এই সময় আত্মদীপ ইয়াং স্কলারশিপ: পঞ্চম শ্রেণী থেকে দশম শ্রেণীর শিক্ষার্থীরা পাবেন এই স্কলারশিপের সুযোগ, দেখে নিন কিভাবে আবেদন করবেন

Ei Samay Atmadeep Young Scholarship : বহু মেধাবী ছাত্রছাত্রী পড়াশোনা করতে চায়। কিন্তু টাকাপয়সার অভাবে অনেকেরই উচ্চশিক্ষা লাভের স্বপ্ন অপূর্ণ থেকে যায়। এখন থেকে আর এমনটা হবে না। টাইমস অফ ইন্ডিয়া নিয়ে এসেছে দারুন সুযোগ। এই স্কলারশিপটিতে আবেদন করলে ছাত্রছাত্রীদের আর পড়াশোনার খরচ নিয়ে চিন্তাভাবনা করতে হবে না।

এই সময়, টাইমস অফ ইন্ডিয়া গ্রুপের একটি শীর্ষস্থানীয় বাংলা সংবাদপত্র। এটি সাধারণ মানুষের কাছে খবর পৌঁছানোর পাশাপাশি পঞ্চম শ্রেণী থেকে দশম শ্রেণীর শিক্ষার্থীদের স্কলারশিপ দিয়ে থাকে। এই স্কলারশিপটি ‘এই সময় আত্মদীপ ইয়াং স্কলার্শ’ (Ei samay Atmadeep Young Scholars)-এর মাধ্যমে বিতরণ করা হয়ে থাকে।‌

এই সময়ের টিম পরীক্ষার মাধ্যমে শীর্ষ ২০০ শিক্ষার্থীকে নির্বাচন করে। আর তাদেরই এই সময় আত্মদীপ ইয়াং স্কলারশিপ (Ei Samay Atmadeep Young Scholarship) দেওয়া হয়ে থাকে।

Ei Samay Atmadeep Young Scholarship : বহু মেধাবী ছাত্রছাত্রী পড়াশোনা করতে চায়। কিন্তু টাকাপয়সার অভাবে অনেকেরই উচ্চশিক্ষা লাভের স্বপ্ন অপূর্ণ থেকে যায়। এখন থেকে আর এমনটা হবে না। টাইমস অফ ইন্ডিয়া নিয়ে এসেছে দারুন সুযোগ। এই স্কলারশিপটিতে আবেদন করলে ছাত্রছাত্রীদের আর পড়াশোনার খরচ নিয়ে চিন্তাভাবনা করতে হবে না।

এই সময়, টাইমস অফ ইন্ডিয়া গ্রুপের একটি শীর্ষস্থানীয় বাংলা সংবাদপত্র। এটি সাধারণ মানুষের কাছে খবর পৌঁছানোর পাশাপাশি পঞ্চম শ্রেণী থেকে দশম শ্রেণীর শিক্ষার্থীদের স্কলারশিপ দিয়ে থাকে। এই স্কলারশিপটি ‘এই সময় আত্মদীপ ইয়াং স্কলার্শ’ (Ei samay Atmadeep Young Scholars)-এর মাধ্যমে বিতরণ করা হয়ে থাকে।‌

এই সময় আত্মদীপ ইয়াং স্কলারশিপ (Ei Samay Atmadeep Young Scholarship) কী?

এই সময় ও টাইমস অফ ইন্ডিয়া গ্রুপ আত্মদীপ স্কলারশিপ পঞ্চম শ্রেণী থেকে দশম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য এনেছে। তবে এই স্কলারশিপ পেতে গেলে আবেদনকারীদের‌ পরীক্ষা দিতে হবে।‌ পরীক্ষায় পাস করলে তবেই মিলবে স্কলারশিপের টাকা।

এই পরীক্ষার মূল লক্ষ্য শিক্ষার্থীদের নতুন সুযোগ এবং সম্ভাবনা আবিষ্কার করতে উৎসাহিত করা। যা তাদের ভবিষ্যতের জন্য দুর্দান্ত সুযোগ বলে প্রমাণিত হবে। পাঠ্য বইয়ের বাইরে তারা নতুন কিছু শিখতে পারবে আর তাদের মধ্যে নতুন কিছু পাওয়ার চাহিদা তৈরি হবে। আত্মদীপ ইয়ং স্কলারশিপ দুটি ভাগে বিভক্ত – আত্মদীপ জুনিয়র স্কলারশিপ এবং আত্মদীপ ইয়াং স্কলারশিপ।

আত্মদীপ জুনিয়র স্কলারশিপ পরীক্ষা

এই সময় আত্মদীপ ইয়াং স্কলারশিপ (Ei Samay Atmadeep Young Scholarship) যারা বর্তমানে পঞ্চম এবং ষষ্ঠ শ্রেণীতে পড়ছে তাদের জন্য ডিজাইন করা হয়েছে। শিক্ষার্থীদের নতুন আবিষ্কার, বই পড়া এবং নতুন জিনিস শেখার জন্য উৎসাহিত করতে এই স্কলারশিপ পরীক্ষার আয়োজন করা হয়েছে।

টাইমস অফ ইন্ডিয়া গ্রুপ ও এই সময় মিলিত ভাবে এই সময় আত্মদীপ ইয়াং স্কলারশিপ (Ei Samay Atmadeep Young Scholarship) প্রোগ্রামের অধীনে শীর্ষ ৫০ জন শিক্ষার্থীকে স্কলারশিপ এবং শিক্ষাগত সহায়তা প্রদান করবে।

শিক্ষার্থীদের মাত্র ৪৫ মিনিটে ৩৬টি সহজ প্রশ্নের উত্তর দিতে হবে। এর একটি বিশেষ সুবিধা হলো এতে কোনও নেগেটিভ মার্কিং নেই।

আত্মদীপ ইয়ং স্কলারশিপ পরীক্ষা

বর্তমানে সপ্তম থেকে দশম শ্রেণীতে পাঠরত শিক্ষার্থীরা এই বিভাগের বৃত্তি পরীক্ষার জন্য আবেদন করতে পারবে। এই সময় আত্মদীপ ইয়াং স্কলারশিপ (Ei Samay Atmadeep Young Scholarship)-এর জন্য শীর্ষ ১০০ জন শিক্ষার্থীকে নির্বাচন করা হবে।

প্রার্থীদের কলকাতা, দুর্গাপুর, বর্ধমান এবং আসানসোলের বিভিন্ন পরীক্ষা কেন্দ্রে এই পরীক্ষা পড়তে পারে। এই সময়ের স্কলারশিপ টিম দ্বারা পরিচালিত একটি সহজ পরীক্ষার মাধ্যমে নির্বাচন করা হবে শীর্ষ ১০০ পরীক্ষার্থীদের।

এই সময় আত্মদীপ ইয়াং স্কলারশিপ (Ei Samay Atmadeep Young Scholarship)-এ আবেদন করার পদ্ধতি

এই সময় আত্মদীপ ইয়াং স্কলারশিপ (Ei Samay Atmadeep Young Scholarship)-এর জন্য অনলাইনে আবেদন করা যাবে। তার জন্য www.esyoungscholars.com -এ ভিজিট করে অনলাইনে আবেদন করতে হবে।

প্রথমে রেজিস্ট্রেশন পোর্টালে যেতে হবে। তারপর প্রার্থীর বিস্তারিত তথ্য নিবন্ধ করে আবেদনপত্র পূরণ করতে হবে। সমস্ত তথ্য সঠিকভাবে পূরণ করার পর চূড়ান্ত জমা দেওয়ার জন্য সাবমিট অপশনে ক্লিক করতে হবে। এই সময়ের টিম এই স্কলারশিপ প্রোগ্রামের জন্য কোনও রকম আবেদন ফি নেয় না। তাই শুধুমাত্র আবেদনপত্র জমা করলেই হবে।

সফলভাবে আবেদনপত্রটি জমা করার পর আবেদনকারীর রেজিস্ট্রিকৃত ইমেল এবং ফোন নম্বরে একটি কনফার্মেশন মেসেজ চলে যাবে।

এই সময় আত্মদীপ ইয়াং স্কলারশিপ (Ei Samay Atmadeep Young Scholarship)-এ আবেদন করার জন্য প্রয়োজনীয় নথিপত্র

  1. আইডি কার্ড
  2. স্কুল সার্টিফিকেট

এই সময় আত্মদীপ ইয়াং স্কলারশিপ (Ei Samay Atmadeep Young Scholarship) পরীক্ষার পদ্ধতি

এই সময় আত্মদীপ ইয়াং স্কলারশিপ (Ei Samay Atmadeep Young Scholarship)-এর মূল লক্ষ্য হল শিক্ষার্থীদের স্কুলের পাঠ্য বইয়ের বাইরে আরও জ্ঞান অর্জন করা। এছাড়া তারা নতুন দিকনির্দেশনা ও নতুন অভিজ্ঞতা সঞ্চয় করতে পারবে এই বৃত্তি পরীক্ষার মাধ্যমে। আগামী ভবিষ্যতে তাদের অনুপ্রেরণা দেবে আর তাদের সাফল্য এবং স্থিতিশীলতায় ভরা জীবনের দিকে এগিয়ে নিয়ে যাবে এই স্কলারশিপ।

এই পরীক্ষার রেজাল্ট নির্ভর করবে কয়েকটি সাধারণ বিষয়ের উপর।‌ সেগুলি হল- যুক্তি, অঙ্ক, সৃজনশীল চিন্তাভাবনা, সৃজনশীলতা এবং ভাষা। এই পরীক্ষায় কোনও নেগেটিভ মার্কিং থাকে না। প্রশ্নপত্রে নিম্নলিখিত বিষয়গুলি থেকে প্রশ্ন থাকবে –

১. শব্দভাণ্ডার এবং ব্যাকরণগত যোগ্যতা (Vocabulary and Grammatical Aptitude Test)
২. গাণিতিক এবং যৌক্তিক যুক্তি (Mathematical and Logical Reasoning)
৩. সৃজনশীল যোগ্যতা পরীক্ষা ও
সাধারণ সচেতনতা যোগ্যতা পরীক্ষা (Creative Aptitude Test and General Awareness Aptitude Test)

এই সময় আত্মদীপ ইয়াং স্কলারশিপের প্রয়োজনে যোগাযোগের ঠিকানা

এই স্কলারশিপের ব্যাপারে শিক্ষার্থীদের যদি কোনও প্রশ্ন থাকে, তাহলে সহজেই এই সময় আত্মদীপ ইয়াং স্কলারশিপ (Ei Samay Atmadeep Young Scholarship) টিমের সাথে নীচে দেওয়া ঠিকানায় যোগাযোগ করতে পারবে-

টাইমস অফ ইন্ডিয়া গ্রুপ, ডাইমন্ড প্রেস্টিজ নবম তলা,
41A, AJC বোস রোড,
কলকাতা – 700017।

এছাড়া নিজের সমস্যা লিখে atmadeep2019@gmail.com -এ ইমেলও পাঠাতে পারবে।

উপসংহার

এই সময় আত্মদীপ ইয়াং স্কলারশিপের মূল লক্ষ্য হল শিক্ষার্থীদের স্কুলের পাঠ্য বইয়ের বাইরে আরও জ্ঞান অর্জন করতে উৎসাহ প্রদান করা। এখন শিক্ষার্থীরা নতুন নতুন বই পড়ার আগ্রহ হারিয়ে ফেলেছে। তাদের পড়াশোনার এতটাই চাপ যে অন্য কিছু ভাবার সময়ই নেই। কিন্তু এই সময়ের স্কলারশিপের পরীক্ষা এমনভাবে ডিজাইন করা হয়েছে যাতে ছাত্রছাত্রীরা নতুন কিছু জানতে ও শিখতে পারে। এছাড়া নতুন আবিষ্কারের প্রতিও যাতে তাদের আগ্রহ জন্মায় সেই দিকেও খেয়াল রাখা হয়েছে।

এই পরীক্ষার রেজাল্ট নির্ভর করবে কয়েকটি সাধারণ বিষয়ের উপর।‌ সেগুলি হল- যুক্তি, অঙ্ক, সৃজনশীল চিন্তাভাবনা, সৃজনশীলতা এবং ভাষা। এই পরীক্ষায় কোনও নেগেটিভ মার্কিং থাকে না। তবে ছাত্রছাত্রীদের ভাষা ও শব্দ সম্পর্কে যত ব্যাকরণগত জ্ঞান থাকবে এই পরীক্ষায় পাস করা তাদের জন্য ততটাই সহজ হবে।‌ শীর্ষ ১০০ জন‌ পরীক্ষার্থীকে বেছে নেওয়া হবে এই সময় আত্মদীপ ইয়াং স্কলারশিপের জন্য। শিক্ষার্থীদের মাত্র ৪৫ মিনিটে ৩৬টি সহজ প্রশ্নের উত্তর দিতে হবে। যারা আগামী ভবিষ্যতে নতুন কিছু শিখতে চাও আর পড়াশোনার সুবিধার জন্য স্কলারশিপ পেতে চাও তারা কিন্তু এই সময় আত্মদীপ ইয়াং স্কলারশিপে আবেদন করতে পারো।

Leave a Comment