ইন্ডিয়ান অয়েল স্পোর্টস স্কলারশিপ: ক্রীড়া শিক্ষার্থীদের প্রতি মাসে ২০ হাজার টাকা করে স্কলারশিপ দিচ্ছে এই সংস্থা, দেখে নিন আবেদন পদ্ধতি

ভারত সরকারের মালিকানাধীন তেল ও গ্যাস অনুসন্ধানকারী এবং প্রযোজক সংস্থা হল ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেড। যেটির সদর দপ্তর হল নয়া দিল্লিতে।এটি ভারত সরকারের পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রকের মালিকানাধীন একটি সংস্থা। বর্তমানে ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেড একটি বৃত্তির ব্যবস্থা করেছে যার নাম ইন্ডিয়ান অয়েল স্পোর্টস স্কলারশিপ(Indian Oil Sports Scholarship)। আসুন এই স্কলারশিপ সম্পর্কে জেনে নিই সবিস্তারে।

ইন্ডিয়ান অয়েল স্পোর্টস স্কলারশিপের(Indian Oil Sports Scholarship) উদ্দেশ্য:

আমাদের দেশে অনেক শিক্ষার্থীর মধ্যে একজন প্রতিভাবান ক্রীড়াবিদ লুকিয়ে থাকে কিন্তু আর্থিক অবস্থা দুর্বল হওয়ার কারণে তাঁরা ক্রীড়া ক্ষেত্রে নিজের ভবিষ্যৎ গড়তে সক্ষম হয় না, সেই বিষয়টিকে মাথায় রেখেই ইন্ডিয়ান অয়েল স্পোর্টস স্কলারশিপ নামে একটি স্কিম চালু করে ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন। এই স্কলারশিপের ফলে আগামী দিন প্রতিভাবান খেলোয়াড়দের উৎসাহিত করা সম্ভব হবে।

ইন্ডিয়ান অয়েল স্পোর্টস স্কলারশিপের(Indian Oil Sports Scholarship) অধীনে উপলব্ধ গেমগুলি কী কী :

  • সাঁতার
  • দাবা
  • ব্যাডমিন্টন
  • ক্রিকেট
  • ক্যারাম
  • বক্সিং
  • টেবিল টেনিস
  • বিলিয়ার্স
  • গল্ফ
  • অ্যাথলেটিক
  • হকি
  • টেনিস

প্রভৃতি খেলাধুলায় যে সমস্ত ছাত্ররা আগ্রহী তারা স্পোর্টস স্কলারশিপের অধীনে অনায়াসে আবেদন করতে পারেন।

ইন্ডিয়ান অয়েল স্পোর্টস স্কলারশিপ (Indian Oil Sports Scholarship) পাওয়ার যোগ্যতা :

  • আবেদনকারীর বয়স ১লা জুন ২০২২ হিসাবে হতে হবে ১৩ বছরের বেশি ও ১৯ বছরের কম ।
  • শিক্ষার্থীদের প্রথম বছরের কর্মক্ষমতা পরের বছরের মেয়াদ বৃদ্ধিতে সাহায্য করবে।
  • জেনে রাখা প্রয়োজন খেলোয়ারদের দ্বিতীয় বছরের ভিত্তিতেই তৃতীয় বছরের মেয়াদ বাড়ানো হবে ।
  • শিক্ষার্থীদের খেলাধুলার প্রতি আগ্রহ থাকা আবশ্যিক।
  • শিক্ষার্থীরা অন্য কোন উৎস থেকে কোন আর্থিক সাহায্য বৃত্তি পেলে তাঁরা এই স্কলারশিপের যোগ্য নয়।

ইন্ডিয়ান অয়েল স্পোর্টস স্কলারশিপের(Indian Oil Sports Scholarship) মেয়াদ:

এই স্কলারশিপটির মোট তিন বছরের মেয়াদ রয়েছে। প্রথম এক বছরে খেলোয়াড়দের কর্মক্ষমতা পর্যালোচনা করা হবে বিভিন্ন সর্বভারতীয় রেঙ্কিং টুর্নামেন্ট, জাতীয় স্তর ও রাজ্য স্তরের পারফরমেন্সের উপর। মূলত দ্বিতীয় বছরের বৃত্তি এর ওপরই ভিত্তি করে বাড়ানো হবে।

দ্বিতীয় বছরের খেলোয়াড়দের পারফরম্যান্সের উপর ভিত্তি করে তৃতীয় বর্ষের মেয়াদও বাড়ানো হবে।

কোন কারণবশত যদি প্রথম বছরের খেলোয়াড়দের পারফরম্যান্স ভালো না হয় সে ক্ষেত্রে বৃত্তি বাতিল পর্যন্ত হতে পারে।

খেলোয়ারদের বৃত্তির সুবিধা নেওয়ার সময় যদি ১৯ বছর বয়স হয়ে যায় সেক্ষেত্রে বৃত্তির বর্ধিতকরণ সম্পূর্ণ নির্ভর করবে মেধার উপর।

ইন্ডিয়ান অয়েল স্পোর্টস স্কলার্শিপের যে সমস্ত পুরস্কার রয়েছে সে সম্পর্কে দু-চার কথা:

স্কলারশিপের অধীনে প্রতিভাবান শিক্ষার্থীরা সুযোগ পাচ্ছে নিজেদের স্বাবলম্বী করবার তবে এই বৃত্তির অধীনে রয়েছে ১৪০টি পুরস্কারও । নির্বাচিত প্রার্থীরা বিভিন্ন বিভাগ অনুযায়ী ১৪০ টি পুরস্কারের সুবিধা পেতে পারেন থাকছে তেমন সুবিধাও তার জন্য অবশ্যই ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।

ইন্ডিয়ান অয়েল স্পোর্টস স্কলার্শিপ(Indian Oil Sports Scholarship) এর সুবিধা ও বৈশিষ্ট্য গুলি কী কী:

  • এই স্কলারশিপ ছাত্রদের তাদের আগামী ভবিষ্যৎ গড়ে তুলতে সাহায্য করবে। ছাত্র-ছাত্রীদের খেলার প্রতি উৎসাহ বাড়াবে।
  • মাত্র ১৩ থেকে ১৯ বছর বয়সে শিক্ষার্থীরাই এই বৃত্তির আবেদনের যোগ্য।
  • আগামী দিনে জাতীয় পর্যায়ে দেশের প্রতিনিধিত্ব করতে সক্ষম হবেন এই সমস্ত ক্রীড়া শিক্ষার্থীরাই এমনটি মনে করা হচ্ছে।
  • এই স্কলারশিপ ভারতের তরুণ প্রতিভাদেরই প্রদান করা হবে।
  • স্কলারশিপের অধীনে যে খেলা গুলি রয়েছে সেগুলো হলো ব্যাডমিন্টন সাঁতার cricket অ্যাথলেটিক্স হকি ক্যারাম গলফ বিলিয়ার্স টেবিল টেনিস টেনিস প্রভৃতি।
  • খেলোয়াড়দের প্রথম বছরের পারফর্মেন্স এর উপর ভিত্তি করেই দ্বিতীয় বর্ষের মেয়াদ বাড়ানো হবে।
  • এই স্কলারশিপ শিক্ষার্থীদের একজন সফল ক্রীড়াবিদ হওয়ার স্বপ্নকে সক্ষম করতে সাহায্য করবে।

ইন্ডিয়ান অয়েল স্পোর্টস স্কলারশিপে আবেদন পদ্ধতি :

আবেদনকারীরা ইন্ডিয়ান অয়েল স্পোর্টস স্কলার্শিপ এ অফলাইন এবং অনলাইন দুটি মাধ্যমে আবেদন করতে পারবেন আসুন জেনে নিই দুটি পদ্ধতিতে কিভাবে আবেদন করবেন।

অনলাইনে আবেদন করবার পদ্ধতি

  1. যে সমস্ত আগ্রহী শিক্ষার্থীরা রয়েছেন এই স্কলারশিপ পেতে চান তার জন্য প্রথমেই ইন্ডিয়ান ওয়েলস স্পোর্টস ওয়েবসাইটে লগইন করতে হবে।
  2. এর পরবর্তী ধাপে হোম পেজ থেকে ইন্ডিয়ান অয়েল ফর ইউ বিকল্পটি বেছে দিতে হবে।
  3. বিকল্পটি বেছে নেওয়ার পর একটি ড্রপডাউন তালিকা দেখা যাবে যেখান থেকে ইন্ডিয়ান অয়েল ফর সোসাইটি অপশনটি বেছে নিতে হবে।
  4. এর পরবর্তী ধাপে আরও একটি তালিকা সামনে আসবে যেখান থেকে ইন্ডিয়ান অয়েল স্পোর্টস স্কলারশিপ ২০২২ এই বিকল্পটি বেছে নিতে হবে আবেদনকারীকে।
  5. স্কলারশিপ এর বিজ্ঞপ্তি টি মনোযোগ সহকারে পড়ে নিয়ে অনলাইন আবেদনের লিংকে ক্লিক করতে হবে।
  6. ক্লিক করার পর একটি নতুন পৃষ্ঠা খুলবে যেখানে চেকবক্সে টিক দিতে হবে ।
  7. এর পরবর্তী ধাপে পরবর্তী বিকল্পগুলি নির্বাচন করতে হবে এবং আবেদন পত্রটি স্ক্রিনে আসবে তাতে সঠিক তথ্য দিয়ে পূরণ করতে হবে।
  8. ফর্মটি সম্পূর্ণ পূরণ করে তার সাথে প্রয়োজনীয় নথি গুলি সংযুক্ত করতে হবে এবং সবশেষে আবেদন পত্রটি অনলাইনের মাধ্যমে সাবমিট করতে হবে।

অফলাইনের মাধ্যমে আবেদন পদ্ধতি:

অফলাইনের মাধ্যমে যে সমস্ত আবেদনকারীরা আবেদন করবেন তাদের প্রথমে ওয়েবসাইটে দেওয়া পারিবারিক বিবরণ সহ তাদের জীবন বৃত্তান্ত পাঠাতে হবে।

এরপর প্রেস কাটিং এর আবেদনের ফটোকপি নিজেদের স্কুল কলেজের অধ্যক্ষ কিংবা নিজে নিজে রাজ্য অ্যাসোসিয়েশনের দ্বারা শংসাপত্র গুলির সাথে যুক্ত করতে হবে।

সবশেষে সফল যাচাইয়ের পর উল্লেখিত ঠিকানায় নিজেদের ওই আবেদন পত্রটি পাঠিয়ে দিতে হবে ঠিকানাটি হল
শ্রী ডিভি প্রসাদ ডিওয়াই ম্যানেজার প্রশাসন ইন্ডিয়ান অয়েল ভবন ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেড পূর্ব মুম্বাই ৪০০০৫১
ইমেইল আইডি: dprasad@indianoil.co.in

আপাতত আবেদনকারীদের অনলাইন মারফত আবেদন পত্র জমা দেওয়ার বিষয়টি বন্ধ রয়েছে।

ইন্ডিয়ান অয়েল স্পোর্টস স্কলারশিপে আবেদনের জন্য প্রয়োজনীয় ডকুমেন্টস :

  1. আধার কার্ড
  2. ব্যাংক একাউন্টের পাসবুকের জেরক্স
  3. মোবাইল নম্বর
  4. পাসপোর্ট সাইজের ফটো জমা দিতে হবে
  5. পাসপোর্ট
  6. জন্ম তারিখের শংসাপত্র জমা দিতে হবে।
  7. কর্মক্ষমতা শংসাপত্র থাকা অবশ্যিক।

যোগাযোগের ঠিকানা ও ফোন নম্বর
স্পোর্টস সেল কর্মচারী পরিষেবা বিভাগ,
ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেড ।
ইন্ডিয়ান অয়েল ভবন, জি-৯
আলী ইয়াভার জং মার্গ, বান্দ্রা (ই),
মুম্বাই ৪০০ ০৫১
ফোন নম্বর – (০২২) ২৬৪৪৭৮৮৯/২৬৪৪৭৩৪১/ ২৬৪৪৭৪৯৪

ইন্ডিয়ান অয়েল স্পোর্টস স্কলারশিপের কিছু গুরুত্বপূর্ণ লিঙ্ক:

ইন্ডিয়ান অয়েল স্পোর্টস স্কলারশিপ স্কিমের অফিসিয়াল ওয়েবসাইট লিঙ্ক

ইন্ডিয়ান অয়েল স্পোর্টস স্কলারশিপের আবেদন পত্রের লিঙ্ক

উপসংহার :

আমাদের দেশের অন্যতম বৃহৎ ও জনপ্রিয় ওয়েল কর্পোরেশন Indian Oil Corporation Limited তরফ থেকে উদীয়মান ও প্রতিভাবান ক্রীড়াবিদদের জন্য এই ইন্ডিয়ান অয়েল স্পোর্টস স্কলারশিপটি (Indian Oil Sports Scholarship)চালু করা হয়।এই স্কলারশিপ এর মূল লক্ষ্য হল ভারতের ভবিষ্যৎ ক্রীড়াবিদদের উৎসাহিত করা এবং আর্থিক সহায়তার মাধ্যমে তাদের খেলার উন্নত প্রশিক্ষণ যন্ত্রপাতি ও প্রতিযোগিতায় অংশগ্রহণের সাহায্য করা।

আমাদের দেশে যে সমস্ত তরুণ ক্রীড়াবিদরা অত্যন্ত ভালো পারফরমেন্স করে এবং জাতীয় স্তরে খেলার সুযোগ পায় কিন্তু অর্থনৈতিক সংকটের কারণে তারা এগিয়ে যেতে পারে না তাদের জন্যই এই স্কলারশিপ চালু করা হয়। এই স্কলারশিপের মূল উদ্দেশ্য হল প্রতিভাবান ক্রীড়াবিদদের আর্থিক সহায়তা প্রদান করে খেলার দুনিয়ায় দেশের নাম উজ্জ্বল করার জন্য ভবিষ্যৎ ক্রীড়াবিদদের তৈরি করা এবং তরুণ ক্রীড়াবিদদের মধ্যে ক্রীড়া চর্চা বাড়ানো।

আমাদের দেশে যেখানে প্রতিভা আছে সেখানে সুযোগ পৌঁছে দেওয়ার এক গুরুত্বপূর্ণ সুযোগ হলো ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন স্পোর্টস স্কলারশিপ। তবে শুধু খেলার প্রতি ভালোবাসা নয়, নিয়মিত চর্চা, সৎ মনোভাব ও প্রতিযোগিতার আগ্রহ থাকলেই এই স্কলারশিপ এর সুযোগ পাওয়া যায়।

Leave a Comment