হিন্দি স্কলারশিপ স্কিম: ছাত্রছাত্রীদের প্রতি মাসে ১ হাজার টাকা করে স্কলারশিপ দিচ্ছে পশ্চিমবঙ্গ সরকার, রইল আবেদন পদ্ধতি

Hindi Scholarship Scheme : পশ্চিমবঙ্গে ছাত্র-ছাত্রীদের জন্য বিভিন্ন ধরনের স্কলারশিপ রয়েছে। তাদের পড়াশোনার সাহায্যে পশ্চিমবঙ্গ সরকার কোনো খামতি না রাখার চেষ্টা করেছে। আজ আমরা তোমাদের একটি নতুন স্কলারশিপের খোঁজ দেবো। বেশ কিছু স্কলারশিপ সম্পর্কে সবাই জানে। যেমন- ওয়েসিস, কন্যাশ্রী, স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিনস, নবান্ন ইত্যাদি।

কিন্তু এমন কিছু স্কলারশিপ রয়েছে যেগুলির খবর ছাত্র-ছাত্রীদের কাছে পৌঁছায় না। আমরা চেষ্টা করছি সেই সম্পর্কেই তোমাদের অবহিত করতে। আজকের প্রতিবেদনে আমরা কথা বলবো হিন্দি স্কলারশিপ স্কিম (Hindi Scholarship Scheme)-এর সম্পর্কে।

এই স্কলারশিপটির নাম দেখে তোমাদের মনে হতেই পারে এটি হিন্দিভাষী ছাত্র-ছাত্রীদের জন্য আনা হয়েছে। কিন্তু তা একেবারেই নয়। বরং যারা হিন্দিভাষী নয় তাদের জন্যই এই স্কলারশিপ। প্রফেশনাল জগতে নিজের পড়াশোনার মাধ্যমে যাতে ছাত্রছাত্রীরা উন্নতি করতে পারে, তার জন্য এই স্কলারশিপ পশ্চিমবঙ্গে আনা হয়েছে। যারা পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা এই স্কলারশিপে তারা নির্দ্বিধায় আবেদন করতে পারবে। কিভাবে এই স্কলারশিপে আবেদন করা যাবে? হিন্দি স্কলারশিপ স্কিম (Hindi Scholarship Scheme)-এ আবেদনের যোগ্যতা কী? আবেদন করার সময় কী কী ডকুমেন্ট লাগবে? এই সব প্রশ্নের উত্তর রয়েছে আজকের প্রতিবেদনে।

হিন্দি স্কলারশিপ স্কিম (Hindi Scholarship Scheme) কী?

পশ্চিমবঙ্গের রাজ্য সরকার একটি নতুন স্কলারশিপ নিয়ে এসেছে। তার নাম হলো- হিন্দি স্কলারশিপ স্কিম (Hindi Scholarship Scheme)। এই স্কলারশিপের মাধ্যমে যারা বর্তমানে প্রফেশনাল কোর্সে ভর্তি হয়েছে বা প্রফেশনাল করছে ভর্তি হতে চাইছে তারা আর্থিকভাবে সহায়তা পাবে। এটি মূলত সংখ্যালঘু সম্প্রদায়ের ছাত্র-ছাত্রীদের জন্য ডিজাইন করা হয়েছে। এই স্কলারশিপের মাধ্যমে তারা উচ্চশিক্ষা গ্রহণ করতে পারবে। তোমরা আবেদনপত্র ফিলাপের মাধ্যমে এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবে। তবে তার জন্য অবশ্যই নির্দিষ্ট শর্তাবলী পূরণ করতে হবে। এই স্কলারশিপ কেবলমাত্র তাদেরই দেওয়া হবে যাদের মাতৃভাষা হিন্দি নয়।

হিন্দি স্কলারশিপ স্কিম (Hindi Scholarship Scheme) কতজন ছাত্র-ছাত্রীকে দেওয়া হবে?

এই স্কলারশিপ মূলত তিনটি ভাগে বিভক্ত। যথা- উচ্চ মাধ্যমিক স্তর, স্নাতক স্তর আর স্নাতকোত্তর অথবা রিসার্চ স্তর। মোট ২৩৯ জন ছাত্র-ছাত্রীকে এই স্কলারশিপের সুবিধা প্রদান করা হয়ে থাকে। উচ্চ মাধ্যমিক স্তরে সবথেকে বেশি সংখ্যক ছাত্র-ছাত্রী এই সুবিধা পায়। এই স্তরে ১৪৩ জনকে হিন্দি স্কলারশিপ স্কিম (Hindi Scholarship Scheme) দেওয়া হয়। স্নাতক স্তরে ৭২ জন আর স্নাতকোত্তর স্তরে ২৪ জন ছাত্র-ছাত্রী স্কলারশিপ পেয়ে থাকে।

কত মার্কস পেলে হিন্দি স্কলারশিপ স্কিম (Hindi Scholarship Scheme)-এ আবেদন করা যাবে?

আমরা আগেই বলেছি এই স্কলারশিপটি তিনটি স্তরে বিভক্ত- উচ্চ মাধ্যমিক স্তর, স্নাতক স্তর, স্নাতকোত্তর অথবা রিসার্চ স্তর।

  • উচ্চ মাধ্যমিক স্তর – এই স্তরে ছাত্র-ছাত্রীদের হিন্দি বিষয় থাকতেই হবে। আর মাধ্যমিক অথবা সমতুল্য পরীক্ষায় ন্যূনতম ৬০ শতাংশ মার্কস পেতে হবে।
  • স্নাতক স্তর – এই স্তরেও হিন্দি বিষয় হিসেবে থাকতে হবে। আর উচ্চমাধ্যমিকে ন্যূনতম ৬০ শতাংশ মার্কস পেতে হবে।
  • স্নাতকোত্তর অথবা রিসার্চ স্তর – এই স্তরে ছাত্র-ছাত্রীদের হিন্দি বিষয় থাকতে হবে। আর স্নাতক অথবা স্নাতকোত্তর স্তরে ৬০ শতাংশ মার্কস পেতে হবে।

হিন্দি স্কলারশিপ স্কিম (Hindi Scholarship Scheme)-এ আবেদন করলে কত টাকা পাওয়া যাবে?

আমরা আগেই বলেছি এই স্কলারশিপটি তিনটি স্তরে বিভক্ত- উচ্চ মাধ্যমিক স্তর, স্নাতক স্তর, স্নাতকোত্তর অথবা রিসার্চ স্তর।

  • উচ্চ মাধ্যমিক স্তর – এই স্তরে ছাত্রছাত্রীরা প্রতি মাসে ৩০০ টাকা করে স্কলারশিপ পাবে।
  • স্নাতক স্তর – এই স্তরে ছাত্রছাত্রীরা প্রতি মাসে ৫০০ টাকা করে স্কলারশিপ পাবে‌।
  • স্নাতকোত্তর অথবা রিসার্চ স্তর – এই স্তরে ছাত্রছাত্রীরা প্রতি মাসে ১ হাজার টাকা করে স্কলারশিপ পাবে।

হিন্দি স্কলারশিপ স্কিম (Hindi Scholarship Scheme)-এ আবেদনের যোগ্যতা :-

প্রতিটি স্কলারশিপে আবেদনের জন্য যোগ্যতার মানদন্ডে উন্নীত হতে হয়। এই স্কলারশিপের ক্ষেত্রেও কিছু ক্রাইটেরিয়া রয়েছে, সেগুলি হল-

  • আবেদনকারীকে অ-হিন্দি ভাষী রাজ্যের হতে হবে।
  • কিন্তু বর্তমানে পশ্চিমবঙ্গের বাসিন্দা হতে হবে।
  • আবেদনকারীর মাতৃভাষা হিন্দি হলে হবে না।‌
  • আবেদনকারী অ-হিন্দি ভাষী রাজ্যের সাথে সম্পর্কযুক্ত কিন্তু যেকোনো কারণবশত তাকে হিন্দিভাষী রাজ্যে থাকতে হয়েছে, তাহলে সে এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবে না।
  • দূরবর্তী শিক্ষা ব্যবস্থা অর্থাৎ ডিসটেন্স এডুকেশনের মাধ্যমে পড়াশোনা করতে চাইলে স্কলারশিপ-এর জন্য আবেদন করা যাবে না। এছাড়া প্রাইভেটে কোনো পরীক্ষার প্রিপারেশন নিলেও এই স্কলারশিপের জন্য আবেদন করা যাবে না।
  • আবেদনকারী যদি একসাথে দুটি কোর্সে ভর্তি হয়, তাহলে হিন্দি দুটি কোর্সেরই অন্তর্ভুক্ত হতে হবে। না হলে এই স্কলারশিপের জন্য আবেদন করা যাবে না‌।
  • যারা প্রথমবারেই পরীক্ষায় পাশ করেছে তারাই এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবে।
  • যারা কোনো হিন্দি সংস্থার সাথে যুক্ত আছে তাদেরকে এপ্লিকেশন জমা করতে হবে।
  • আবেদনকারীকে ন্যূনতম ৬০ শতাংশ মার্কস পেতে হবে।

হিন্দি স্কলারশিপ স্কিম (Hindi Scholarship Scheme)-এ আবেদনের জন্য প্রয়োজনীয় ডকুমেন্ট :-

এই স্কলারশিপে আবেদন করার জন্য কিছু নথিপত্র তথা ডকুমেন্ট জমা করতে হবে। সেগুলি হল-

  1. পারিবারিক আয়ের শংসাপত্র।
  2. স্কুল বোনাফাইড সার্টিফিকেট।
  3. ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার।
  4. ব্যাংকের নাম।
  5. ব্যাংকের আইএফএসসি কোড।
  6. ব্যাংক একাউন্টের যাবতীয় তথ্য।
  7. কলেজ অথবা ইউনিভার্সিটি সার্টিফিকেট।
  8. বাবা অথবা মায়ের মোবাইল নম্বর।
  9. আবেদনকারীর পাসপোর্ট সাইজের ছবি।

হিন্দি স্কলারশিপ স্কিম (Hindi Scholarship Scheme)-এ আবেদন করার পদ্ধতি :-

এই স্কলারশিপের আবেদন করার জন্য সবার প্রথমে তোমাদের বিধান নগর যেতে হবে। ঠিকানাটি হল- স্কলার্শিপ এন্ড স্কাইপেন্ড সেকশন অফ এডুকেশন, ডিরেক্টরেট, ওয়েস্ট বেঙ্গল,
বিকাশ ভবন, নর্থ ব্লক, নাইন্থ ফ্লোর,
বিধান নগর, কলকাতা- 700091।

আসলে অফলাইন মাধ্যমে তোমাদের এই স্কলারশিপের জন্য আবেদন করতে হবে। এখানে যাওয়ার সময় অবশ্যই নিজেদের সমস্ত ডকুমেন্ট সাথে নিয়ে যাবে।

এরপর অফিস থেকে হিন্দি স্কলারশিপ স্কিম (Hindi Scholarship Scheme)-এর আবেদনপত্র তোমাদের সংগ্রহ করতে হবে।

আবেদনপত্রটি ফিল আপ হয়ে যাওয়ার পর প্রয়োজনীয় ডকুমেন্টের জেরক্স কপি, এর সাথে যুক্ত করে জমা করতে হবে।

তবে ছাত্র-ছাত্রীরা চাইলে 5 টাকার স্ট্যাম্প যুক্ত এনভেলাপে পরীক্ষার মার্কশিট উল্লেখিত ঠিকানায় পাঠাতে পারবে। তবে সরাসরি গিয়ে যোগাযোগ করে আবেদন করাই ভালো।

হিন্দি স্কলারশিপ স্কিমের কিছু গুরুত্বপূর্ণ লিঙ্ক:

হিন্দি স্কলারশিপ স্কিমের অফিসিয়াল ওয়েবসাইট লিঙ্ক

হিন্দি স্কলারশিপ স্কিমের বিজ্ঞপ্তি চেক করার লিঙ্ক

উপসংহার :

পশ্চিমবঙ্গ সরকার দ্বারা পরিচালিত হিন্দি স্কলারশিপ স্কিম(Hindi Socholarship Scheme) একটি গুরুত্বপূর্ণ স্কলারশিপ প্রকল্প। এই স্কলারশিপ মূলত অ- হিন্দিবাসী রাজ্য যেমন পশ্চিমবঙ্গের ছাত্র-ছাত্রী যারা উচ্চশিক্ষার পর্যায়ে হিন্দি নিয়ে পড়াশোনা করতে চায় তাদের জন্যই চালু করা হয়। এই স্কলারশিপ এর মূল লক্ষ্য হিন্দি ভাষার প্রসার ঘটানো এবং যারা হিন্দি ভাষায় পড়াশোনা করতে চাই তাদের আর্থিক সহায়তা।

স্কলারশিপ এর মূল উদ্দেশ্যই হল হিন্দি ভাষার উন্নয়ন এবং প্রসারের উৎসাহ বাড়ানো এবং এর পাশাপাশি রাজ্যের ছাত্র-ছাত্রী যারা হিন্দি বিষয়ে উচ্চশিক্ষা গ্রহণ করতে চায় তাদের পড়াশোনার ক্ষেত্রে অর্থনৈতিক সংকট থেকে উদ্ধার করা। এই স্কলারশিপ শুধুমাত্র আর্থিক সহায়তা প্রদান করে তা নয় বরং এটি একটি নতুন ভাষার জ্ঞান অর্জনের পথকে সহজ করে তোলে।

যে সমস্ত ছাত্র-ছাত্রী হিন্দি ভাষায় আগ্রহী এবং ভবিষ্যতে এই ভাষা নিয়েই ক্যারিয়ার গড়তে চায় তাদের জন্য এই স্কলারশিপ একটি দুর্দান্ত পদক্ষেপ। তাই সম্প্রতি এই স্কলারশিপ এর জনপ্রিয়তা ক্রমবর্ধমান।

Leave a Comment