Colgate Scholarship : কোলগেট-পামোলিভ ইন্ডিয়া লিমিটেড (Colgate-Palmolive India Limited)-এর একটি উদ্যোগ হলো কোলগেট কিপ ইন্ডিয়া স্মাইলিং স্কলারশিপ ২০২৪-২৫ (Colgate Keep India Smilling Scholarship 2024-25)। যার লক্ষ্য যোগ্য এবং মেধাবী ছাত্রছাত্রীদের আর্থিক সহায়তা প্রদান করা। যাতে তাদের স্বপ্ন পূরণের পথে আর্থিক অনটন বাঁধা না হয়ে দাঁড়ায়।
কোলগেট বহু বছর ধরে ভারতে সফলভাবে ব্যবসা করছে। কিন্তু এই টুথপেস্ট কোম্পানি যে স্কলারশিপ প্রদান করে থাকে তা অনেকেই জানেন না। এই স্কলারশিপ প্রোগ্রামটি স্বীকৃত প্রতিষ্ঠানগুলিতে ব্যাচেলর অফ ডেন্টাল সার্জারি (Bachelor of Dental Surgery) অর্থাৎ বিডিএস (যে কোনও বছর) আর মাস্টার অফ ডেন্টাল সার্জারি (Master of Dental Surgery) অর্থাৎ এমডিএস কোর্সে ভর্তি হতে ইচ্ছুক শিক্ষার্থীদের এককালীন ৭৫,০০০ টাকা সহায়তা প্রদান করে থাকে। যা তাদের একাডেমিক লক্ষ্য অর্জনে সহায়তা করে।
কোলগেট কিপ ইন্ডিয়া স্মাইলিং স্কলারশিপ ২০২৪-২৫ (Colgate Keep India Smilling Scholarship 2024-25) কী? কীভাবে এই স্কলারশিপে আবেদন করা যাবে? এই স্কলারশিপে কারা আবেদন করতে পারবে? এই ধরনের প্রশ্ন নিশ্চয়ই আপনাদের মনে আসছে।
আমাদের আজকের এই প্রতিবেদনে আমরা এই ধরনের প্রশ্নের উত্তর দেবো। প্রতিদিন বিভিন্ন স্কলারশিপ সম্বন্ধে জানতে আমাদের ওয়েবসাইট ফলো করুন। কোলগেট কিপ ইন্ডিয়া স্মাইলিং স্কলারশিপ ২০২৪-২৫ (Colgate Keep India Smilling Scholarship 2024-25) সম্পর্কে বিস্তারিত জেনে নিন।
কোলগেট কিপ ইন্ডিয়া স্মাইলিং স্কলারশিপ ২০২৪-২৫ (Colgate Keep India Smilling Scholarship 2024-25) কী?
কোলগেট-পামোলিভ ইন্ডিয়া লিমিটেড (Colgate-Palmolive India Limited) সম্পর্কে প্রথমে আপনারা একটু জেনে নিন। ১৯৩৭ সালে কলগেট ডেন্টাল ক্রিম বিতরণকারী হ্যান্ড-ট্রেনের মাধ্যমে প্রতিষ্ঠিত হয়। কোলগেট-পামোলিভ (ইন্ডিয়া) গত আট দশক ধরে দেশের সবচেয়ে বিস্তৃত ডিস্ট্রিবিউশন নেটওয়ার্কগুলির মধ্যে থেকে অন্যতম।
আজ এই কোম্পানি ভারতের ওরাল কেয়ার সেক্টরে রাজত্ব করছে। এই কোম্পানি ডেন্টাল সার্জারি নিয়ে পড়তে ইচ্ছুক পড়ুয়াদের জন্য কোলগেট কিপ ইন্ডিয়া স্মাইলিং স্কলারশিপ ২০২৪-২৫ (Colgate Keep India Smilling Scholarship 2024-25) নিয়ে এসেছে। আপনারা যাঁরা এই বিষয় নিয়ে পড়ছেন বা পড়তে আগ্রহী আবেদন করতে পারেন এই স্কলারশিপের জন্য।
এই স্কলারশিপ প্রোগ্রামটি স্বীকৃত প্রতিষ্ঠানগুলিতে ব্যাচেলর অফ ডেন্টাল সার্জারি (Bachelor of Dental Surgery) অর্থাৎ বিডিএস (যে কোনও বছর) আর মাস্টার অফ ডেন্টাল সার্জারি (Master of Dental Surgery) অর্থাৎ এমডিএস কোর্সে ভর্তি হতে ইচ্ছুক শিক্ষার্থীদের এককালীন ৭৫,০০০ টাকা সহায়তা প্রদান করে থাকে।
মহারাষ্ট্র, গোয়া, গুজরাট, হিমাচল প্রদেশ এবং অন্ধ্র প্রদেশের আবেদনকারীদের এই স্কলারশিপে অগ্রাধিকার দেওয়া হয়ে থাকে। তবে ভারতের যেকোনো প্রান্ত থেকে এই স্কলারশিপে আবেদন করা যাবে।
কোলগেট কিপ ইন্ডিয়া স্মাইলিং স্কলারশিপ ২০২৪-২৫ (Colgate Keep India Smilling Scholarship 2024-25)-এ আবেদনের জন্য যোগ্যতা :-
এই স্কলারশিপটি ব্যাচেলর অফ ডেন্টাল সার্জারি (Bachelor of Dental Surgery) অর্থাৎ বিডিএস আর মাস্টার অফ ডেন্টাল সার্জারি (Master of Dental Surgery) অর্থাৎ এমডিএস কোর্সে ভর্তি হওয়া ছাত্রছাত্রীদের জন্য। তাই আমরা দুটি ভাগে এই কোর্সে আবেদনের যোগ্যতা নিয়ে আলোচনা করবো। নীচে কোলগেট কিপ ইন্ডিয়া স্মাইলিং স্কলারশিপ ২০২৪-২৫ (Colgate Keep India Smilling Scholarship 2024-25)-এ আবেদনের যোগ্যতা উল্লেখ করা হয়েছে –
ব্যাচেলর অফ ডেন্টাল সার্জারি (Bachelor of Dental Surgery) অর্থাৎ বিডিএস কোর্সে ভর্তি হওয়া ছাত্রছাত্রীদের কোলগেট কিপ ইন্ডিয়া স্মাইলিং স্কলারশিপ ২০২৪-২৫ (Colgate Keep India Smilling Scholarship 2024-25)-এ আবেদনের যোগ্যতা :
- বিডিএস অর্থাৎ ব্যাচেলর অফ ডেন্টাল সার্জারি কোর্সের যেকোনো বর্ষে ভর্তি হতে ইচ্ছুক শিক্ষার্থীরা এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন।
- আবেদনকারীদের অবশ্যই ন্যূনতম ৬৫ শতাংশ মার্কস সহ দ্বাদশ শ্রেণীর বোর্ড পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
- শুধুমাত্র ভারতীয় নাগরিকরা এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন।
- বিডিএস কোর্সের যেকোনো বর্ষের শিক্ষার্থীরা এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন।
- আবেদনকারীদের পরিবারের বার্ষিক আয় ৮ লক্ষ টাকার নীচে হতে হবে।
- আবেদনের জন্য দ্বিতীয়, তৃতীয় এবং চতুর্থ বর্ষের বিডিএস শিক্ষার্থীদের শেষ সেমিস্টারে কমপক্ষে ৬০ শতাংশ মার্কস পেতে হবে।
- শিক্ষার্থীদের অবশ্যই একটি স্বীকৃত সরকারি বা বেসরকারি কলেজ বা ইনস্টিটিউটে ভর্তি হতে হবে।
- Buddy4Study এবং Colgate India-র কর্মীদের সন্তানরা এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন না।
- মহারাষ্ট্র, গোয়া, গুজরাট, হিমাচল প্রদেশ এবং অন্ধ্র প্রদেশের আবেদনকারীদের অগ্রাধিকার দেওয়া হবে।
মাস্টার অফ ডেন্টাল সার্জারি (Master of Dental Surgery) অর্থাৎ এমডিএস কোর্সে ভর্তি হওয়া ছাত্রছাত্রীদের কোলগেট কিপ ইন্ডিয়া স্মাইলিং স্কলারশিপ ২০২৪-২৫ (Colgate Keep India Smilling Scholarship 2024-25)-এ আবেদনের যোগ্যতা :
- বর্তমানে এমডিএস অর্থাৎ মাস্টার অফ ডেন্টাল সার্জারি) কোর্সে ভর্তি হতে ইচ্ছুক শিক্ষার্থীরা এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন।
- আবেদনকারীদের অবশ্যই ন্যূনতম ৬৫ শতাংশ মার্কস সহ দ্বাদশ শ্রেণীর বোর্ড পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
- আবেদনকারীদের বিডিএস-এ মোট মার্কস ৬০ শতাংশ-এর উপরে থাকতে হবে।
- শিক্ষার্থীদের অবশ্যই একটি স্বীকৃত সরকারি বা বেসরকারি কলেজ বা ইনস্টিটিউটে ভর্তি হতে হবে।
- আবেদনকারীদের পরিবারের বার্ষিক আয় ৮ লক্ষ টাকার নীচে হতে হবে।
- শুধুমাত্র ভারতীয় নাগরিকরা এই স্কলারশিপে আবেদন করতে পারবেন।
- Buddy4Study এবং Colgate India-র কর্মীদের সন্তানরা এই স্কলারশিপে আবেদন করতে পারবেন না।
- মহারাষ্ট্র, গোয়া, গুজরাট, হিমাচল প্রদেশ এবং অন্ধ্র প্রদেশের আবেদনকারীদের এই স্কলারশিপের ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে।
কোলগেট কিপ ইন্ডিয়া স্মাইলিং স্কলারশিপ ২০২৪-২৫ (Colgate Keep India Smilling Scholarship 2024-25)-এ আবেদনের জন্য প্রয়োজনীয় নথিপত্র :-
এই স্কলারশিপে আবেদনের জন্য যে সমস্ত নথিপত্র লাগবে, সেগুলির তালিকা নীচে দেওয়া হলো –
- আধার কার্ড
- আবেদনকারীর পাসপোর্ট সাইজের ছবি
- আয়ের প্রমাণ পত্র (ফর্ম ১৬এ/সরকারি কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত আয়ের শংসাপত্র/বিপিএল শংসাপত্র/বেতন স্লিপ ইত্যাদি)
- ভর্তির প্রমাণপত্র (কলেজ আইডি কার্ড/প্রমাণপত্র ইত্যাদি)
- চলতি শিক্ষাবর্ষের ফি রশিদ
- আবেদনকারীর ব্যাংক অ্যাকাউন্টের বিবরণ (বাতিল চেক/পাসবুকের কপি)
- পূর্ববর্তী শ্রেণীর মার্কশিট বা গ্রেড কার্ড
- প্রতিবন্ধী সনদ (প্রযোজ্য হলে)।
কোলগেট কিপ ইন্ডিয়া স্মাইলিং স্কলারশিপ ২০২৪-২৫ (Colgate Keep India Smilling Scholarship 2024-25)-এর আর্থিক সহায়তার পরিমাণ :-
বিডিএস শিক্ষার্থীরা এককালীন ৭৫,০০০ টাকা আর্থিক সহায়তা পেয়ে যাবেন এই স্কলারশিপ থেকে। অপরদিকে এমডিএস শিক্ষার্থীদেরও এককালীন ৭৫,০০০ টাকা আর্থিক সহায়তা প্রদান করা হবে।
কোলগেট কিপ ইন্ডিয়া স্মাইলিং স্কলারশিপ ২০২৪-২৫ (Colgate Keep India Smilling Scholarship 2024-25)-এ আবেদনের পদ্ধতি :-
সবার প্রথমে এই স্কলারশিপের অফিশিয়াল ওয়েবসাইট ভিজিট করতে হবে।
এরপর ওয়েবসাইটে দেওয়া সমস্ত তথ্য ও বিবরণ মন দিয়ে একবার পড়ে নেবেন। তারপর নিজস্ব বিভাগ বেছে নিয়ে ‘অ্যাপ্লাই নাও’ অপশনে ক্লিক করবেন।
অ্যাপ্লাই করার আগে কিন্তু নিজের বৈধ মোবাইল নম্বর আর ইমেইল আইডি ব্যবহার করে রেজিস্ট্রেশন করে নেবেন। সেই ইউজার আই ডি দিয়ে লগইন করবেন।
‘অ্যাপ্লাই নাও’ অপশনে ক্লিক করলে আপনার স্ক্রিনে আবেদনপত্রটি চলে আসবে। সেটি ভালো করে দেখে ফর্মটি সঠিকভাবে ফিল আপ করবেন।
এরপর প্রয়োজনীয় নথিপত্র স্ক্যান করে আপলোড করবেন।
এরপর আপনাকে নিয়ম ও শর্তাবলী অপশনে ক্লিক করতে হবে।
তারপর প্রিভিউ অপশন থেকে একবার আবেদনপত্রটি ভালোভাবে চেক করে নেবেন। কোনো ভুল না থাকলে সাবমিট অপশনে ক্লিক করবেন।
কোলগেট কিপ ইন্ডিয়া স্মাইলিং স্কলারশিপ ২০২৪-২৫ (Colgate Keep India Smilling Scholarship 2024-25)-এর যোগাযোগ মাধ্যম :-
কোনোরকম সমস্যা হলে বা কিছু জানার জন্য আপনারা keepindiasmiling@buddy4study.com ইমেইল আইডিতে যোগাযোগ করতে পারেন।