গৌরব ফাউন্ডেশন স্কলারশিপ: এই স্কলারশিপে বছরে পেতে পারেন ১০ লক্ষ টাকা, কীভাবে করবেন আবেদন, জানুন বিস্তারিত

Gaurav Foundation Scholarship: ভারতের স্নাতক এবং স্নাতকোত্তর শিক্ষার্থীদের, উচ্চ শিক্ষার জন্য বৃত্তি প্রদান করার দায়িত্ব নিয়েছে গৌরব ফাউন্ডেশন (Gaurav Foundation)। এই সংস্থা প্রদত্ত গৌরব ফাউন্ডেশন স্কলারশিপ (Gaurav Foundation Scholarship) দেশের আর্থিক ভাবে পিছিয়ে পড়া পরিবারগুলির মেধাবী ছাত্র ছাত্রীদের অনুদান দিয়ে থাকে। আজকের প্রতিবেদনে আমরা জানব কারা করতে পারবেন এই স্কলারশিপে আবেদন, এবং আবেদন করার উদ্দেশ্য, সুবিধা, পদ্ধতিসহ নানা খুঁটিনাটি সম্পর্কে।

গৌরব ফাউন্ডেশন স্কলারশিপ কী? (What is the Gaurav Foundation Scholarship) :

এখনো আমাদের দেশের বেশিরভাগ মানুষই দারিদ্র্য সীমার নিচে অবস্থান করেন। তবে সে সকল পরিবারেও মেধাবী ছাত্র ছাত্রীর উপস্থিতি লক্ষ্য করা যায়। কিন্ত আর্থিক অবস্থা দুর্বল হওয়ার দরুন তাঁরা লেখাপড়া আর এগিয়ে নিয়ে যেতে পারে না। কোনও ভাবেই এই সকল কৃতী শিক্ষার্থীদের উচ্চ শিক্ষা লাভের স্বপ্ন যাতে ভেঙে না যায়, তার জন্য বরাবরই সরকার সহ নানা রকম সংস্থা সাহায্যের হাত বাড়ায়।

ঠিক সেরকমই গৌরব ফাউন্ডেশন স্কলারশিপের নাম উল্লেখযোগ্য। আগামী ৩১ অক্টোবর এই স্কলারশিপের জন্য অনলাইনে ফর্ম দেওয়া হবে। মাত্র ১৫০০ টাকার বিনিময় সেই ফর্ম ফিলাপ করা যাবে। উল্লেখ্য, কোনও কারণে আপনি ফর্ম ফিলাপ করার পর স্কলারশিপটির সুবিধা গ্রহণ না করলে, আপনার টাকা রিফান্ড হবে না।

গৌরব ফাউন্ডেশন স্কলারশিপের উদ্দেশ্য (Objectives of Gaurav Foundation Scholarship) :

  1. আর্থিক সাহায্যদান – দ্বাদশ শ্রেণী পাশ করার পর অনেক ছাত্র ছাত্রীই উচ্চ শিক্ষা লাভের জন্য নানা রকম সুযোগ খুঁজতে থাকে। তবে যে সকল শিক্ষার্থীর পরিবারের আর্থিক অবস্থা মজবুত নয়, অর্থের অভাবে সেই সকল ছাত্র ছাত্রীর পড়াশোনা থেমে যায়। তাই তাঁদের অর্থের সমস্যা সমাধান করাই হল গৌরব ফাউন্ডেশন সংস্থার অন্যতম উদ্দেশ্য।
  2. ছাত্র ছাত্রীদের উৎসাহী করে তোলা – অনেক ক্ষেত্রেই পারিবারিক দারিদ্র্যের কারণে পড়ুয়ারা মাঝ পথে লেখাপড়া বন্ধ করে দেয়। কিন্তু এমনটা যাতে না ঘটে, সে কারণে বৃত্তি প্রদান করে তাঁদের ফের শিক্ষা অর্জনের লক্ষ্যে সামিল করাই হল গৌরব ফাউন্ডেশন স্কলারশিপের কাজ।
  3. শিক্ষার মাধ্যমে সমতা বজায় – যাতে দেশের প্রতিটি প্রান্তের শিক্ষার্থী সমান ভাবে শিক্ষা অর্জন করতে পারে, সেই কারণেই অনুদান দিয়ে থাকে এই সংস্থা। এর ফলে যেমন শিক্ষাক্ষেত্রে ছাত্র ছাত্রীর সমতা বজায় থাকে, তেমনই সকল শিশু সমান ভাবে তাঁদের উজ্জ্বল ভবিষ্যত গড়ে তোলার স্বপ্ন পূরণ করতে পারে।

গৌরব ফাউন্ডেশন স্কলারশিপের সুবিধা (Benefits of Gaurav Foundation Scholarship) :

  1. বার্ষিক অনুদান – এই সংস্থার পোর্টালে পাওয়া তথ্য অনুযায়ী, যে সকল শিক্ষার্থী দেশে থেকে উচ্চ শিক্ষা লাভ করতে চায়, তাঁদের বার্ষিক ৩ লাখ টাকা বৃত্তি দেওয়া হয়ে থাকে। এবং, যে সকল মেধাবী ছাত্র ছাত্রী বিদেশে গিয়ে উচ্চ শিক্ষা লাভ করতে চায়, তাঁদের জন্য ১০ লক্ষ টাকার বৃত্তি অনুদান হিসেবে দেওয়া হয়ে থাকে। তবে প্রাথমিক ভাবে প্রথম ১ বছর এই অনুদান দেওয়া হয় থাকে, কিন্তু পরবর্তী বছর থেকে ছাত্র ছাত্রীর ফলাফলের উপর এই অনুদান দেওয়া নির্ভর করে। অর্থাৎ কোনও শিক্ষার্থী আশানুরূপ ফল করতে না পারলে এই স্কলারশিপ পেতে সমস্যা সৃষ্টি হয়।
  2. উচ্চ শিক্ষার সুযোগ প্রদান – শুধু দেশে নয়, দেশের বাইরে গিয়েও ইচ্ছা মত উচ্চ শিক্ষা লাভ করলে, শিক্ষার্থীদের সহায়তা করে গৌরব ফাউন্ডেশন স্কলারশিপ।
  3. পরিবারের সম্বল হয়ে ওঠা – এই স্কলারশিপের অন্তর্ভুক্ত বেশিরভাগ ছাত্র ছাত্রীই দরিদ্র সীমার নিচে। অর্থের অভাবে তাঁরা উচ্চ শিক্ষা লাভ করা থেকে বঞ্চিত থাকে। কিন্তু এই স্কলারশিপ পেলে তাঁদের খরচ নিয়ে যেমন চিন্তা করতে হয় না, তেমনই সঠিক ভাবে শিক্ষা অর্জন করে তাঁরা তাঁদের পরিবারের সম্বল হয়ে ওঠে।

গৌরব ফাউন্ডেশন স্কলারশিপে আবেদনের যোগ্যতা (Eligibility to apply for Gaurav Foundation Scholarship) :

এবার এই প্রকল্পে আবেদন করার যোগ্যতা সম্পর্কে চলুন জেনে নেওয়া যাক।
এই প্রকল্পে যাঁরা আবেদন করতে পারবেন তাঁদের নিম্নলিখিত শর্তগুলি মনে রাখতে হবে।

  1. দেশ বা দেশের বাইরে উচ্চ শিক্ষা লাভের জন্য আগ্রহী, কিন্তু পারিবারিক উপার্জন বেশি নয়, এমন মেধাবী ছাত্র ছাত্রী শুধু পাবে এই স্কলারশিপ।
  2. আবেদনকারীকে অবশ্যই ভারতের বাসিন্দা হতে হবে। ভারতের স্থায়ী নাগরিক হলেই তিনি এই স্কলারশিপে আবেদন জানাতে পারবেন।
  3. ভারত ছাড়া অন্য দেশের পাসপোর্ট থাকলে আবেদন করা যাবে না।
  4. আবেদনকারীর দশম এবং দ্বাদশ শ্রেণীর পরীক্ষায় কমপক্ষে 60% নম্বর থাকতে হবে।
  5. আবেদনকারীর বয়স ১৭-৩৫ বছর হতে হবে।
  6. এই স্কলারশিপ পাওয়ার জন্য, স্নাতক বা স্নাতকোত্তর পর্বে ভর্তির সময়, বিশ্ববিদ্যালয়গুলির অনুমোদনের জন্য অপেক্ষা করতে হবে।

গৌরব ফাউন্ডেশন স্কলারশিপের আবেদনের জন্য প্রয়োজনীয় নথি (Documents required for application under Gaurav Foundation Scholarship) :

আবেদন জানানোর জন্য আবেদনকারীকে কোন কোন নথি জমা করতে হবে, চলুন জেনে নেওয়া যাক। এই প্রকল্পে আবেদনের জন্য প্রয়োজনীয় নথি হল,

  1. পারিবারিক উপার্জনের সার্টিফিকেট
  2. পূর্ববর্তী পরীক্ষার শংসাপত্র (৬০% বা তার অধিক প্রাপ্ত নম্বর সহ)
  3. কলেজ বা বিশ্বদ্যালয়ের ফিজ স্ট্রাকচার
  4. পরিচয় পত্র
  5. ভারতের নাগরিকত্বের প্রমাণ

গৌরব ফাউন্ডেশন স্কলারশিপের আবেদনের পদ্ধতি (Application Procedure for Gaurav Foundation Scholarship) :

এই স্কলারশিপে আবেদন জানানোর যে যে পদ্ধতি অবলম্বন করবেন, তা হল

  1. Gaurav Foundation Scholarship এর ওয়েবসাইটে গিয়ে ফর্ম ফিলাপ করতে হবে। অনলাইনে ফর্ম ফিলাপ করার পূর্বে আবেদনকারীকে ১৫০০ টাকা দিতে হবে।
  2. এর পর ফর্ম ডাউনলোড করতে হবে।
  3. অতি সতর্কতার সঙ্গে ফর্ম ফিলাপ করা প্রয়োজন
  4. জরুরী তথ্য ও প্রয়োজনীয় নথি প্রয়োগ করে মেল করে দিতে হবে।
  5. মেল করার ঠিকানা – Gaurav Foundation, G-107, Vidyasagar Oswal Garden, 210-212, Cochrane Basin Road, Korukkupet, Chennai – 600021. • গৌরব ফাউন্ডেশন স্কলারশিপের জন্য যে সকল শর্তাবলী প্রযোজ্য ( Terms and Conditions for Gaurav Foundation Scholarship)
    এই স্কলারশিপ পাওয়ার পর আবেদনকারীরা যেমন নানা সুযোগ সুবিধা পান, তেমন বেশ কিছু শর্তও তাঁদের মেনে চলতে হয়। যেমন
  6. ১৫০০ টাকা পেমেন্ট করার পর আবেদনকারী কোনও কারণবশত যদি স্কলারশিপটির সুবিধা না নিতে চায়, তাহলে সে টাকা তিনি আর পুনরায় ফেরত পাবেন না।
  7. ফর্ম ফিলাপ করতে দেরি হলে গৌরব ফাউন্ডেশন স্কলারশিপ কর্তৃপক্ষ দায়ী থাকবে না।
  8. বৃত্তির জন্য আবেদন করলে, সর্ব ক্ষেত্রে বৃত্তি পাওয়ার জন্য কোনও নিশ্চয়তা পাওয়া যায় না।

গৌরব ফাউন্ডেশন স্কলারশিপের কিছু গুরুত্বপূর্ণ লিঙ্ক:

গৌরব ফাউন্ডেশন স্কলারশিপের অফিসিয়াল ওয়েবসাইট লিঙ্ক

গৌরব ফাউন্ডেশন স্কলারশিপের আবেদন করার লিঙ্ক

FAQs

১) গৌরব ফাউন্ডেশন স্কলারশিপ কারা চালু করেছে?

গৌরব ফাউন্ডেশন সংস্থার পক্ষ থেকে দরিদ্র অথচ মেধাবী শিক্ষার্থীদের উচ্চ শিক্ষায় অনুদান প্রদান করার জন্য যে স্কলারশিপের প্রচলন হয়েছে তাই হল গৌরব ফাউন্ডেশন স্কলারশিপ

২) গৌরব ফাউন্ডেশন কোথায় অবস্থিত?

গৌরব ফাউন্ডেশন চেন্নাইতে অবস্থিত।

৩) স্কলারশিপে আবেদন সম্পর্কিত কোনও সমস্যা হলে, কোথায় যোগাযোগ করতে হবে?

স্কলারশিপে আবেদন সংক্রান্ত যে কোনও সমস্যার জন্য contact@gauravfoundation.org তে যোগাযোগ করা যেতে পারে।

Leave a Comment