ফ্লিপকার্ট ফাউন্ডেশন স্কলারশিপ: ফ্লিপকার্ট কোম্পানি মেধাবী ছাত্র-ছাত্রীদের দিচ্ছে ৫০ হাজার টাকা স্কলারশিপ, জেনে নিন আবেদন পদ্ধতি

ফ্লিপকার্ড ফাউন্ডেশন(Flipkart Foundation) আমাদের দেশের অর্থাৎ ভারতবর্ষের বিভিন্ন মেধাবী এবং আর্থিকভাবে দুর্বল ছাত্র-ছাত্রীদের উচ্চশিক্ষায় আর্থিক সহায়তার প্রদানের উদ্যোগে এই ফ্লিপকার্ট ফাউন্ডেশন স্কলারশিপ(Flipkart Foundation Scholarship) প্রোগ্রামটি চালু করে।

ফ্লিপকার্ট এই নামটা কমবেশি প্রায় সকলের কাছেই অত্যন্ত পরিচিত একটি নাম। আমরা এই ফ্লিপকার্ট ওয়েবসাইট সম্পর্কে সব থেকে বেশি যেটা বুঝি সেটা হল অনলাইন শপিং। অর্থাৎ আমরা প্রায়শই বিভিন্ন জামা কাপড়, grocery item, home decor, বিভিন্ন ইলেকট্রনিক্স জিনিস টিভি, মোবাইল ইত্যাদি সমস্ত কিছুই অনলাইনে এই ফ্লিপকার্ট ওয়েবসাইট অথবা অ্যাপের মাধ্যমে আমরা কেনাকাটি করে থাকি।

এই অন্যতম জনপ্রিয় অনলাইন শপিং ওয়েবসাইট ব্র্যান্ড ফ্লিপকার্ট ফাউন্ডেশন এবারে এক অভিনব উদ্যোগ অর্থাৎ শিক্ষার্থীদের স্কলারশিপ প্রদানের এক প্রকল্প নিয়ে এসেছে। তাই এই স্কলারশিপ সম্পর্কে আরো বিস্তারিত তথ্য আমরা জেনে নেবো আজকের এই নিবন্ধের মাধ্যমে।

ফ্লিপকার্ট ফাউন্ডেশন স্কলারশিপ আসলে কি ?
What is Flipkart Foundation Scholarship ?

ফ্লিপকার্ট কোম্পানির এক ফাউন্ডেশন অর্থাৎ ফ্লিপকার্ট ফাউন্ডেশনের এক বিশেষ উদ্যোগে এই স্কলারশিপ চালু করে। এই ফ্লিপকার্ট ফাউন্ডেশন স্কলারশিপের (Flipkart Foundation Scholarship) প্রধান উদ্দেশ্য হল দেশের অর্থনৈতিকভাবে দুর্বল এবং মেধাবী শিক্ষার্থীদের উচ্চ শিক্ষার জন্য আর্থিক সাহায্য করা।

বিশেষ করে এই স্কলারশিপটি তাদের জন্য প্রযোজ্য যেই সমস্ত শিক্ষার্থীদের অভিভাবকরা Kirana Stores অর্থাৎ বিভিন্ন ছোট ছোট মুদির দোকান চালায়। তাদের ছেলেমেয়েরা যারা science, technology, engineering এবং mathematics ইত্যাদি বিষয়ে স্নাতক স্তরে অর্থাৎ graduation পড়তে চায় তাদেরকে এই স্কলারশিপ দেওয়া হয়ে থাকে।

এই ফ্লিপকার্ট ফাউন্ডেশন স্কলারশিপের মাধ্যমে নির্বাচিত শিক্ষার্থীরা তাদের কলেজ ফি, বইপত্র, হোস্টেলের খরচ এবং অন্যান্য বিভিন্ন শিক্ষাগত খরচের সহায়তা হিসেবে এককালীন ৫০ হাজার টাকা পর্যন্ত অর্থ সাহায্য পায়।

ফ্লিপকার্ট ফাউন্ডেশন স্কলারশিপের মূল বৈশিষ্ট্য :
Key Features of Flipkart Foundation Scholarship:

  • ফ্লিপকার্ট ফাউন্ডেশন স্কলার্শিপটি মূলত কিরানা ব্যবসায়ী পরিবারের সন্তানদের জন্য অর্থাৎ আবেদনকারীর অন্তত একজন অভিভাবককে মুদির দোকান চালাতে হবে।
  • ফ্লিপকার্ট ফাউন্ডেশন স্কলারশিপটি STEM উচ্চশিক্ষার জন্য প্রদান করা হয় অর্থাৎ Science, Technology, Engineering and Mathematics ইত্যাদি বিষয়ে স্নাতক পর্যায়ে পড়াশোনা করার জন্য।
  • এই স্কলারশিপের মাধ্যমে নির্বাচিত শিক্ষার্থীদের টিউশন ফি, বইপত্র, হোস্টেল ফি এবং অন্যান্য বিভিন্ন শিক্ষাগত খরচ কভার করা হয়।
  • আবেদনকারী শিক্ষার্থীদের মধ্যে নির্বাচিত ছাত্র-ছাত্রীরা এই স্কলারশিপ এর মাধ্যমে এককালীন ৫০ হাজার টাকা পর্যন্ত অর্থ সাহায্য পেয়ে থাকে।
  • এই স্কলারশিপের আরও একটি অন্যতম গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো এই স্কলারশিপ নারীদের জন্য বিশেষ অগ্রাধিকার দিয়ে থাকে।অর্থাৎ মেয়েদের উচ্চশিক্ষাতে উৎসাহিত করতে নারী আবেদনকারীদের অতিরিক্ত সুবিধা দিয়ে থাকে।

এই স্কলারশিপে আবেদনকারীর প্রয়োজনীয় যোগ্যতা:
Required eligibility criteria for applicants to this scholarship:

  • শিক্ষাগত যোগ্যতা – প্রথমত দ্বাদশ শ্রেণীতে অর্থাৎ উচ্চ মাধ্যমিকে কমপক্ষে ৬০% নম্বর থাকতে হবে। এবং আবেদনকারীকে সরকার অনুমোদিত কলেজে সাইন্স, টেকনোলজি, ইঞ্জিনিয়ারিং অথবা ম্যাথমেটিক্স যেকোনো একটি বিষয়ে গ্রাজুয়েশনে ফার্স্ট ইয়ারে ভর্তি হতে হবে।
  • অর্থনৈতিক যোগ্যতা – আবেদনকারীর পরিবারের বার্ষিক আয় ৫ লক্ষ অথবা তার কম হতে হবে।
  • অভিভাবকের পেশা – আবেদনকারীর অন্তত একজন অভিভাবককে কিরানা স্টোরের মালিক হতে হবে অর্থাৎ নিজস্ব মুদির দোকান চালাতে হবে।
  • Inability – ফ্লিপকার্ট কোম্পানির এবং Buddy4Study এর কর্মচারীদের সন্তানরা এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবে না।

ফ্লিপকার্ট ফাউন্ডেশনস স্কলারশিপে আবেদন করার জন্য প্রয়োজনীয় ডকুমেন্টস কি কি ?
What are the documents required to apply for Flipkart Foundations Scholarship?

  1. আবেদনকারীর পরিচয় পত্র অর্থাৎ আধার কার্ড , প্যান কার্ড, অথবা ড্রাইভিং লাইসেন্স, পাসপোর্ট ইত্যাদি।
  2. আবেদনকারীর recent পাসপোর্ট সাইজ ছবি।
  3. আবেদনকারী দ্বাদশ শ্রেণীর অর্থাৎ উচ্চ মাধ্যমিকের মার্কশিট।
  4. আবেদনকারীর কলেজের গ্রাজুয়েশন এর ফার্স্ট ইয়ারে ভর্তির প্রমাণপত্র এবং fees structure অর্থাৎ টিউশন ফি, হোস্টেল ফি, বই পত্রের খরচ ইত্যাদির রসিদ।
  5. আবেদনকারীর অভিভাবকের কিরানা স্টোরের প্রমাণ অর্থাৎ মুদির দোকানের রেজিস্ট্রেশন ব্যবসার লাইসেন্স ইত্যাদি।
  6. আবেদনকারীর পরিবারের আয়ের প্রমাণপত্র অর্থাৎ ITR অথবা ইনকাম সার্টিফিকেট।
  7. আবেদনকারী শিক্ষার্থীর ব্যাংকের পাসবুক।

ফ্লিপকার্ট ফাউন্ডেশন স্কলারশিপের জন্য আবেদন প্রক্রিয়া :
Application Process for Flipkart Foundation Scholarship:

  1. ফ্লিপকার্ট ফাউন্ডেশন স্কলারশিপে আবেদন করার জন্য আবেদনকারীকে সর্বপ্রথম অফিসিয়াল অনলাইন ওয়েবসাইট – https://www.buddy4study.com/page/flipkart-foundation-scholarship-program যেতে হবে ।
  2. Apply now অপশনে ক্লিক করতে হবে।
  3. এরপর ইমেল আইডি অথবা মোবাইল নাম্বার দিয়ে Sign in করে গুগলের সাথে রেজিস্টার করতে হবে।
  4. এরপর যেই অ্যাপ্লিকেশন ফর্ম আসবে সেখানে যে সমস্ত ইনফর্মেশন চাওয়া হবে সেগুলো দিয়ে পূরণ করতে হবে।
  5. এরপর ডকুমেন্টস আপলোডের অপশনে গিয়ে প্রয়োজনীয় ডকুমেন্টসগুলো স্ক্যান করে আপলোড করতে হবে।
  6. এবারে সমস্ত ইনফরমেশন পূরণ করা এবং প্রয়োজনীয় ডকুমেন্টস আপলোড করা হয়ে গেলে আবেদনপত্র অর্থাৎ অ্যাপ্লিকেশন ফর্ম সাবমিট করে দিতে হবে। এরপর নির্বাচনে কনফার্মেশন মেসেজের জন্য অপেক্ষা করতে হবে।

ফ্লিপকার্ট ফাউন্ডেশন স্কলারশিপের নির্বাচন প্রক্রিয়া:

Selection Process for Flipkart Foundation Scholarship:

  1. আবেদনকারীর অনলাইন ওয়েবসাইটের মাধ্যমে আবেদনপত্র পূরণ করে এবং ডকুমেন্টস জমা দেওয়ার পরে কোম্পানি আবেদনকারী শিক্ষার্থীর শিক্ষাগত পারফরম্যান্স, আর্থিক অবস্থা এবং অভিভাবকের পেশার ভিত্তিতে আবেদন গুলি মূল্যায়ন করে।
  2. মূল্যায়ন প্রক্রিয়া অর্থাৎ selection process সম্পন্ন হলে নির্বাচিত ছাত্র-ছাত্রীদের ইমেইল বা ফোনের মাধ্যমে জানানো হয়ে থাকে তারা স্কলারশিপের জন্য নথিভুক্ত হয়েছে।

এক নজরে ফ্লিপকার্ট ফাউন্ডেশন স্কলারশিপ
An overview of Flipkart Foundation Scholarship

প্রকল্পের নাম – Flipkart Foundation Scholarship

প্রকল্প চালু করেছে – Flipkart Foundation

প্রকল্প চালু হওয়ার প্রথম সাল – ২০২৪

উদ্দেশ্য – মুদির দোকানের মালিকদের সন্তানদের স্নাতক স্তরে শিক্ষার জন্য আর্থিক সাহায্য

প্রকল্পের অধীনে কোন বিভাগের শিক্ষার্থী – science, technology, engineering and mathematics স্নাতক ডিগ্রী অর্জনকারী শিক্ষার্থীরা।

বৃত্তি অর্থাৎ স্কলারশিপের পরিমাণ – ৫০,০০০/- টাকা

আবেদন প্রক্রিয়া – অনলাইন

আবেদনের অনলাইন ওয়েবসাইট – https://www.buddy4study.com/page/flipkart-foundation-scholarship-program

এই বছরে আবেদনের শেষ তারিখ – 16th April, 2025

ফ্লিপকার্ট ফাউন্ডেশনের সম্পর্কের বিস্তারিত তথ্যের জন্য অফিসিয়াল ওয়েবসাইট – https://flipkartfoundation.org/

উপসংহার

ফ্লিপকার্ট ফাউন্ডেশন স্কলারশিপ(Flipkart Foundation Scholarship) শুধুমাত্র একটি আর্থিক সহায়তা নয় বরং শিক্ষার প্রতি উৎসাহ ও ভবিষ্যৎ গঠনের এক অন্যতম ব্রিজ বলা যেতে পারে। বিশেষ করে কিরানা ব্যবসায়ী পরিবারের সন্তানদের জন্য এই স্কলারশিপ শিক্ষার আলো ছড়িয়ে দেওয়ার এক মহান উদ্যোগ।

ফ্লিপকার্ট ফাউন্ডেশনের এই মহৎ প্রচেষ্টার ফলে ছাত্রছাত্রীরা তাদের মেধার মূল্যায়ন ও স্বনির্ভরতার পথ সহজেই বেছে নিতে পারে। এই স্কলারশিপ হলো এমন একটি সুযোগ যা আর্থিকভাবে দুর্বল ছাত্র-ছাত্রীদের স্বপ্ন পূরণে সহায়তা করে চলেছে।

আমাদের দেশের আগামী প্রজন্ম আরোও শিক্ষিত হতে চলেছে এই স্কলারশিপের মাধ্যমে। তাই আমাদের একান্ত কাম্য সঠিক সময়ে শিক্ষার্থীরা ফ্লিপকার্ট ফাউন্ডেশন স্কলারশিপে আবেদন করুক এবং তাদের শিক্ষার উজ্জল ভবিষ্যৎ গড়ে তুলুক ।

Leave a Comment