GP Birla Scholarship: অনেক সময় শুধুমাত্র একটা স্কলারশিপ দিয়ে পড়াশোনার খরচ সামলানো যায় না। মনে হয় যদি একাধিক স্কলারশিপ পাওয়া যেত, কতই না ভালো হতো। আজ আপনাদের জন্য এমনই একটি স্কলারশিপের খবর আমরা নিয়ে এসেছি। আপনারা অন্য যে কোন স্কলারশিপ পাওয়ার পাশাপাশি এতে আবেদন করতে পারবেন।
ছাত্রছাত্রীদের নিজেদের স্বপ্ন পূরণ করতে স্কলারশিপের ভীষণভাবে প্রয়োজন হয়ে পড়ে। এমন বহু স্কলারশিপ রয়েছে যার খবর পড়ুয়াদের কাছে পৌঁছায় না। এমনই একটি স্কলারশিপ হল ‘জিপি বিড়লা স্কলারশিপ’ (GP Birla Scholarship)। যদি মাধ্যমিক বা উচ্চমাধ্যমিক পাস করে থাকো, তাহলে অবশ্যই এই স্কলারশিপটিতে আবেদন করে নিও।
জিপি বিড়লা এডুকেশনাল ফাউন্ডেশন এর তরফ থেকে এই স্কলারশিপটি মেধাবী ছাত্র-ছাত্রীদের দেওয়া হয়েছে। কারা এই স্কলারশিপে আবেদন করতে পারবে? আবেদন করার যোগ্যতা কী? কীভাবে আবেদন করা যাবে? সমস্তটাই তোমরা জানতে পারবে আমাদের আজকের প্রতিবেদনে।
জিপি বিড়লা স্কলারশিপ (GP Birla Scholarship) কী?
পশ্চিমবঙ্গের যে সমস্ত মেধাবী ছাত্র-ছাত্রী অর্থের অভাবে উচ্চশিক্ষা লাভের পথে সমস্যায় পড়েছে তাদের জন্য একদম পারফেক্ট হলো জিপি বিড়লা স্কলারশিপ। এর সব থেকে বড় সুবিধা হল এই স্কলারশিপের পাশাপাশি তোমরা অন্য স্কলারশিপে আবেদন করতে পারবে। আর দুটি স্কলারশিপ একসাথেই নিতে পারবে। স্নাতক ডিগ্রি করছে ভর্তি হওয়ার ইচ্ছে থাকলে অবশ্যই এই স্কলারশিপে আবেদন করো।
শুধুমাত্র উচ্চমাধ্যমিক নয় মাধ্যমিক পাস করলেও এই স্কলারশিপে আবেদন করা যাবে। আবেদন মঞ্জুর হলে নগদ 50 হাজার টাকা পর্যন্ত স্কলারশিপ পাওয়ার সুযোগ রয়েছে। স্কলারশিপের সাহায্যে তোমরা নিজেদের উচ্চশিক্ষা লাভের স্বপ্ন পূরণ করতে পারবে।
কারা জিপি বিড়লা স্কলারশিপে (GP Birla Scholarship) আবেদন করতে পারবে?
তুমি যদি মাধ্যমিক পাশ করে থাকো তাহলে অবশ্যই এই স্কলারশিপে আবেদন করতে পারবে। কিন্তু তার জন্য তোমাকে একাদশ শ্রেণীতে ভর্তি হতে হবে।
জিপি বিড়লা স্কলারশিপে (GP Birla Scholarship) আবেদনের যোগ্যতা :-
এই স্কলারশিপে আবেদন করার জন্য কয়েকটি শর্ত রয়েছে। সেগুলি হল-
- আবেদনকারীকে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে।
- পরিবারের বার্ষিক আয় 3 লাখ টাকার কম হতে হবে। কিন্তু ছাত্রছাত্রীর মার্কস যদি খুব ভালো হয় কিংবা আবেদনকারী অতিরিক্ত মেধাবী হয় সেক্ষেত্রে আয়ের সীমা খানিকটা শিথিল করা হবে। তবে এটি নির্ভর করবে কর্তৃপক্ষের ওপর।
- পশ্চিমবঙ্গ বোর্ড অর্থাৎ WBCHSE থেকে পাস করলে ন্যূনতম 85 শতাংশ নম্বর থাকলে জিপি বিড়লা স্কলারশিপে তোমরা আবেদন করতে পারবে। তবে ISC অথবা CBSE বোর্ড থেকে 90 শতাংশ মার্কস নিয়ে উত্তীর্ণ হলে তবেই আবেদন করা যাবে।
জিপি বিড়লা স্কলারশিপে (GP Birla Scholarship) আবেদনের জন্য প্রয়োজনীয় নথিপত্র :-
জিপি বিড়লা স্কলারশিপে আবেদন করার জন্য কিছু প্রয়োজনীয় ডকুমেন্ট তথা নথিপত্রের দরকার পড়বে। সেগুলি হল-
- নতুন ক্লাসে ভর্তির রশিদ
- শেষ পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার সার্টিফিকেট
- শেষ পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার মার্কশিট
- পারিবারিক আয়ের শংসাপত্র/ বেতন স্লিপ/ আয়কর রিটার্ন
- আবেদনকারীর রঙিন পাসপোর্ট সাইজের ছবি
- বৈধ মোবাইল নম্বর।
জিপি বিড়লা স্কলারশিপে (GP Birla Scholarship) কত টাকা বৃত্তি পাওয়া যায়?
এই স্কলারশিপে আবেদনের জন্য যোগ্য হিসেবে বিবেচিত হলে শিক্ষার্থীরা প্রতিবছর টিউশন ফি, হোস্টেল খরচ ও অন্যান্য খরচ বাবদ 50 হাজার টাকা করে পাবে। এছাড়া বই কেনার জন্য এককালীন 7 হাজার টাকা পাবে।
জিপি বিড়লা স্কলারশিপে (GP Birla Scholarship) কীভাবে আবেদন করা যাবে?
তোমরা জিপি বিড়লা স্কলারশিপে অনলাইন আর অফলাইন উভয়ের মাধ্যমেই আবেদন করতে পারবে। এখন আমরা এই স্কলারশিপের আবেদন প্রক্রিয়া সম্পর্কে আলোচনা করব।
জিপি বিড়লা স্কলারশিপে অনলাইন মারফত আবেদনের প্রক্রিয়া –
- সবার প্রথমে তোমাদের জিপি বিড়লা এডুকেশনাল ফাউন্ডেশনের অফিসিয়াল ওয়েবসাইটে লগইন করতে হবে।
- এরপর এপ্লিকেশন ট্যাবে ক্লিক করতে হবে।
- তারপর আবেদন করার অপশনে ক্লিক করতে হবে।
- এরপর তোমাদের সামনে আবেদন পত্রটি চলে আসবে। সেটি সঠিকভাবে ফিলাপ করতে হবে।
- এরপর প্রয়োজনীয় নথিপত্রগুলি স্ক্যান করে আপলোড করতে হবে।
- সাবমিট বাটন ক্লিক করার আগে প্রতিটি তথ্য ভালোভাবে যাচাই করে নেবে। আর তারপর সাবমিট অপশনে ক্লিক করলেই আবেদন পত্রটি জমা পড়ে যাবে।
জিপি বিড়লা স্কলারশিপে অফলাইন মারফত আবেদনের প্রক্রিয়া –
- এই স্কলারশিপে অফলাইনে আবেদন করার জন্য জিপি বিড়লা এডুকেশনাল ফাউন্ডেশনের অফিসিয়াল ওয়েবসাইটে লগইন করতে হবে।
- এরপর এপ্লিকেশন ট্যাবে ক্লিক করতে হবে।
- তারপর আবেদনপত্র ডাউনলোডের অপশনে ক্লিক করে সেটি ডাউনলোড করে নিতে হবে। তোমরা চাইলে অফিস থেকেও সংগ্রহ করতে পারবে।
- ফর্মটি সঠিকভাবে পূরণ করার পর প্রয়োজনীয় ডকুমেন্ট সহ জিপি বিড়লা এডুকেশনাল ফাউন্ডেশনের অফিসে জমা করে দেবে।
জিপি বিড়লা এডুকেশনাল ফাউন্ডেশনের ঠিকানা :-
জিপি বিড়লা এডুকেশনাল ফাউন্ডেশন,
78, সৈয়দ আমির আলী এভিনিউ,
কলকাতা- 700019।
যোগাযোগ- 8479915170 (সোমবার থেকে শুক্রবার সকাল 11 টা থেকে বিকেল 5 টার মধ্যে ফোন করা যাবে)।
জিপি বিড়লা স্কলারশিপের কিছু গুরুত্বপূর্ণ লিঙ্ক:
জিপি বিড়লা স্কলারশিপের অফিসিয়াল ওয়েবসাইট লিঙ্ক | Click Here |
জিপি বিড়লা স্কলারশিপের আবেদন ফর্ম ডাউনলোড করার লিঙ্ক | Click Here |
জিপি বিড়লা স্কলারশিপ সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন:-
১) কবে থেকে জিপি বিড়লা স্কলারশিপে আবেদন করা যাবে?
2024-25 শিক্ষাবর্ষের আবেদন প্রক্রিয়া সমাপ্ত হয়েছে। পরবর্তী শিক্ষাবর্ষের আবেদন প্রক্রিয়া আগামী বছর জুলাই-আগস্ট মাস নাগাদ শুরু হতে পারে।
২) কোথা থেকে জিপি বিড়লা স্কলারশিপে আবেদন করা যাবে?
www.gpbirlafoundation.com -এর মাধ্যমে এই স্কলারশিপে আবেদন করা যাবে।
৩) কত মার্কস পেলে জিপি বিড়লা স্কলারশিপে আবেদন করা যায়?
পশ্চিমবঙ্গ বোর্ড অর্থাৎ WBCHSE থেকে পাস করলে ন্যূনতম 85 শতাংশ নম্বর থাকলে জিপি বিড়লা স্কলারশিপে তোমরা আবেদন করতে পারবে। তবে ISC অথবা CBSE বোর্ড থেকে 90 শতাংশ মার্কস নিয়ে উত্তীর্ণ হলে তবেই আবেদন করা যাবে।
৪) জিপি বিড়লা এডুকেশনাল ফাউন্ডেশনের অফিস কোথায়?
জিপি বিড়লা এডুকেশনাল ফাউন্ডেশন,
78, সৈয়দ আমির আলী এভিনিউ,
কলকাতা- 700019।
৫) জিপি বিড়লা এডুকেশনাল ফাউন্ডেশনের ফোন নম্বর কী?
8479915170 (সোমবার থেকে শুক্রবার সকাল 11 টা থেকে বিকেল 5 টার মধ্যে ফোন করা যাবে)।