ইন্দুসিন্দ ফাউন্ডেশন স্কলারশিপ: মাসে মাসে পাবেন ২২০০ টাকা করে বৃত্তি, কারা পাবেন এমন সুযোগ জানুন বিস্তারিত

Srijeeta Banerjee
Indusland Bank Scholarship

কথায় আছে “ইচ্ছা থাকলেই উপায় বের হয়” যেসব গরিব ও মধ্যবিত্ত ছাত্র- ছাত্রীরা আর্থিক অনটনের কারণে পড়াশোনা করতে পারছেন না তাদের কথা চিন্তা করে বিভিন্ন ধরনের স্কলারশিপ দিয়ে থাকে রাজ্য বা কেন্দ্র সরকার।

যাতে করে উচ্চশিক্ষা অর্জনে তাদের কোনও ভাবে পিছুপা না হতে হয়, এবং তারা যাতে উচ্চ শিক্ষা লাভ করতে পারে সেই জন্য ইন্দুসিন্দ ব্যাংক নিয়ে এসেছে ইন্দুসিন্দ ফাউন্ডেশন স্কলারশিপ।

আজকের এই প্রতিবেদনে আমরা আলোচনা করব এই ইন্দুসিন্দ ফাউন্ডেশন স্কলারশিপ(Indusland Bank Scholarship) সম্বন্ধে। এই ইন্দুসিন্দ ফাউন্ডেশন স্কলারশিপ কি? এই ইন্দুসিন্দ ফাউন্ডেশন স্কলারশিপ এর উদ্দেশ্য ? এই ইন্দুসিন্দ ফাউন্ডেশন স্কলারশিপ থেকে আপনারা কতটা করে পাবেন ? এবং এই স্কলারশিপে আপনারা কিভাবে আবেদন করবেন ? এই সমস্ত খুঁটিনাটি তথ্য পেয়ে যাবেন এই প্রতিবেদনটিতে।

ইন্দুসিন্দ ব্যাংক স্কলারশিপে(Indusland Bank Scholarship) কী ?

যে সকল মেধাবী ছাত্র ছাত্রীরা পারিবারিক অসচ্ছলতার কারণে ইচ্ছা থাকলেও উচ্চ শিক্ষার জন্য অগ্রসর হতে পারে না, তাঁদের কথা ভেবেই কেন্দ্র সরকার প্রণয়ন করেছেন ইন্দুসিন্দ ফাউন্ডেশন স্কলারশিপ। ইন্দুসিন্দ ব্যাংক প্রদত্ত এই স্কলারশিপ মূলত সেই সকল মেধাবী ছাত্র ছাত্রীর জন্য, যাঁরা সবে স্কুলের গণ্ডি পেরিয়েছে, কিন্তু আর্থিক অনটন তাঁদের উচ্চ শিক্ষায় বাধা হয়ে দাঁড়িয়েছে। তাই পারিবারিক দরিদ্রতা যাতে উচ্চ শিক্ষা লাভে কোনও সমস্যা না সৃষ্টি করে, তার জন্য মুস্কিল আসান হয়েছে ইন্দুসিন্দ ব্যাংক স্কলারশিপ।

ইন্দুসিন্দ ব্যাংক স্কলারশিপে(Indusland Bank Scholarship) উদ্দেশ্য

  • দেশের আর্থিক ভাবে পিছিয়ে পড়া পরিবারগুলির মেধাবী ছাত্র ছাত্রীদের, উচ্চশিক্ষার জন্য বৃত্তি প্রদান করা
  • যথাযথ শিক্ষার প্রভাবে যাতে সমাজে অর্থ সামাজিক পরিকাঠামো মজবুত থাকে সেই দিকে নজর রাখা
  • ছাত্র ছাত্রীদের উচ্চ শিক্ষার প্রতি আগ্রহী করে তোলা, ও ভবিষ্যতে দেশের উন্নতি সাধনের জন্য প্রস্তুত করা।

ইন্দুসিন্দ ব্যাংক স্কলারশিপের(Indusland Bank Scholarship) সুবিধা

  • মাসিক বৃত্তি প্রদান – এই স্কলারশিপে ছাত্র ছাত্রীরা মাসিক ৬০০-২২০০ টাকা পর্যন্ত পেতে পারে। যার ফলে তাঁরা সহজেই তাঁদের শিক্ষাখাতের সকল খরচ বহন করতে সমর্থ হয়।
  • উচ্চ শিক্ষা লাভে অগ্রসর – দ্বাদশ শ্রেণির পর অনেকেই নিজের সুস্থ ভবিষ্যত গড়ে তোলার জন্য নানা ধরনের কোর্স করে থাকে। সেই সকল কোর্স অনেক ক্ষেত্রে ব্যয়বহুল হয়। তাই অর্থের পরিমাণ উচ্চ শিক্ষায় যাতে বাধ না সাধে সে কারণে এই স্কলারশিপ বিশেষ ভূমিকা পালন করে।
  • স্বাবলম্বী হতে পারা – যে সকল ছাত্র ছাত্রীর পরিবার সমাজের চোখে প্রান্তিক বা অনগ্রসর, তাঁরা এই স্কলারশিপের কল্যাণে তাঁদের স্বাবলম্বী হওয়ার পথ খুঁজে পায়।

ইন্দুসিন্দ ব্যাংক স্কলারশিপে(Indusland Bank Scholarship) কারা কারা আবেদন করতে পারবেন?

  • দ্বাদশ শ্রেণির পর, ইঞ্জিনিয়ারিং, মেডিকেল, সায়েন্স, আর্টস, ল’সহ যে কোনো স্ট্রিম থেকেই এই স্কলারশিপের জন্য আবেদন করা যায়।
  • স্বীকৃত বোর্ড থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হওয়া বাঞ্ছনীয়।
  • উচ্চ মাধ্যমিকে কমপক্ষে ৮০% নম্বরের অধিকারী হতে হবে।
  • ছাত্র বা ছাত্রীকে অবশ্যই কোনও স্বীকৃত বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত মহাবিদ্যালয়ের স্নাতক কোর্সে ভর্তি হতে হবে।
  • আবেদনকারীকে অবশ্যই ভারতের স্থায়ী নাগরিক হতে হবে।

ইন্দুসিন্দ ব্যাংক স্কলারশিপের(Indusland Bank Scholarship) আবেদন করার জন্য দরকারি নথি:

ইন্দুসিন্দ ফাউন্ডেশন স্কলারশিপে আবেদন করার জন্য বেশ কিছু নথি প্রদান করা আবশ্যক। সেগুলো হল,

  1. পরিচয় পত্র (বার্থ সার্টিফিকেট/মাধ্যমিকের এডমিট কার্ড)
  2. স্কুল ছাড়ার প্রমাণপত্র
  3. দ্বাদশ শ্রেণির ফলাফল
  4. তৎকালীন শিক্ষাগত যোগ্যতার প্রমাণ
  5. বার্ষিক পারিবারিক উপার্জনের দলিল
  6. পাসপোর্ট সাইজের ছবি

ইন্দুসিন্দ ব্যাংক স্কলারশিপের(Indusland Bank Scholarship) কীভাবে আবেদন পদ্ধতি:

  1. ইন্দুসিন্দ ফাউন্ডেশনের অফিসিয়াল ওয়েবসাইট, “www.theindusindfoundation.org” লিংকে ক্লিক করে আবেদন জানাতে পারেন
  2. এছাড়াও vidyaa.in ওয়েবসাইটে গিয়েও ফর্ম ডাউনলোড করতে পারেন
  3. ফর্ম ফিলাপ করে অফলাইনে এই ঠিকানাতেও পাঠাতে পারেন।
    The Trustee, Indusind Foundation
    Hinduja House 171, Dr. Annie Besant Roa Worli, Mumbai- 400918 , Tel – 912224960707

ইন্দুসিন্দ ব্যাংক স্কলারশিপের কিছু গুরুত্বপূর্ণ লিঙ্ক:

ইন্দুসিন্দ ব্যাংক স্কলারশিপের অফিসিয়াল ওয়েবসাইট লিঙ্কএখানে ক্লিক করুন
ইন্দুসিন্দ ব্যাংক স্কলারশিপের বিজ্ঞপ্তি দেখার লিঙ্কএখানে ক্লিক করুন
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *