Coal India Limited Scholarship : ভারতে বহু মানুষ দরিদ্র সীমার নিচে বসবাস করছেন। তাদের পক্ষে তিন বেলা ভাত জোগানোই অনেক সময় অসম্ভব হয়ে দাঁড়ায়। সেখানে বাড়ির সন্তানদের উচ্চ শিক্ষার জন্য পয়সা খরচ করা তাদের কাছে তো বিলাসিতার সমান। কিন্তু তা বলে কি তাদের ইচ্ছে হয় না বাড়ির মেধাবী সন্তানটিকে পড়াশোনা শেখানোর? অবশ্যই হয়। কিন্তু পরিস্থিতির কাছে হার মানতে হয় তাদের। এখন থেকে আর এমন হবে না।
এবার নিম্নবিত্ত পরিবারের সন্তানেরাও নিজের স্বপ্ন পূরণ করতে পারবে। ভারতে বেশকিছু স্কলারশিপ চালু রয়েছে। সেই সমস্ত স্কলারশিপ সম্পর্কে অনেকেই জানেন না। আজ আমরা আপনাদের একটি কেন্দ্র সরকারি স্কলারশিপের সম্পর্কে বলতে এসেছি। এটি হলো কোল ইন্ডিয়া লিমিটেড স্কলারশিপ।
আপনি যদি স্নাতক ডিগ্রি (Undergraduate Degree) অর্জনকারী একজন শিক্ষার্থী হয়ে থাকেন, তাহলে আপনি ২০২৪-২৫ সালে ভারতের কোল ইন্ডিয়া লিমিটেড স্কলারশিপের (2025 Coal India Limited Scholarship) জন্য আবেদন করার কথা ভেবে দেখতে পারেন। এই স্কিমটি ভারত সরকার ইঞ্জিনিয়ারিং (Engeneering Course) ও মেডিসিন কোর্সে (Medicine Course) ভর্তি হতে ইচ্ছুক শিক্ষার্থীদের আর্থিকভাবে সহায়তা করার জন্য শুরু করেছিল।
এই স্কলারশিপের আওতায়, যোগ্য শিক্ষার্থীদের টিউশন এবং হোস্টেল ফি মকুব করা হয়। এছাড়া ১০ হাজার টাকা পর্যন্ত আনুষঙ্গিক খরচের জন্য প্রদান করা হয়। এর পাশাপাশি আরও কয়েকটি সুবিধা দেওয়া হয় কোল ইন্ডিয়া লিমিটেড স্কলারশিপ -এ। এই দুর্দান্ত স্কলারশিপ স্কিমটির সম্পর্কে বিস্তারিত জেনে নিন।
কোল ইন্ডিয়া লিমিটেড স্কলারশিপ (Coal India Limited Scholarship) কী?
এই কোল ইন্ডিয়া লিমিটেড স্কলারশিপ হল ভারত সরকারের দ্বারা পরিচালিত একটি স্কলারশিপ স্কিম। এটি ইঞ্জিনিয়ারিং বা মেডিসিনে স্নাতক ডিগ্রি অর্জন করতে ইচ্ছুক ভারতীয় নাগরিকদের আর্থিক সহায়তা প্রদান করে থাকে। এই স্কলারশিপের মাধ্যমে শিক্ষার্থীদের টিউশন ফি, হোস্টেল ফি সহ অন্যান্য আনুষঙ্গিক খরচ কভার করা হয়। প্রতিবছর মেধার ভিত্তিতে এই স্কলারশিপ দেওয়া হয়ে থাকে।
কোল ইন্ডিয়া লিমিটেড স্কলারশিপ (Coal India Limited Scholarship)-এর বৈশিষ্ট্য :-
- এই স্কলারশিপটি ছাত্র-ছাত্রীদের আর্থিকভাবে সহায়তা প্রদানের জন্য ডিজাইন করা হয়েছে।
- টাকা পয়সার অভাবে যাতে কোন মেধাবী ছাত্র-ছাত্রীর স্বপ্ন অধরা না থেকে যায়, সেই দিকে নজর দেওয়া হয়েছে এই স্কলারশিপের মাধ্যমে।
- ইঞ্জিনিয়ারিং ও মেডিকেলের মতো কোর্সে ভর্তি হতে যাদের ছাত্র-ছাত্রীরা আগ্রহ পায়, এই স্কলারশিপের সেটিই মূল উদ্দেশ্য।
- পড়াশোনা চলাকালীন খরচ জোগাতে ছাত্র-ছাত্রীদের যেন অন্য কাজে যুক্ত হতে না হয়, সেই কথাও মাথায় রাখা হয়েছে এই স্কলারশিপে।
কোল ইন্ডিয়া লিমিটেড স্কলারশিপ (Coal India Limited Scholarship)-এ আবেদনের যোগ্যতা :-
এই স্কলারশিপের জন্য যোগ্য হতে গেলে, আপনাকে নীচের মানদণ্ডগুলি পূরণ করতে হবে-
- আবেদনকারীকে অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে।
- আবেদনকারীর বয়স ২৫ বছরের কম হতে হবে।
- আবেদনকারী কোন কাজের সাথে যুক্ত হলে চলবে না অর্থাৎ তাকে বেকার হতে হবে।
- আবেদনকারীকে অবশ্যই এই শ্রেণীর যেকোনো একটির অন্তর্ভুক্ত হতে হবে-
প্রজেক্ট অ্যাফেক্টেড পিপল (PAP) অথবা প্রজেক্ট অ্যাফেক্টেড ফ্যামিলি (Project affected family)। - আবেদনকারীকে অবশ্যই ইঞ্জিনিয়ারিং বা মেডিসিনে রেগুলার স্নাতকোত্তর ডিগ্রি (Regular UG Course) কোর্সে ভর্তি হতে হবে।
- আবেদনকারীকে অবশ্যই IIT, NIT, অথবা অন্য কোনও সরকারি মালিকানাধীন ইঞ্জিনিয়ারিং বা মেডিকেল কলেজের শিক্ষার্থী হতে হবে।
- আবেদনকারী অন্য কোনও বৃত্তি পেলে কোল ইন্ডিয়া লিমিটেড স্কলারশিপ (2025 Coal India Limited Scholarship)-এ আবেদন করতে পারবে না।
- আবেদনকারীকে অবশ্যই IIT বা AIEEE এর মতো প্রবেশিকা পরীক্ষায় ভালো র্যাঙ্ক পেতে হবে।
কোল ইন্ডিয়া লিমিটেড স্কলারশিপ (Coal India Limited Scholarship)-এ আবেদনের জন্য প্রয়োজনীয় নথিপত্র :-
এই স্কলারশিপে আবেদনের জন্য যে সমস্ত নথিপত্রের প্রয়োজন পড়বে, সেগুলি নিচে দেওয়া হল-
- আবেদনপত্র
- জন্ম প্রমাণপত্র
- আধার কার্ড বা ভোটার কার্ড অথবা প্যান কার্ড
- ঠিকানার প্রমাণপত্র
- দ্বাদশ শ্রেণীর মার্কশিট
- প্রবেশিকা পরীক্ষার (আইআইটি) স্কোরকার্ড
- জাতিগত সনদপত্র (থাকলে)
- শারীরিক প্রতিবন্ধকতার সার্টিফিকেট (যদি প্রযোজ্য হয়)
- বয়সের প্রমাণপত্র
- আবেদনকারীর পাসপোর্ট সাইজের ছবি।
কোল ইন্ডিয়া লিমিটেড স্কলারশিপ (Coal India Limited Scholarship)-এ বৃত্তির পরিমাণ :-
বৃত্তির জন্য নির্বাচিত হলে, শিক্ষার্থীরা বিভিন্ন সুবিধা পাবে যা তাদের আর্থিকভাবে স্বাধীন করবে। এর দৌলতে শিক্ষার্থীদের টিউশন ফি (Tuition Fee) এবং হোস্টেল ফি (Hostel Fee) মকুব করা হয়। এছাড়া ১০ হাজার টাকা পর্যন্ত আনুষঙ্গিক খরচ বাবদ এই প্রকল্পের আওতায় দেওয়া হয়ে থাকে।
কোল ইন্ডিয়া লিমিটেড স্কলারশিপ (Coal India Limited Scholarship)-এ আবেদনের পদ্ধতি :-
প্রথমেই জানিয়ে রাখি, এই স্কলারশিপের আবেদন কিন্তু অনলাইনে জমা করা সম্ভব নয়। কেবলমাত্র অফলাইন মারফতই কোল ইন্ডিয়া লিমিটেড স্কলারশিপ -এর আবেদনপত্র জমা নেওয়া হয়।
তার জন্য কোল ইন্ডিয়া লিমিটেড স্কলারশিপ-এর আবেদনপত্র আপনাদের সংগ্রহ করতে হবে। আবেদনপত্রটি আপনারা ন্যাশনাল স্কলার্শিপ পোর্টাল থেকে পেয়ে যাবেন।
এই লিংকটিতে কোল ইন্ডিয়া লিমিটেড স্কলারশিপ (2025 Coal India Limited Scholarship)-এর প্রয়োজনীয় তথ্য আপনারা পেয়ে যাবেন –
আবেদনপত্র ডাউনলোড করার লিঙ্ক:- https://archive.coalindia.in/DesktopModules/DocumentList/documents/New_BPL_Scholarship_Annexure_I.pdf
- আবেদনপত্র সংগ্রহ করার পর সেটি সঠিকভাবে পূরণ করতে হবে। এরপর প্রয়োজনীয় সকল নথির ফটোকপি আবেদনপত্রটির (Application form) সাথে অ্যাটাচ করে দিতে হবে।
- আবেদনপত্র ও প্রয়োজনীয় নথিপত্র পোস্ট অফিস মারফত স্পিড পোস্টে আপনারা পাঠিয়ে দিতে পারবেন।
- আবেদনপত্র জমা করার ঠিকানা হল-
Chief General Manager (Welfare),
Coal India Limited, Coal Bhawan,
10, Netaji Subhas Road, Kolkata – 700001
Phone No. 033-22488099
Fax No. (033) 2231 3875, (033) 2213 5778
কোল ইন্ডিয়া লিমিটেড স্কলারশিপ (Coal India Limited Scholarship)-এর আবেদনপত্র জমা করার শেষ তারিখ :-
চলতে শিক্ষাবর্ষে এখনও পর্যন্ত স্কলারশিপের আবেদন পত্র জমা করার শেষ তারিখ কর্তৃপক্ষের তরফ থেকে জানানো হয়নি।