এইচডিএফসি ব্যাঙ্ক স্কলারশিপ: HDFC ব্যাঙ্ক ভারতীয় ছাত্রছাত্রীদের দিচ্ছে ৭৫ হাজার টাকা স্কলারশিপ, আজই করুন অনলাইনে আবেদন

Oindrila Chatterjee
HDFC Bank Scholarship

HDFC Bank Scholarship: আজকের দিনে শিক্ষার গুরুত্ব অপরিসীম কিন্তু অনেক সময় আর্থিক সংকটের কারণে বহু মেধাবী ছাত্র-ছাত্রী পড়াশোনা চালিয়ে যেতে পারে না। এই দুস্থ ছাত্র-ছাত্রীদের সাহায্যের জন্য সব সরকারি সংস্থার পাশাপাশি কিন্তু বিভিন্ন বেসরকারি সংস্থাও সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছে। তাই সম্প্রতি দেশের বিভিন্ন অর্থনৈতিকভাবে দুর্বল ছাত্র-ছাত্রীদের জন্য ভারতের অন্যতম বৃহৎ ও জনপ্রিয় বেসরকারি ব্যাংক HDFC Bank এক অভিনব স্কলারশিপ চালু করেছে।

সূচীপত্র
এইচডিএফসি ব্যাঙ্ক পরিবর্তন স্কলার্শিপ আসলে কি?What is HDFC Bank Parivartan’s Scholarship?এইচডিএফসি ব্যাঙ্ক পরিবর্তন কলারশিপের অধীনে কোন কোন কোর্সে কত পরিমান টাকা দেওয়া হয়?How much is paid for which courses under HDFC Bank Parivartan’s Scholarship?এইচডিএফসি ব্যাঙ্ক পরিবর্তন স্কলারশিপের মূল উদ্দেশ্য কি কি ?What are the main objectives of HDFC Bank Parivartan Scholarship?এইচডিএফসি ব্যাঙ্ক পরিবর্তন স্কলারশিপে আবেদনকারীর প্রয়োজনীয় যোগ্যতা :Required qualifications for applicants to apply for HDFC Bank Parivartan Scholarship:এইচডিএফসি ব্যাঙ্ক পরিবর্তন স্কলারশিপে আবেদন করার পদ্ধতি:How to apply for HDFC Bank Parivartan Scholarship:এইচডিএফসি ব্যাঙ্ক পরিবর্তন স্কলারশিপে আবেদন করার প্রয়োজনীয় ডকুমেন্টস :Documents required to apply for HDFC Bank Parivartan Scholarship:এইচডিএফসি ব্যাঙ্ক পরিবর্তন স্কলারশিপের উপকারিতা :Benefits of HDFC Bank Pradhan Scholarship:এইচডিএফসি ব্যাঙ্ক পরিবর্তন স্কলারশিপ দেশের ছাত্র ছাত্রীদের জন্য কেনো গুরুত্বপূর্ণ ??Why is HDFC Bank Parivartan’s Scholarship important for the students of the country?উপসংহার :

ভারতীয় বিভিন্ন বেসরকারি ব্যাংকের মধ্যে এইচডিএফসি ব্যাংকের বাণিজ্যিক ব্যাংক হিসেবে জনপ্রিয়তা শীর্ষে। জনসাধারণের জন্য এই ব্যাংকের স্টক ব্রেকিং, মিউচুয়াল ফান্ড, হেলথ ইন্সুরেন্স, বিভিন্ন পলিসি এবং বিনিয়োগ ব্যাংকিং অত্যন্ত উপকারী ভূমিকা পালন করে। আর সম্প্রতি এই ব্যাংক অর্থনৈতিক সংকটের কারণে যেই সব মেধাবী ছাত্র-ছাত্রী উচ্চ শিক্ষা থেকে বঞ্চিত হয় তাদের পাশে দাঁড়ানোর উদ্দেশ্যে “HDFC Bank Parivartan’s ECSS Programme” নামে এক অভিনব উদ্যোগ চালু করে। আজকের এই নিবন্ধে এইচডিএফসি ব্যাংকের এই অভিনব প্রোগ্রামটি সম্পর্কে বিস্তারিত তথ্য জেনে নেবো

এইচডিএফসি ব্যাঙ্ক পরিবর্তন স্কলার্শিপ আসলে কি?
What is HDFC Bank Parivartan’s Scholarship?

এই HDFC Bank Parivartan’s ECSS Programme হলো আসলে educational crisis scholarship support program। এটি হলো এমন একটি স্কলারশিপ প্রোগ্রাম যা আর্থিকভাবে দুর্বল পরিবারের মেধাবী ছাত্র-ছাত্রীদের শিক্ষাক্ষেত্রে সহায়তা প্রদান করে। অর্থাৎ অর্থনৈতিক সংকটের কারণে পড়াশোনা থেকে পিছিয়ে পড়া দেশের বিভিন্ন ছাত্রছাত্রীদের আর্থিক সহায়তা প্রদান করে থাকে এই এইচডিএফসি ব্যাংক পরিবর্তন স্কলারশিপ।

এবং এই স্কলারশিপের আরও একটি প্রধান বৈশিষ্ট্য হল যদি কোন ছাত্রছাত্রীর পরিবারে হঠাৎ আর্থিক সমস্যা দেখা দেয় যেমন বাবা-মায়ের মৃত্যু, চাকরি চলে যাওয়া বা অসুস্থতার কারণে চরম অর্থনৈতিক সংকটের মধ্যে পড়ায়, পড়াশোনা থেকে বঞ্চিত হয় তাহলে এই স্কলারশিপের মাধ্যমে তাকে আর্থিক সহায়তা প্রদান করা হয়।

এইচডিএফসি ব্যাঙ্ক পরিবর্তন কলারশিপের অধীনে কোন কোন কোর্সে কত পরিমান টাকা দেওয়া হয়?
How much is paid for which courses under HDFC Bank Parivartan’s Scholarship?

  • প্রথম শ্রেণী থেকে ষষ্ঠ শ্রেণী পর্যন্ত – ১৫,০০০/- টাকা
  • সপ্তম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত – ১৮,০০০/- টাকা
  • আইটিআই, ডিপ্লোমা, পলিটেকনিক কোর্সে – ১৮,০০০/- টাকা
  • সাধারণ স্নাতক স্তরের কোর্সে/গ্রেজুয়েশনের কোর্সে – ৩০,০০০/- টাকা
  • ইঞ্জিনিয়ারিং, মেডিকেল, নার্সিং ইত্যাদি প্রফেশনাল স্নাতক কোর্সে/Graduation – ৫০,০০০/- টাকা
  • সাধারণ স্নাতকোত্তর কোর্সে/পোস্ট গ্রেজুয়েশন কোর্সে – ৩৫,০০০/- টাকা
  • ইঞ্জিনিয়ারিং, মেডিকেল, নার্সিং ইত্যাদি প্রফেশনাল স্নাতকোত্তর কোর্সে /Post Graduation – ৭৫,০০০/- টাকা

এইচডিএফসি ব্যাঙ্ক পরিবর্তন স্কলারশিপের মূল উদ্দেশ্য কি কি ?
What are the main objectives of HDFC Bank Parivartan Scholarship?

  1. এই স্কলারশিপ এর অন্যতম প্রধান উদ্দেশ্য হল দেশের অর্থনৈতিক সংকটে পড়া ছাত্রছাত্রীদের শিক্ষা অব্যাহত রাখতে সহায়তা করা।
  2. স্কলারশিপের আরও এক মূল উদ্দেশ্য হলো দেশের অর্থনৈতিক শিক্ষার্থীদের পড়াশোনার খরচ আংশিক বা সম্পূর্ণভাবে বহন করা যাতে তারা উচ্চশিক্ষা সম্পূর্ণ করে নিজেদের স্বপ্ন পূরণ করতে পারে।
  3. এই স্কলারশিপের আরো এক অন্যতম প্রধান উদ্দেশ্য হলো দেশের বিভিন্ন প্রান্তের অর্থনৈতিকভাবে দুর্বল শিক্ষার্থীরা অর্থের অভাবে যাতে হাল ছেড়ে না দিয়ে শিক্ষার প্রতি আগ্রহ বজায় রাখে।

এইচডিএফসি ব্যাঙ্ক পরিবর্তন স্কলারশিপে আবেদনকারীর প্রয়োজনীয় যোগ্যতা :
Required qualifications for applicants to apply for HDFC Bank Parivartan Scholarship:

  1. আবেদনকারীকে অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে।
  2. আবেদনকারীর অবশ্যই স্কুল বা কলেজে নিয়মিত পড়াশোনা করার ভালো অ্যাকাডেমিক রেকর্ড থাকা আবশ্যক।
  3. আবেদনকারীর পরিবারের বার্ষিক আয় নির্দিষ্ট সীমার মধ্যে থাকতে হবে সাধারণত বছরে 3 লক্ষ বা তার কম।
  4. আবেদনকারীর পরিবারে হঠাৎ কোনো আর্থিক সমস্যা দেখা দিলে তা প্রমাণসহ দেখানো আবশ্যক অর্থাৎ বাবা-মায়ের মৃত্যু হলে তার ডেথ সার্টিফিকেট এবং কোন গুরুতর অসুস্থতা হলে তার মেডিকেল রিপোর্ট দেখাতে হবে।
  5. এই স্কলারশিপে স্কুলের প্রথম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী অব্দি পড়ুয়ারা আবেদন করতে পারবে এছাড়াও স্নাতক, স্নাতকোত্তর এবং আইআইটি, ডিপ্লোমা পলিটেকনিক ছাত্র-ছাত্রীরা এই স্কলারশিপে আবেদন করতে পারবে। আবেদনকারীর লাস্ট কোয়ালিফাইড পরীক্ষায় সর্বনিম্ন ৫৫ শতাংশ (55%) নম্বর থাকা আবশ্যক।

এইচডিএফসি ব্যাঙ্ক পরিবর্তন স্কলারশিপে আবেদন করার পদ্ধতি:
How to apply for HDFC Bank Parivartan Scholarship:

  1. প্রতি বছর এই স্কলারশিপ প্রোগ্রামের জন্য অনলাইনে আবেদন করতে হয়। সাধারণত, আবেদন প্রক্রিয়া শুরু হয় জুন-জুলাই মাসে।
  2. সর্বপ্রথম https://www.buddy4study.com/page/hdfc-bank-parivartans-ecss-programme নির্ধারিত ওয়েবসাইটে গিয়ে বিভিন্ন পার্সোনাল ইনফরমেশন দিয়ে একটি অনলাইন ফর্ম পূরণ করতে হবে।
  3. এরপর প্রয়োজনীয় ডকুমেন্টস আপলোড করে আবেদন সফলভাবে Submit করলে আবেদনকারীকে এক ইউনিক অ্যাপ্লিকেশন নম্বর দেওয়া হয়, যার মাধ্যমে আবেদনের স্ট্যাটাস জানা যায়।
  4. একটি স্ক্রুটিনি কমিটি সব আবেদন যাচাই করে নির্বাচিত ছাত্রছাত্রীদের স্কলারশিপ প্রদান করে থাকে।
  5. এই স্কলারশিপের অর্থ সরাসরি ছাত্রছাত্রীর ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠানো হয় বা কোন কোন ক্ষেত্রে ইনস্টিটিউটের মাধ্যমে দেওয়া হয়।

এইচডিএফসি ব্যাঙ্ক পরিবর্তন স্কলারশিপে আবেদন করার প্রয়োজনীয় ডকুমেন্টস :
Documents required to apply for HDFC Bank Parivartan Scholarship:

  1. আবেদনকারীর পাসপোর্ট সাইজের ছবি
  2. আবেদনকারীর আইডেন্টিটি প্রুফ অর্থাৎ আধার কার্ড বা ভোটার আইডি
  3. আবেদনকারীর স্কুল বা কলেজের বর্তমান ক্লাসের প্রমাণ
  4. আবেদনকারীর পারিবারিক ইনকাম সার্টিফিকেট
  5. আবেদনকারীর ব্যাংক পাসবুকের কপি
  6. আবেদনকারীর পরিবারের হঠাৎ আর্থিক সংকটের প্রমাণ (যেমন: হাসপাতালের বিল, ডেথ সার্টিফিকেট, চাকরি হারানোর প্রমাণ ইত্যাদি)

এইচডিএফসি ব্যাঙ্ক পরিবর্তন স্কলারশিপের উপকারিতা :
Benefits of HDFC Bank Pradhan Scholarship:

  1. এই প্রকল্পের মাধ্যমে হাজার হাজার ছাত্রছাত্রী পড়াশোনা চালিয়ে যেতে পেরেছে।
  2. পরিবারে হঠাৎ অর্থনৈতিক সংকট এলেও শিক্ষার পথ বন্ধ হয়নি।
  3. এই প্রকল্পের অধীনে মেয়েরা ও পিছিয়ে পড়া সম্প্রদায়ের ছাত্রছাত্রীরাও শিক্ষা চালিয়ে যাওয়ার সুযোগ পেয়েছে।
  4. এই প্রোগ্রাম ছাত্রছাত্রীদের আত্মবিশ্বাস ও ভবিষ্যৎ গড়ার শক্তি দিয়েছে। গুরুত্বপূর্ণ টিপস্
  • আবেদন করার কোনো ফি নেই।
  • নির্বাচনের পুরো প্রক্রিয়াটি একেবারে অথেন্টিক
  • আবেদনকারীর অ্যাকাডেমিক রেকর্ড (মার্কশিট) ভালো হলে নির্বাচন পদ্ধতিতে অগ্রাধিকার পাওয়া যায়।

এইচডিএফসি ব্যাঙ্ক পরিবর্তন স্কলারশিপ দেশের ছাত্র ছাত্রীদের জন্য কেনো গুরুত্বপূর্ণ ??
Why is HDFC Bank Parivartan’s Scholarship important for the students of the country?

  1. অর্থনৈতিক সাহায্য: এই প্রোগ্রামের মাধ্যমে দরিদ্র ও মেধাবী ছাত্রছাত্রীদের পড়াশোনার খরচ চালাতে সাহায্য করা হয়।
  2. উচ্চশিক্ষার সুযোগ: যারা টাকার অভাবে পড়াশোনা ছেড়ে দিতে বাধ্য হতেন, তারা এই সহায়তার মাধ্যমে স্কুল , কলেজ বা বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ পায়
  3. মেধার মূল্যায়ন: যারা ভালো ফলাফল করছে, কিন্তু অর্থনৈতিকভাবে দুর্বল তাদেরকে বেছে নিয়ে সহায়তা দেওয়া হয়।
  4. সামাজিক উন্নয়ন: এই প্রোগ্রাম সমাজের পিছিয়ে পড়া অংশকে উন্নয়নের পথে নিয়ে আসে, শিক্ষার মাধ্যমে।
  5. বিভিন্ন কোর্সে সহায়তা: গ্রাজুয়েশন , পোস্ট গ্রেজুয়েশন, ইঞ্জিনিয়ারিং, মেডিকেল, ম্যানেজমেন্ট সহ নানা ধরনের কোর্সে পড়াশোনা করার জন্য এই স্কলারশিপ পাওয়া যায়।
  6. ভবিষ্যতের প্রস্তুতি: এই সহায়তা ছাত্রদের ভবিষ্যতে স্বনির্ভর এবং আত্মবিশ্বাসী হতে সাহায্য করে।

উপসংহার :

HDFC ব্যাংকের পরিবর্তন (Parivartan) উদ্যোগের অধীনে ECSS প্রোগ্রাম অর্থাৎ educational crisis scholarship support programe একটি অসাধারণ দৃষ্টান্ত, যা ভারতের হাজার হাজার ছাত্রছাত্রীকে আর্থিক কষ্টের মধ্যেও পড়াশোনা চালিয়ে যেতে সাহায্য করেছে। শিক্ষা হোক সকলের অধিকার — এই মূলমন্ত্রকে সামনে রেখেই HDFC Bank এই উদ্যোগটি চালিয়ে যাচ্ছে। যদি আপনি বা আপনার পরিচিত কেউ হঠাৎ কোনো আর্থিক সমস্যার কারণে পড়াশোনায় বাধার সম্মুখীন হন, তাহলে অবশ্যই এইচডিএফসি ব্যাঙ্ক পরিবর্তন স্কলারশিপ অর্থাৎ ECSS প্রোগ্রামের জন্য আবেদন করতে পারেন। এই সহায়তা হয়তো এক নতুন জীবন শুরু করার পথ খুলে দিতে পারে।

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *