IDFC FIRST Bank MBA Scholarship: কথায় বলে, শিক্ষাই হল সাফল্যের অন্যতম মূল মন্ত্র। সঠিক ভাবে শিক্ষা অর্জন করলেই সাফল্য অর্জন করা সহজ হয়। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, এখনও আমাদের দেশে উচ্চ শিক্ষা লাভের জন্য বাধা হয়ে দাঁড়ায় আর্থিক সমস্যা। তবুও দেশের মেধাবী, শিক্ষিত ছাত্র ছাত্রীদের কথা ভেবে রাজ্য সরকার থেকে শুরু করে কেন্দ্রীয় সরকার বিভিন্ন রকম বৃত্তি প্রদান করে থাকেন।
শুধু তাঁরাই নন, দেশের গুণী শিল্পপতি থেকে বিভিন্ন ব্যাংক থেকেও উচ্চ শিক্ষার জন্য ইচ্ছুক শিক্ষার্থীদের বৃত্তি প্রদান করা হয়। সেরকমই একটি উল্লেখযোগ্য প্রকল্প হল “IDFC FIRST Bank MBA Scholarship”।
আজকের প্রতিবেদনে আমরা জেনে নেব, এই আইডিএফসি ফার্স্ট ব্যাংক এমবিএ স্কলারশিপ প্রকল্পের উদ্দেশ্য, সুবিধা, এবং আবেদনের পদ্ধতি সম্পর্কে।
আইডিএফসি ফার্স্ট ব্যাংক এমবিএ স্কলারশিপ কী (What is IDFC FIRST Bank MBA Scholarship)
যে সকল মেধাবী ছাত্র ছাত্রীরা MBA ডিগ্রী অর্জন করতে চান, কিন্তু আর্থিক সমস্যার জন্য এগোতে পারছেন না, তাঁদের জন্য IDFC ব্যাংক নিয়ে এসেছে এক দারুন সুযোগ। আইডিএফসি ফার্স্ট ব্যাংক এমবিএ স্কলারশিপ নামের একটি প্রকল্প শুরু করেছে IDFC। এই প্রকল্পে MBA করতে ইচ্ছুক শিক্ষার্থীদের বৃত্তি প্রদান করা হবে, যাতে তাঁরা আর্থিক অভাবের কথা চিন্তা না করে, তাঁদের লেখাপড়া চালিয়ে নিয়ে যেতে পারে। এই বৃত্তি সরাসরি আবেদনকারীর ব্যাংক একাউন্টে জমা হবে।
আইডিএফসি ফার্স্ট ব্যাংক এমবিএ স্কলারশিপ এর উদ্দেশ্য (Objectives of IDFC FIRST Bank MBA Scholarship)
আগেই বলা হয়েছে আইডিএফসি ফার্স্ট ব্যাংক এমবিএ স্কলারশিপটি আর্থিক ভাবে পিছিয়ে পড়া ছাত্র ছাত্রীদের স্বপ্ন পূরণ করতে সাহায্য করে। এখন আরও কিছু উদ্দেশ্য সম্পর্কে আমরা এই প্রতিবেদনে জেনে নেব।
- MBA করতে ইচ্ছুক ছাত্র ছাত্রীদের আর্থিক ভাবে সাহায্য করা, যাতে তাঁদের MBA ডিগ্রী অর্জনে আর্থিক সমস্যা না দেখা দেয়।
- দেশের প্রতিটি মেধাবী শিক্ষার্থীদের আর্থিক সাহায্য করে, দেশের ভবিষ্যতকে আরও দৃঢ় করে তোলা।
- এই স্কলারশিপ প্রদানের ফলে স্কুল-ছুট শিক্ষার্থীর সংখ্যা কমিয়ে আনা এবং তাঁদেরকে পড়াশুনার প্রতি মনোযোগী করার সঙ্গে তাঁদের প্রতিভা বিকাশে সাহায্য করা।
আইডিএফসি ফার্স্ট ব্যাংক এমবিএ স্কলারশিপ এর সুবিধা (Benefits of IDFC FIRST Bank Scholarship)
আইডিএফসি ফার্স্ট ব্যাংক এমবিএ স্কলারশিপ এর কিছু নির্দিষ্ট উদ্দেশ্য জেনে নেওয়ার পর, এবার আমরা এই প্রকল্পের সুবিধা সম্পর্কে জেনে নেব।
- MBA করতে চায় এমন মেধাবী অথচ আর্থিক সমস্যা আছে এমন শিক্ষার্থীকে এই প্রকল্প, MBA প্রোগ্রামের প্রতি বছর এক লক্ষ টাকা করে প্রদান করে থাকে।
- নিজের লেখাপড়ার খরচ চালানোর সঙ্গে সঙ্গে, পরিবারের দায়িত্বও নিতে সক্ষম হয় শিক্ষার্থীরা।
- আর্থিক ভাবে পিছিয়ে থাকা শিক্ষার্থীরা এর ফলে তাঁদের MBA কোর্স শেষ করে অনেক নামী প্রতিষ্ঠানে উন্নত কেরিয়ার গড়ে তোলার সুযোগ পায়।
আইডিএফসি ফার্স্ট ব্যাংক এমবিএ স্কলারশিপে যোগ্যতার মানদণ্ড (Criteria of IDFC FIRST Bank Scholarship)
তবে একটা কথা মনে রাখতে হবে, সকলে এই স্কলারশিপের সুযোগ পাবেন না। কারা পাবেন এখন সেই নিয়েই নিচে আলোচনা করা হল।
- আবেদনকারীকে অবশ্যই ভারতের স্থায়ী নাগরিক হতে হবে
- ছাত্র ছাত্রীর পারিবারিক উপার্জন ৬ লক্ষের মধ্যে হতে হবে।
- আবেদনকারীর পরিবারের আর্থিক অবস্থা যাচাইয়ের জন্য উপযুক্ত ডকুমেন্ট থাকতে হবে।
- আবেদনকারীকে একটি নামী, পরিচিত প্রতিষ্ঠানে MBA কোর্সে ভর্তি হতে হবে অর্থাৎ শিক্ষার্থীর AICTE বা UGC স্বীকৃত ইনস্টিটিউটে ভর্তি হওয়া আবশ্যক।
- আবেদনকারীর বয়স ৩৫ বছরের কম হতে হবে।
- আবেদনকারীর আধার কার্ডের সঙ্গে লিংক করা একটি বৈধ মোবাইল নম্বর থাকতে হবে।
আইডিএফসি ফার্স্ট ব্যাংক এমবিএ স্কলারশিপে আবেদনের পদ্ধতি (How to apply on IDFC FIRST Bank Scholarship)
IDFC FIRST Bank MBA Scholarship আবেদনের পদ্ধতিটি নিচে জানানো হল।
- আবেদনকারী শিক্ষার্থীকে প্রথমে IDFC ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইট যেতে হবে। এখানে স্কলারশিপ সম্পর্কে নানা তথ্য দেওয়া থাকবে।
- এবার নীচে দেওয়া লিংকে ক্লিক করতে হবে।
- https://www.buddy4study.com/page/idfc-first-bank-mba-scholarship
- এরপর স্ক্রিনে আবেদন পত্রটি আসবে, ভালো করে সমস্তটা পড়ে প্রয়োজনীয় তথ্য দিয়ে পূরণ করে “Apply Now” করবেন।
- সমস্ত প্রয়োজনীয় নথি দেওয়ার পর “Submit” ক্লিক করলেই আপনার আবেদন জানানো সম্পূর্ণ হবে
আইডিএফসি ফার্স্ট ব্যাংক এমবিএ স্কলারশিপে আবেদন জানানোর প্রয়োজনীয় নথিগুলি হল,
The documents required to apply for IDFC First Bank MBA Scholarship are___
অ্যাডমিশন প্রুফ
ফি রিসিপট কপি
গ্র্যাজুয়েশনের মার্কশিট
পারিবারিক উপার্জনের সার্টিফিকেট
ইনকাম ট্যাক্স রিটার্ন
স্যালারি স্লিপ
আধার কার্ড
আড্রেস প্রুফ
ইমেল আইডি
মোবাইল নম্বর
আইডিএফসি ফার্স্ট ব্যাংক এমবিএ স্কলারশিপ কেন গুরুত্বপূর্ণ??
Why is the IDFC First Bank MBA Scholarship important?
- বার্ষিক ₹১ লক্ষ টাকা স্কলারশিপ- এই স্কলারশিপ এর মাধ্যমে শিক্ষার্থীরা MBA কোর্সের প্রতিটি শিক্ষাবর্ষে ₹১ লক্ষ টাকা পর্যন্ত আর্থিক সহায়তা পেয়ে থাকে।
- সম্পূর্ণ নিখরচায় স্কলারশিপ: এই স্কলারশিপের আর্থিক সহায়তা একেবারেই নিখরচায় অনুদান। কারণ এই স্কলারশিপের মাধ্যমে প্রাপ্ত অর্থ পরবর্তীকালে ফেরত দিতে হয় না। এই স্কলারশিপ কোন education loan নয়। এটি মেধাবী কিন্তু আর্থিক ভাবে দুর্বল ছাত্র-ছাত্রীদের জন্য একটি আর্থিক সহায়তা।
- অর্থনৈতিকভাবে দুর্বল পরিবারগুলির জন্য- এই স্কলারশিপ চালু করা হয়েছে দরিদ্র পরিবারের মেধাবী শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো উদ্দেশ্যে। তাদের উচ্চশিক্ষার ক্ষেত্রে আর্থিক সহায়তার মাধ্যমে সাফল্য দেওয়ার উদ্যোগে এই স্কলারশিপ তৈরি। তাই বার্ষিক পারিবারিক আয় ₹৬ লক্ষ টাকার কম হলে এই স্কলারশিপের জন্য আবেদন করা যায়।
- ভারতের শীর্ষ MBA ইনস্টিটিউটে প্রযোজ্য- এই স্কলারশিপের অধীনে শিক্ষার্থীরা দেশের প্রখ্যাত AICTE/UGC অনুমোদিত কলেজ অথবা বিশ্ববিদ্যালয় পড়াশোনার জন্য প্রযোজ্য।
- অনলাইন আবেদন প্রক্রিয়া সহজ ও সাশ্রয়ী- এই স্কলারশিপ এ নথিভুক্ত হওয়ার জন্য ঘরে বসেই অনলাইনে আবেদন করা যায়, কোনো অফিসে যেতে হয় না এবং অনলাইনে আবেদন পদ্ধতি সাশ্রয়ী কারণ অনলাইনে আবেদন করার জন্য কোন টাকা দিতে হয় না অর্থাৎ সম্পূর্ণ বিনামূল্যে আবেদন করা যায়।
- অথেন্টিক ও মেধাভিত্তিক নির্বাচন প্রক্রিয়া- আবেদনকারী শিক্ষাগত যোগ্যতা, আর্থিক অবস্থা এবং ইন্টারভিউয়ের ভিত্তিতে এই স্কলারশিপ এর জন্য উপযুক্ত প্রার্থী নির্বাচন করা হয়।
- উচ্চশিক্ষায় উৎসাহ প্রদান- এই স্কলারশিপ ছাত্রছাত্রীদের আত্মবিশ্বাস বাড়ায় ও ভবিষ্যতের জন্য প্রস্তুত করে।
- মেধাবী ছাত্রছাত্রীদের ক্যারিয়ার গড়তে সহায়তা করে- এই স্কলারশিপ মেধাবী শিক্ষার্থীদের উচ্চশিক্ষা গ্রহণে সাহায্য করে, যাতে তারা ভবিষ্যতে তাদেরকে ক্যারিয়ারে সফল সফল এবং সুপ্রতিষ্ঠিত হতে পারে।
- সমাজে শিক্ষা ব্যবস্থার ক্ষেত্রে সামাজিক সমতা তৈরী- সমাজের পিছিয়ে পড়া শ্রেণির ছাত্রছাত্রীদের শিক্ষায় এগিয়ে নিয়ে এসে এই স্কলারশিপ শিক্ষা ক্ষেত্রকে আরও সমতা ভিত্তিক করে তোলে।
- IDFC First Bank এর মতো একটি প্রখ্যাত প্রতিষ্ঠানের স্বীকৃতি : এই স্কলারশিপ প্রাপ্তি ছাত্র-ছাত্রীদের ক্যারিয়ারে একটি মর্যাদাপূর্ণ সংযোজন হিসেবে কাজ করে। যা ভবিষ্যতে শিক্ষার্থীদের ভালো চাকরি এবং ইন্টার্নশিপের ক্ষেত্রে সাহায্য করে।
আইডিএফসি ফার্স্ট ব্যাংক এমবিএ স্কলারশিপ এর কিছু প্রয়োজনীয় ওয়েবসাইট:(Some useful websites for IDFC First Bank MBA Scholarship):
অফিসিয়াল ওয়েবসাইট: Website Link
যোগাযোগের মাধ্যম – mbascholarship@idfcfirstbank.com
উপসংহার
যে সকল মেধাবী ছাত্র ছাত্রীরা MBA ডিগ্রী অর্জন করতে চান, কিন্তু আর্থিক সমস্যার জন্য এগোতে পারছে না, তাদের জন্য IDFC ব্যাংক নিয়ে এসেছে এই সুযোগটি। সকল MBA পরীক্ষার্থীদের স্বপ্নপূরণের চাবিকাঠি বলা চলে আইডিএফসি ফার্স্ট ব্যাংক এমবিএ স্কলারশিপকে।
এই প্রোগ্রাম MBA শিক্ষার্থীদের প্রতি বছর এক লক্ষ টাকা করে প্রদান করে থাকে।দেশের প্রতিটি মেধাবী শিক্ষার্থীদের আর্থিক সাহায্যের মাধ্যমে দেশের ভবিষ্যতকে আরও দৃঢ় করে তুলতে আইডিএফসি ফার্স্ট ব্যাংক এমবিএ স্কলারশিপ ডিজাইন করেছে IDFC ব্যাঙ্ক। তোমরা যারা MBA করতে চাও আর চিন্তা করো না। ৩৫ বছরের কম বয়স হলেই এই স্কলারশিপে আবেদন করতে পারবে। আর এর মাধ্যমে নিজেদের পড়াশোনার ইচ্ছে পূরণ করতে পারবে।