আজকাল পড়াশোনার খরচ নেহাত কম নয়। উচ্চশিক্ষার জন্য বেশ ভালো টাকাই খরচ করতে হয়। সব বাবা মায়ের পক্ষে এত টাকা দেওয়া সম্ভব নয়। আর নিজের পড়াশোনা সামলিয়ে কোনো কাজ করতেও পারে না বহু ছাত্র-ছাত্রী। এমন পরিস্থিতিতে কাজে লাগে স্কলারশিপ।
ভারতবর্ষে বিভিন্ন ধরনের স্কলারশিপ রয়েছে। কিন্তু সব স্কলারশিপের খবর ছাত্র-ছাত্রীদের কাছে পৌঁছায় না। আজ আমরা তোমাদের জন্য নিয়ে এসেছি নতুন একটি স্কলারশিপের খোঁজ। এই প্রতিবেদনে আমরা কথা বলব আদানী জ্ঞান জ্যোতি (Adani Gyan Jyoti Scholarship) স্কলারশিপের সম্বন্ধে।
তুমি কি CLAT দিতে চাইছো? বা JEE, CA, NEET-এর প্রস্তুতি নিচ্ছো! কিন্তু বুঝতে পারছ না এত খরচ কিভাবে সামলাবে? তাহলে তোমাদের জন্য রয়েছে দারুণ খবর। আদানি জ্ঞান জ্যোতি স্কলারশিপ (Adani Gyan Jyoti Scholarship) তোমাদের জন্যই নিয়ে এসেছে বৃত্তির সুযোগ। আর চিন্তা করতে হবে না পড়াশোনার খরচ নিয়ে। এই স্কলারশিপে আবেদন করলেই আর্থিক সহায়তা পেয়ে যাবে।
আডানি জ্ঞান জ্যোতি স্কলারশিপ (Adani Gyan Jyoti Scholarship) কী ?
এই স্কলারশিপ আদানি গ্রুপের তরফ থেকে প্রদান করা হয়ে থাকে। আর্থিকভাবে দুর্বল শ্রেণীর ছাত্র-ছাত্রীদের এই স্কলারশিপের মাধ্যমে অর্থনৈতিক সহায়তা প্রদান করে থাকে আদানি গ্রুপ। এই স্কলারশিপের সম্বন্ধে অনেকেরই জানা নেই। CLAT, CA, NEET, JEE ইত্যাদি কোর্সের সাথে যুক্ত ছাত্র-ছাত্রীদের এই স্কলারশিপের মাধ্যমে বৃত্তি দেওয়া হয়।
ব্যাচেলর অফ ইকোনোমিক্স, এমবিবিএস, এলএলবি, বি.এ অর্থনীতি, বি.এসসি অর্থনীতি, বিই, বি.টেক, এম.টেক ইত্যাদি কোর্সে ভর্তি হলে 3 লাখ 50 হাজার টাকা পর্যন্ত বার্ষিক স্কলারশিপ পেয়ে যাবে। অনেকেই হয়তো আদানি গ্রুপ সম্পর্কে বিশেষ কিছু জানো না। তাদের জন্য জানিয়ে রাখি, এই কোম্পানির ভারতে বিভিন্ন ধরনের ব্যবসা রয়েছে। আদানি ট্রান্সমিশনের পাওয়ার ট্রান্সমিশন বিস্তৃত নেটওয়ার্ক। এছাড়া এই গ্রুপের রিয়াল এস্টেট ব্যবসাও রয়েছে। এর পাশাপাশি ভারতবর্ষে বহু ব্যবসার সাথে যুক্ত রয়েছে আদানি গ্রুপ।
আডানি জ্ঞান জ্যোতি স্কলারশিপে (Adani Gyan Jyoti Scholarship) আবেদন করার জন্য প্রয়োজনীয় নথি :-
এই স্কলারশিপে আবেদন করার জন্য বেশ কিছু নথি তথা ডকুমেন্টের প্রয়োজন রয়েছে, সেগুলি হল-
- সরকার প্রদত্ত পরিচয় পত্র, যেমন- আধার কার্ড, ভোটার আইডি কার্ড, প্যান কার্ড, ড্রাইভিং লাইসেন্স। এর মধ্যে থেকে যেকোনো একটি জমা করলেই হবে।
- আবেদনকারী শিক্ষার্থীর ব্যাংক একাউন্টের ডিটেলস্।
- দ্বাদশ শ্রেণীর মার্কশিট।
- চলতি বছরে কলেজ অথবা বিশ্ববিদ্যালয়ে ভর্তির প্রমাণ পত্র, যেমন- ভর্তির রশিদ, প্রতিষ্ঠানের পরিচয় পত্র, বনাফাইড সার্টিফিকেট ইত্যাদি।
- বিগত বছরের মার্কশিট।
- পরিবারের বার্ষিক আয়ের প্রমাণপত্র। তবে ইনকাম ট্যাক্স রিটার্ন করলে তার ফরম জমা করলেও হবে।
- প্রবেশিকা পদের শংসাপত্র।
- কাউন্সিলিং লেটার।
- আবেদনকারীর পাসপোর্ট সাইজের ফটো।
আডানি জ্ঞান জ্যোতি স্কলারশিপে (Adani Gyan Jyoti Scholarship) আবেদনের যোগ্যতা :-
ইঞ্জিনিয়ারিং শিক্ষার্থীদের আডানি জ্ঞান জ্যোতি স্কলারশিপে (Adani Gyan Jyoti Scholarship) আবেদনের যোগ্যতা-
- আবেদনকারীদের অবশ্যই প্রফেশনাল ডিগ্রি কোর্সের প্রথম বর্ষে ভর্তি হতে হবে।
- 2023 সালের পর উচ্চমাধ্যমিক অথবা সিবিএসই কিংবা আইএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
- রাজ্য অথবা জাতীয় স্তরের এন্ট্রান্স পরীক্ষায় পাশ করার পর ইঞ্জিনিয়ারিং ডিগ্রি কোর্সে ভর্তি হতে হবে।
- JEE অল ইন্ডিয়াতে 1 লাখ কাট অফের মধ্যে র্যাঙ্ক করতে হবে।
- আবেদনকারীর পরিবারের বার্ষিক আয় 4 লাখ টাকার মধ্যে হতে হবে।
- আদানি গ্রুপে কর্মরত ব্যক্তির সন্তান এই স্কলারশিপে আবেদন করতে পারবে না।
মেডিকেল শিক্ষার্থীদের আডানি জ্ঞান জ্যোতি স্কলারশিপে (Adani Gyan Jyoti Scholarship) আবেদনের যোগ্যতা-
- কেবলমাত্র এমবিবিএস-এ পাঠরত প্রথম বর্ষের ছাত্রছাত্রীরা স্কলারশিপে আবেদন করতে পারবে।
- 2023 সালের পর উচ্চমাধ্যমিক অথবা সিবিএসই কিংবা আইএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
- রাজ্য অথবা জাতীয় স্তরের এন্ট্রান্স পরীক্ষায় পাশ করার পর এমবিবিএস কোর্সে ভর্তি হতে হবে।
- NEET অল ইন্ডিয়াতে 40 হাজার কাট অফের মধ্যে র্যাঙ্ক করতে হবে।
- আবেদনকারীর পরিবারের বার্ষিক আয় 4 লাখ 50 হাজার টাকার মধ্যে হতে হবে।
- আদানি গ্রুপে কর্মরত ব্যক্তির সন্তান এই স্কলারশিপে আবেদন করতে পারবে না।
সিএ আডানি জ্ঞান জ্যোতি স্কলারশিপে (Adani Gyan Jyoti Scholarship) আবেদনের যোগ্যতা-
- শুধুমাত্র বি.কম পাঠরত শিক্ষার্থীরা এই স্কলারশিপে আবেদন করতে পারবে।
- 2023 সালের পর উচ্চমাধ্যমিক অথবা সিবিএসই কিংবা আইএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
- সিএ ফাউন্ডেশন পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা এই স্কলারশিপে আবেদনের যোগ্য।
- সিএ ফাউন্ডেশন পরীক্ষায় 1 হাজার কাট অফের মধ্যে র্যাঙ্ক করতে হবে।
- আবেদনকারীর পরিবারের বার্ষিক আয় 4 লাখ 50 হাজার টাকার মধ্যে হতে হবে।
- আদানি গ্রুপে কর্মরত ব্যক্তির সন্তান এই স্কলারশিপে আবেদন করতে পারবে না।
আইন শিক্ষার্থীদের আডানি জ্ঞান জ্যোতি স্কলারশিপে (Adani Gyan Jyoti Scholarship) আবেদনের যোগ্যতা-
- ইন্টিগ্রেটেড 5 বছরের ডুয়েল ডিগ্রী এলএলবি প্রোগ্রামে পাঠরত প্রথম বর্ষের শিক্ষার্থীরা কেবলমাত্র এই স্কলারশিপে আবেদন করতে পারবে।
- 2023 সালের পর উচ্চমাধ্যমিক অথবা সিবিএসই কিংবা আইএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
- রাজ্য বা জাতীয় স্তরের পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা এই স্কলারশিপে আবেদনের যোগ্য।
- CLAT সর্বভারতীয় পরীক্ষায় 10 হাজার কাট অফের মধ্যে র্যাঙ্ক করতে হবে।
- আবেদনকারীর পরিবারের বার্ষিক আয় 4 লাখ 50 হাজার টাকার মধ্যে হতে হবে।
- আদানি গ্রুপে কর্মরত ব্যক্তির সন্তান এই স্কলারশিপে আবেদন করতে পারবে না।
ইকোনমিক্সের শিক্ষার্থীদের আডানি জ্ঞান জ্যোতি স্কলারশিপে (Adani Gyan Jyoti Scholarship) আবেদনের যোগ্যতা-
- এই স্কলারশিপে আবেদন করার জন্য ইকোনোমিক্স বিষয়ে বি.এ, বি.এসসি, বি.ইসি প্রোগ্রামে ভর্তি হওয়া প্রথম বর্ষের শিক্ষার্থীরা যোগ্য।
- 2023 সালের পর উচ্চমাধ্যমিক অথবা সিবিএসই কিংবা আইএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
- রাজ্য বা জাতীয় স্তরের পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা এই স্কলারশিপে আবেদনের যোগ্য।
- দ্বাদশ শ্রেণীর পরীক্ষায় আর্টস বিভাগে ন্যূনতম 75 শতাংশ মার্কস পেয়ে থাকতে হবে।
- আবেদনকারীর পরিবারের বার্ষিক আয় 4 লাখ 50 হাজার টাকার মধ্যে হতে হবে।
- আদানি গ্রুপে কর্মরত ব্যক্তির সন্তান এই স্কলারশিপে আবেদন করতে পারবে না।
আডানি জ্ঞান জ্যোতি স্কলারশিপে(Adani Gyan Jyoti Scholarship) কত টাকা বৃত্তি পাওয়া যায়?
সমস্ত শর্ত মেনে এই স্কলারশিপে আবেদন করলে যোগ্য ছাত্রছাত্রীদের প্রতিবছর আর্থিক সহায়তা প্রদান করা হয়। এক্ষেত্রে ইঞ্জিনিয়ারিং কোর্সের শিক্ষার্থীরা প্রতিবছর টিউশন ফি ও অন্যান্য খরচের জন্য 2 লাখ 50 হাজার টাকা মতো স্কলারশিপ পাবে।
অপরদিকে আদানি গ্রুপের তরফ থেকে মেডিকেল বিভাগের শিক্ষার্থীদের প্রতিবছর 3 লাখ 50 হাজার টাকা স্কলারশিপ দেওয়া হবে। তুমি যদি অর্থনীতির শিক্ষার্থী হয়ে থাকো, তাহলে বছরে 50 হাজার টাকা মতো স্কলারশিপ পেয়ে যাবে। আইনের শিক্ষার্থীরা প্রতিবছর 1 লাখ টাকা স্কলারশিপ পাবে। সিএ শিক্ষার্থীরা পেয়ে যাবে বার্ষিক 70 হাজার টাকা স্কলারশিপ।
আডানি জ্ঞান জ্যোতি (Adani Gyan Jyoti Scholarship) স্কলারশিপে আবেদনের প্রক্রিয়া :-
- এই স্কলারশিপে আবেদন করার জন্য সবার প্রথমে অফিসিয়াল ওয়েবসাইটে লগইন করতে হবে।
- এরপর নাম রেজিস্টার করতে হবে।
- এরপর আবেদন প্রক্রিয়া শুরু করার জন্য স্টার্ট অপশনে ক্লিক করতে হবে।
- তারপর আবেদন পত্রটি তোমার স্ক্রিনে দেখাবে। সেটি সঠিকভাবে ফিল আপ করতে হবে তোমাকে।
- তারপর প্রয়োজনীয় সমস্ত ডকুমেন্ট স্ক্যান করে আপলোড করতে হবে।
- এরপর টার্মস এন্ড কন্ডিশন অপশনে টিক দিতে হবে। আর প্রিভিউ অপশনে ক্লিক করতে হবে।
- তারপর সাবমিট অপশনে ক্লিক করতে হবে।