ফেয়ার এন্ড লাভলী স্কলারশিপ: ছাত্রীদের ৫০ হাজার টাকা করে বৃত্তি দিচ্ছে এই সংস্থা, দেখে নিন আবেদন পদ্ধতি

Fair & Lovely Scholarship: দেশের গরীব ও মেধাবী ছাত্রছাত্রীদের উদ্দেস্যে দারুন একটি স্কলারশিপ নিয়ে ভারতের একটি জনপ্রিয় কসমেটিক ব্র্যান্ড ফেয়ার এন্ড লাভলী । এবং এই স্কলারশিপটির নাম হল ফেয়ার এন্ড লাভলী স্কলারশিপ জেতি চালু করেন ফেয়ার এন্ড লাভলী ফাউন্ডেশন। এই জনপ্রিয় স্কলারশিপে রয়েছে দারুন সুবিধা।

তবে এই স্কলারশিপটির সুবিধা পাবেন কেবলমাত্র ছাত্রীরাই। এবং এই স্কলারশিপের উদ্দেশ্য হল মেধাবী এবং দুস্থ ছাত্রীদের উচ্চ শিক্ষায় শিক্ষিত করতে পথ করে দেওয়া। আর এই স্কলারশিপের মাধ্যমে ছাত্রীরা পড়াশোনার জন্য ৫০০০০ টাকা পর্যন্ত আর্থিক সহায়তা পাবেন। আসুন জেনে নিই এই স্কলারশিপ সম্পর্কে সবিস্তারে।

ফেয়ার এন্ড লাভলী স্কলারশিপ(Fair & Lovely Scholarship) কী:

এই ফেয়ার এন্ড লাভলী স্কলারশিপ হল এমন একটি স্কলারশিপ যা আর্থিকভাবে সহায়তা করছে অল্প বয়সী মহিলাদের । তাদের পড়াশোনা এগিয়ে নিয়ে যাওয়ার জন্য ও আগামী দিনে স্বনির্ভর করে তোলার জন্য।

ফেয়ার এন্ড লাভলী স্কলারশিপের(Fair & Lovely Scholarship) সুবিধা ও বৈশিষ্ট্য:

  • এই স্কলারশিপ টি গ্লো এন্ড লাভলী ফাউন্ডেশনের পরিচালনায় শুরু হয়েছে।
  • মেয়েদের উচ্চশিক্ষায় শিক্ষিত করতেই মূলত এই স্কলারশিপের প্রচলন।
  • মেয়েদের স্বনির্ভর করতেই এই প্রকল্প চালু করা হয়েছে।
  • ফেয়ার এন্ড লাভলী স্কলারশিপে ৫০ হাজার টাকা পর্যন্ত বৃত্তি দেওয়ার ব্যবস্থা রয়েছে
  • এই স্কলারশিপের মাধ্যমে মেয়েরা কেবল স্নাতক স্নাতকোত্তর নয় বরং প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতিও নিতে পারবে।
  • এই বৃত্তি শুধুমাত্র আর্থিক সাহায্য প্রদান করে না অনলাইন কোর্স ক্যারিয়ারের গাইডেন্স চাকরির অফারসহ আরো অনেক কিছু পরিষেবা প্রদান করে থাকে।

ফেয়ার এন্ড লাভলী স্কলারশিপে(Fair & Lovely Scholarship) বৃত্তির পরিমাণ

এই স্কলারশীপে নির্বাচিত প্রার্থীদের স্নাতক স্নাতক উত্তর ও বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য ২৫ হাজার থেকে পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত বৃত্তি দেওয়া হয়।

ফেয়ার এন্ড লাভলী স্কলারশিপে(Fair & Lovely Scholarship) আবেদনের প্রয়োজনীয় নথি :

  1. দশম শ্রেণীর মার্কশীট জমা করতে হবে
  2. দ্বাদশ ক্লাসের মার্কশিট ও প্রয়োজন।
  3. আধার কার্ড
  4. আয়ের শংসাপত্র
  5. আবেদনপত্র
  6. জন্ম তারিখের শংসাপত্র
  7. পাসপোর্ট সাইজের ফটো
  8. মোবাইল নম্বর
  9. ব্যাংক একাউন্টের পাসবুকে জেরক্স কপি
  10. কলেজ ফি-র রশিদ

ফেয়ার এন্ড লাভলী স্কলারশিপের(Fair & Lovely Scholarship) যোগ্যতার মানদণ্ড:

1.স্কলারশিপে আবেদন করবার জন্য আবেদনকারীকে একজন ছাত্রী হতে হবে।
2.বয়স সীমা হতে হবে ১৫ থেকে ৩০ বছরের মধ্যে।
3.ছাত্রীটিকে অবশ্যই স্বীকৃত কোন বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক কিংবা স্নাতকোত্তর কোর্স করতে হবে।
4.আবেদনকারীরকে স্বীকৃত কোন বোর্ড থেকে দ্বাদশ শ্রেণী পাস করতে হবে এবং দ্বাদশ শ্রেণীতে কমপক্ষে ৬০ শতাংশ নম্বর থাকতে হবে।
5.আবেদনকারীর পারিবারিক বার্ষিক আয় হতে হবে ৬ লাখের মধ্যে।

ফেয়ার এন্ড লাভলী স্কলারশিপের(Fair & Lovely Scholarship) জন্য নির্বাচনী প্রক্রিয়া:

ছাত্রীদের শিক্ষাগত যোগ্যতা ও আর্থিক চাহিদার উপর ভিত্তি করেই এই স্কলারশিপ এর প্রার্থী বাছাই করা হবে। আসুন জেনে নিই প্রার্থী নির্বাচন প্রক্রিয়াটি কি

1.কোন ছাত্রীর কোন শারীরিক প্রতিদ্বন্দ্বিতা থাকলে তাকে অগ্রাধিকার দেয়া হবে।
2.মেয়েদের যোগ্যতা ও আর্থিক চাহিদার উপর ভিত্তি করেই নির্বাচন করা হবে।
3.১০ থেকে ১৫ মিনিটের ইন্টারভিউ নেয়া হবে

4.টেলিফোনিক সাক্ষাৎকারে তালিকাভুক্ত প্রার্থীদের উপস্থিত থাকতে হবে।
5.প্রার্থীরা নিজে নিজেও পছন্দ মত ভাষা বেছে নেবার সুযোগ পাবেন।
6.সাক্ষাৎকারের পর অফিশিয়াল ওয়েবসাইটে প্রার্থীদের চূড়ান্ত তালিকা ঘোষণা করা হবে।

ফেয়ার এন্ড লাভলী স্কলারশিপে(Fair & Lovely Scholarship) আবেদন প্রক্রিয়া :

ফেয়ার এন্ড লাভলী স্কলারশিপের অধীনে আবেদন করতে আগ্রহী যে সমস্ত শিক্ষার্থীরা প্রথমেই বলে রাখা ভালো অফলাইন এবং অনলাইন দুটি ভাবেই আবেদন করতে পারবেন ছাত্রীরা

অনলাইনের মাধ্যমে আবেদন :

1.প্রথমেই ফেয়ার এন্ড লাভলী অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করতে হবে
2.ওয়েব সাইটে ভিজিট করলে হোম পেজে এই স্কলারশিপ সম্পর্কে সমস্ত তথ্য সামনে আসবে
এরপর এপ্লাই নাও এই অপশনটিতে ক্লিক করতে হবে

3.ক্লিক করার পর রেজিস্ট্রেশন ফর্ম দেখা যাবে যেখানে নিজের গুরুত্বপূর্ণ বিবরণ গুলি লিখতে হবে যেমন ঠিকানা নাম ইমেল আইডি ফোন নম্বর শিক্ষাগত যোগ্যতা ব্যাংক অ্যাকাউন্টের বিবরণ যোগাযোগের বিবরণ ইত্যাদি

4.সম্পূর্ণ তথ্যগুলি দিয়ে ফর্মটি পূরণ করতে হবে। এরপর একে একে সমস্ত নথি গুলি সংযুক্ত করে সাবমিট অপশনে ক্লিক করতে হবে। তাহলেই ফেয়ার এন্ড লাভলী স্কলারশিপের জন্য অনলাইন আবেদন প্রক্রিয়াটি সম্পন্ন হবে।

অফলাইন প্রক্রিয়া

1.ফেয়ার এন্ড লাভলী স্কলারশিপ এ অফলাইন আবেদন করতে গেলে প্রথমেই অফিশিয়াল ওয়েবসাইটে যেতে হবে । 2.হোম পেজে স্কলারশিপ বিভাগের বিভিন্ন বিবরণ সামনে আসবে।
3.ডাউনলোড অ্যাপ্লিকেশন ফর্ম এই অপশনটিতে ক্লিক করলে পিডিএফ ফাইলটি দেখা যাবে।
4.এরপর ডাউনলোড অফ অপশনে ক্লিক করে ফর্ম ফ্রী ডাউনলোড করে নিতে হবে।
5.পরবর্তী ধাপে এই ফর্মটি অত্যন্ত সাবধানে পূরণ করতে হবে।
6.সমস্ত গুরুত্বপূর্ণ নথি গুলি একে একে সাথে সংযুক্ত করতে হবে এবং পাঠিয়ে দিতে হবে নিম্নলিখিত ঠিকানায়।
গ্লো অ্যান্ড লাভলি ফাউন্ডেশন, হিন্দুস্তান ইউনিলিভার হাউস, বিডি, সাওয়ান্ত মার্গ, চাকালা, মুম্বাই, মহারাষ্ট্র, ভারত- ৪০০০৯৯

ফেয়ার অ্যান্ড লাভলী স্কলারশিপের কোর্স গুলি কী কী

1.বিএ বিকম বিএসসি বিইএলএল বি বি এ বিটেক ফার্মা এমবিবিএস ইত্যাদি স্নাতক স্তরের কোর্স।
স্নাতকোত্তর কোর্স গুলি হল এম এ এম এস সি এম কম এমবিএএম ফার্মা এম টেক এমসিএ ইত্যাদি।

2.এছাড়াও থাকছে সিএসইএস ক্যাট এমবিএ সিভিল সার্ভিস আইআইটি জে ই ই ঞ্জিনিয়ারিং এ আই আই এম এস এম বি বি এস ইত্যাদি।

ফেয়ার অ্যান্ড লাভলী স্কলারশিপ স্কিমের কিছু গুরুত্বপূর্ণ লিঙ্ক:

ফেয়ার অ্যান্ড লাভলী স্কলারশিপ স্কিমের অফিসিয়াল ওয়েবসাইট লিঙ্ক

ফেয়ার অ্যান্ড লাভলী স্কলারশিপের আবেদন পত্রের লিঙ্ক

উপসংহার :

Hindustan Unilever Limited কর্তৃক পরিচালিত গ্লো এন্ড লাভলী কেরিয়ার ফাউন্ডেশন এর মাধ্যমে ফেয়ার এন্ড লাভলি(Fair & lovely scholarship) স্কলারশিপ প্রদান করা হয়। এই স্কলারশিপের মূল্য লক্ষ্য মেধাবী ও আর্থিকভাবে পিছিয়ে পড়া মেয়েদের উচ্চশিক্ষা চালিয়ে যেতে সহায়তা করা। আমাদের দেশের বিভিন্ন অর্থনৈতিকভাবে দুর্বল মেয়েরা গ্রাজুয়েশন কোর্সে ভর্তি হলে অথবা কোন প্রফেশনাল কোর্স করলে এই স্কলারশিপের জন্য প্রযোজ্য হয়।

এই স্কলারশিপের মূল উদ্দেশ্য হলো নারী শিক্ষায় উৎসাহ দিয়ে উচ্চশিক্ষায় মেয়েদের অংশগ্রহণ বৃদ্ধি করে মেয়েদের স্বাবলম্বী করে তোলা এবং ভবিষ্যতের জন্য আত্মবিশ্বাসী ও কর্মক্ষম নারী শক্তি গঠন করা। তাই এই স্কলারশিপ হলো এক অসাধারণ উদ্যোগ যা হাজার হাজার মেয়েকে তাদের স্বপ্নপূরণের পথে এগিয়ে নিয়ে চলেছে। নারী শিক্ষা মানেই সমাজের অগ্রগতি তাই এই ধারণাকেই কেন্দ্র করে Fair & lovely Scholarship এর এই সুন্দর পদক্ষেপ।

ফেয়ার অ্যান্ড লাভলী স্কলারশিপ সম্পর্কিত কিছু গুরুত্বপুর্ন প্রশ্ন:-

১) ফেয়ার অ্যান্ড লাভলী স্কলারশিপ এর জন্য কিভাবে আবেদন করা যাবে?

https://www.glowandlovelycareers.in/en/ এই ওয়েবসাইটে ভিজিট করে আবেদন করতে হবে।

২) ফেয়ার এন্ড লাভলী স্কলার্শিপ কী?

স্কলার্শিপ টি হল যে কোন অল্প বয়সী মহিলারা যাতে তাদের পড়াশুনা চালিয়ে ভবিষ্যৎ জীবনে স্বনির্ভর হতে পারেন তার জন্য আর্থিক সহায়তা প্রদান করা।

৩) ফেয়ার এন্ড লাভলী স্কলারশিপের সুবিধা গুলি কী কী?

স্কলারশিপে মাধ্যমে স্নাতক ও স্নাতক উত্তর করছে আবেদনকারী ছাত্ররা পাবেন ২৫০০০ থেকে ৩০০০০ টাকা গ্রামীণ এলাকায় আবেদনকারী ছাত্রীরা পাবেন ৩০০০ টাকা।

Leave a Comment