সব প্রশ্নের উত্তর রয়েছে আমাদের আজকের প্রতিবেদনে।

জিও স্কলারশিপ (2025 Jio Scholarship) কী?

রিলায়েন্স জিও (Reliance Jio) কোম্পানির নাম জানে না, এমন ভারতীয় বোধহয় নেই। বর্তমানে ভারতের অন্যতম বৃহৎ টেলিকম কোম্পানি হল জিও। জিও নিয়ে এসেছে রিলায়েন্স জিও (Reliance Jio)। এর দৌলতে কলেজে পড়তে ইচ্ছুক ছাত্রছাত্রীরা নিজেদের স্বপ্ন পূরণ করতে পারবে। তাদের পড়াশোনা ছেড়ে কাজের পেছনে দৌঁড়াতে হবে না।

অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া এবং আর্থিক সম্পদ নেই এমন শিক্ষার্থীদের আর্থিক সহায়তা প্রদান করবে রিলায়েন্স জিও (Reliance Jio)। এই কোম্পানির তৈরি অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমরা জিও স্কলারশিপ (2025 Jio Scholarship)-এর জন্য আবেদন করতে পারবে। এই স্কলারশিপের মাধ্যমে শিক্ষার্থীরা ৩৫ হাজার টাকা বৃত্তি পেয়ে যাবে। যাতে তোমরা নিজেদের কেরিয়ার গড়ার জন্য পড়াশোনা চালিয়ে যেতে পারো।

জিও স্কলারশিপ (2025 Jio Scholarship)-এর উদ্দেশ্য :-

জিও স্কলারশিপ (2025 Jio Scholarship)-এর উদ্দেশ্যগুলি হলো –

  • বিভিন্ন স্তরের শিক্ষার্থীদের কোনো আর্থিক বোঝা ছাড়াই স্নাতক এবং স্নাতকোত্তর পড়াশোনা চালিয়ে যেতে সহায়তা করা।
  • মেধাবী শিক্ষার্থীদের পড়াশোনার প্রতি আগ্রহ সৃষ্টি করা।
  • শিক্ষার্থীদের ভারতে তথা বিশ্বব্যাপী নিজেদের পরিচিতি গড়ে তোলার উচ্চাকাঙ্ক্ষা এবং ক্ষমতা প্রদান।
  • মেধাবী ছাত্রছাত্রীদের নিজেদের দক্ষতা এবং জ্ঞানের মাধ্যমে সমাজের উন্নতিতে অবদান রাখতে অনুপ্রাণিত করা।
  • আর্থিক সহায়তা প্রদানের পাশাপাশি ব্যক্তিগত ও পেশাদার উন্নয়নের সুযোগ প্রদান করা।
  • শিক্ষার ন্যায্য সুযোগ নিশ্চিত করার জন্য ছাত্রীদের এবং বিশেষভাবে সক্ষম শিক্ষার্থীদের সহায়তার উপর বিশেষ জোর দেওয়া।
  • ভারতের আর্থ-সামাজিক ও প্রযুক্তিগত চাহিদা পূরণের জন্য স্নাতকোত্তর শিক্ষার্থীদের কৃত্রিম বুদ্ধিমত্তা অর্থাৎ AI (Artificial Intelligence), পুনর্নবীকরণযোগ্য শক্তি এবং জীবন বিজ্ঞানের মতো উদীয়মান ক্ষেত্রগুলিতে দক্ষতা এবং সুযোগ দেওয়া।
  • বুদ্ধিমান ছাত্রছাত্রীদের স্বপ্ন পূরণে সাহায্য করা। এছাড়া ভারতের প্রবৃদ্ধি এবং টেকসই ভবিষ্যতে অবদান রাখার ক্ষমতা দান।

জিও স্কলারশিপ (2025 Jio Scholarship)-এ আবেদনের যোগ্যতা :-:

রিলায়েন্স জিও লঞ্চ করা স্কলারশিপ প্রকল্পে সফলভাবে আবেদন করতে গেলে আবেদনকারীদের নিম্নলিখিত যোগ্যতার মানদণ্ড অনুসরণ করতে হবে –

  • আবেদনকারীকে অবশ্যই ভারতের স্থায়ী বাসিন্দা হতে হবে।
  • দশম শ্রেণীর রাজ্য বোর্ডের শিক্ষার্থীদের ৭০ শতাংশ বা তার বেশি নম্বর পেতে হবে। অপরদিকে সিবিএসই (CBSE) এবং আইসিএসই (ICSE)-তে ৮৫ শতাংশ নম্বর পেতে হবে।
  • একাদশ শ্রেণীর শিক্ষার্থীদের রাজ্য বোর্ড থেকে ৭০ শতাংশ নম্বর পেয়ে পাস করতে হবে। তবে সিবিএসই (ICSE) এবং আইসিএসই (CBSE)-তে ৮৫ শতাংশ নম্বর পেতে হবে।
  • দ্বাদশ শ্রেণীর রাজ্য বোর্ডের শিক্ষার্থীদের 65 শতাংশ নম্বর পেতে হবে। তবে আইসিসি (ICSE) এবং সিবিএসই (CBSE) বোর্ডের ছাত্রছাত্রীদের ৮৫ শতাংশ নম্বর পেতে হবে।
  • যারা স্নাতক স্তরে পড়াশোনা করছো তাদের কলেজে কমপক্ষে ৭৫ শতাংশ বা তার বেশি নম্বর পেতে হবে।
  • জিও স্কলারশিপের জন্য আবেদন করার জন্য স্নাতকোত্তর স্তরের শিক্ষার্থীদের ন্যূনতম ৭৫ শতাংশ নম্বর পেতে হবে।
  • স্নাতক স্তরের ছাত্রছাত্রীরা যেকোন রেগুলার কোর্সে ভর্তি হলেই এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবে। তবে স্নাতকোত্তর স্তরের ক্ষেত্রে কম্পিউটার সায়েন্স, এআই, গণিত ও কম্পিউটিং (Mathematics and Computing), বৈদ্যুতিক/ইলেকট্রনিক্স, মেকানিক্যাল (Mechanical), রিনিউএবেল এনার্জি, মেটেরিয়াল সায়েন্স, জীবন বিজ্ঞান বিষয় নিয়ে পড়াশোনা করলে তবেই আবেদন করা যাবে।
  • আবেদনকারীর পরিবারের বার্ষিক আয় ১৫ লাখ টাকার নিচে হতে হবে। তবে যাদের পরিবারের বার্ষিক আয় ২.৫ লাখ টাকার নিচে, তারা অগ্রাধিকার পাবে।

জিও স্কলারশিপ (2025 Jio Scholarship)-এর বৃত্তির পরিমাণ :-

এই স্কলারশিপে আবেদন করলে আবেদনকারীরা আর্থিক সুবিধা পাবে, তার পরিমাণ হলো –

  • দশম শ্রেণীর ছাত্র ছাত্রীরা বার্ষিক ৩৫ হাজার (35,000/-) টাকা স্কলারশিপ পেয়ে যাবে।
  • একাদশ শ্রেণির ছাত্র ছাত্রীরা এই স্কলারশিপে আবেদন করলে বার্ষিক ৩৮ হাজার (38,000/-) টাকা স্কলারশিপ পাবে।
  • দ্বাদশ শ্রেণীর ছাত্র ছাত্রীরা বছরে ৪৫ হাজার (45,000/-) টাকা আর্থিক সুবিধা পেয়ে যাবে।
  • স্নাতক স্তরের যোগ্য আবেদনকারীরা এই স্কলারশিপের দৌলতে বছরে ৫২ হাজার (52,000/-) টাকা বৃত্তি পাবে।
  • স্নাতকোত্তর স্তরের শিক্ষার্থীদের ক্ষেত্রে এই স্কলারশিপের বার্ষিক পরিমাণ ৫৫ হাজার (55,000/-) টাকা।

জিও স্কলারশিপ (2025 Jio Scholarship)-এ আবেদনের জন্য প্রয়োজনীয় নথিপত্র :-

এই স্কলারশিপে আবেদনের জন্য প্রয়োজনীয় নথিপত্র হলো –

  1. দশম, একাদশ, দ্বাদশ, স্নাতক এবং স্নাতকোত্তর স্তরের মার্কশিট।
  2. দশম, একাদশ, দ্বাদশ এবং স্নাতক শ্রেণীর পাসের সার্টিফিকেট।
  3. পাসপোর্ট সাইজের ছবি।
  4. পারিবারিক আয়ের শংসাপত্র।
  5. স্কুল বা কলেজের আইডি কার্ড।
  6. আধার কার্ড।
  7. আবেদনকারীর নিজস্ব ব্যাংক অ্যাকাউন্টের পাসবুক।

জিও স্কলারশিপ (2025 Jio Scholarship)-এ আবেদনের পদ্ধতি :-

  1. জিও স্কলারশিপে আবেদন করতে সংস্থার অফিসিয়াল ওয়েবসাইট (জিও ফাউন্ডেশন ওয়েবসাইট) https://www.jio.com/ এ ক্লিক করতে হবে।
  2. এরপর জিও স্কলারশিপ পোর্টালের হোমপেজ তোমাদের স্ক্রিনে চলে আসবে।
  3. এরপর জিও স্কলারশিপে অনলাইনে আবেদন করতে প্রদত্ত ট্যাবে ক্লিক করবে।
  4. এরপর তোমার স্ক্রিনে আবেদনপত্রটি চলে আসবে। সেটি ডাউনলোড করবে।
  5. আবেদনপত্রের একটি প্রিন্ট আউট বের করে নিও।
  6. তারপর তোমার ব্যক্তিগত তথ্য এবং ব্যাঙ্কের বিবরণ দিয়ে আবেদনপত্রটি পূরণ করতে হবে।
  7. তারপর তোমার দেওয়া সমস্ত বিবরণ সঠিকভাবে পূরণ করা হয়েছে নাকি একবার দেখে নিও।
  8. এরপর প্রয়োজনীয় সমস্ত নথিপত্র (Documents) অ্যাটাচ করে নেবেন।
  9. তারপর আবেদনপত্র আর নথিপত্র সহ নিকটবর্তী জিও অফিসে যোগাযোগ করবে।

জিও স্কলারশিপ (2025 Jio Scholarship)-এ নির্বাচনের প্রক্রিয়া :-

রিলায়েন্স জিও স্কলারশিপের জন্য যোগ্য প্রার্থী নির্বাচন করতে পরীক্ষা নেওয়া হতে পারে আবার নাও হতে পারে।

প্রার্থীদের যোগ্যতা এবং অতীত আচরণ, যেমন র‍্যাগিং, কর্তৃপক্ষ কর্তৃক পুঙ্খানুপুঙ্খভাবে পরীক্ষা করা হয়।

যদি কোনও পরীক্ষা নেওয়া হয় তাহলে প্রবেশপত্র অফিসিয়াল ওয়েবসাইটে পাওয়া যাবে।

সবচেয়ে যোগ্য প্রার্থীদের স্কলারশিপ দেওয়ার ক্ষেত্রে প্রার্থীর জাতি, বয়স, বার্ষিক আয় ইত্যাদির উপর ভিত্তি করে অগ্রাধিকার দেওয়া হতে পারে।

নির্বাচিত শিক্ষার্থীরা বৃত্তির টাকা সরাসরি তাদের ব্যাংক অ্যাকাউন্টে পাঠিয়ে দেওয়া হবে।

Leave a Comment