লার্সেন এন্ড ট্রুবো (Larsen and Toubro) অর্থাৎ এল এন্ড টি (L&T) ভারতের অন্যতম এক শীর্ষস্থানীয় প্রকৌশল, নির্মাণ এবং প্রযুক্তি প্রতিষ্ঠান (multinational engineering and construction company)। এই L&T কোম্পানি মেধাবী শিক্ষার্থীদের জন্য নিয়ে এসেছে এক সুবর্ণ সুযোগ , এল এন্ড টি বিল্ড ইন্ডিয়া স্কলারশিপ (L&T Build India scholarship) নামক একটি অভিনব প্রোগ্রাম নিয়ে এসেছে।
স্নাতকোত্তর স্তরে নির্মাণ প্রযুক্তি ও ব্যবস্থাপনা (M.Tec and CT&M -masters degree in construction technology and management) নিয়ে পড়াশোনা করার সুযোগ পেয়ে যাবে এই স্কলারশিপের মাধ্যমে বিভিন্ন শিক্ষার্থীরা। তাই এই অসাধারণ এল এন্ড টি বিল্ড ইন্ডিয়া স্কলারশিপ (L&T Build India scholarship) সম্পর্কে আরো কিছু বিস্তারিত তথ্য আজকে নিবন্ধে আলোচনা করা হলো।
এল এন্ড টি বিল্ড ইন্ডিয়া স্কলারশিপ কি ? What is L&T Build India Scholarship?
এল এন্ড টি বিল্ড ইন্ডিয়া স্কলারশিপ হলো লার্সেন এন্ড ট্রুবো (Larsen and Toubro) কোম্পানির দ্বারা প্রচলিত এমন একটি শিক্ষাবৃত্তি প্রোগ্রাম যা বিভিন্ন ইঞ্জিনিয়ারিং শিক্ষার্থীদের ভারতীয় বিভিন্ন নামকরা শিক্ষা প্রতিষ্ঠান যেমন এন আই টি (NIT), আই আই টি (IIT ) ইত্যাদি জায়গায় নির্মাণ প্রযুক্তি ও ব্যবস্থাপনা (construction technology & management) বিষয়ে মাস্টার্স(M.Tech) করার আর্থিক সাহায্যের সুযোগ দেয়।
অর্থাৎ যারা সিভিল অথবা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এ নিজেদের স্বপ্নের ভবিষ্যৎ তৈরি করতে চায় তাদের জন্য আর্থিক সংকট কোনোভাবেই যেনো বাধা না হয়ে আসে তাই সেই সব শিক্ষার্থীদের আর্থিক সহায়তার মাধ্যমে উচ্চ শিক্ষার সুযোগ এবং উন্নত কর্মজীবন গঠনে সাহায্য করে এই স্কলারশিপ।
এই এল এন্ড টি বিল্ড ইন্ডিয়া স্কলারশিপ এ কি কি সুবিধা পাওয়া যায় ?
What are the benefits of this scholarship?
- সম্পূর্ণ কোর্সের ফি L&T কোম্পানি বহন করবে – যেই সমস্ত শিক্ষার্থীরা এই স্কলারশিপ পাবে তাদের কোর্সের ফি বাবদ কোনো টাকা দিতে হবে না।
- মাসিক উপবৃত্তির (stipend) সুবিধা – শিক্ষার্থীদের পড়াশোনার যাবতীয় খরচ চালানোর জন্য এই স্কলারশিপের (Scholarship) মাধ্যমে দুই বছরের পড়াশোনার কোর্সে প্রতিমাসে ১৩,৪০০(13,400) টাকা করে বৃত্তি দেওয়া হয়।
- কোর্স শেষে চাকরির নিশ্চয়তা – কোর্সের শেষে L&T কোম্পানিতে সরাসরি চাকরি(Job) পাওয়ার সুবিধা রয়েছে।
- লাইভ প্রজেক্ট এবং অভিজ্ঞ গাইডেন্স এর সুযোগ: এই স্কলারশিপ এই সমস্ত শিক্ষার্থীরা পড়াশোনা করবে তারা L&T কোম্পানি কনস্ট্রাকশন সাইটে(construction site) লাইভ প্রোজেক্টে (live project) অংশগ্রহণ করতে পারবে ।
এই এল এন্ড টি বিল্ড ইন্ডিয়া স্কলারশিপের জন্য কোন কোন শিক্ষার্থীরা আবেদন করতে পারবে ??
Which students can apply for this scholarship??
- যে সমস্ত শিক্ষার্থীরা সিভিল(civil) বা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং(electrical engineering) নিয়ে আই আই টি দিল্লি(IIT Delhi), আই আই টি মাদ্রাজ(IIT Madras) , আই আই টি সুরথকল(IIT Surathkal) এবং এনআইটি ত্রিচি(NIT Trichy) ইত্যাদি প্রতিষ্ঠান থেকে B.E অথবা B.Tec এর শেষ বর্ষে (final year) পড়াশোনা করছে তারা এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারে।
- স্নাতক পর্যায়ে ন্যূনতম ৭০ শতাংশ নাম্বার অথবা দশের মধ্যে ৭.০ সিজিপিএ (CGPA) থাকা অবশ্যক।
- আবেদনকারী শিক্ষার্থীর (applicant student) ২৩ বছরের ঊর্ধ্বে বয়স হওয়া চলবে না।
এল এন্ড টি বিল্ড ইন্ডিয়া স্কলারশিপে নথিভুক্ত করার আবেদনের জন্য কি কি ডকুমেন্টস প্রয়োজন হয়?
What documents are required to apply for enrollment in the L&T Build India Scholarship?
1. শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট (education qualification certificate)
- দশম শ্রেণীর (Secondary School) মার্কশীট ও সার্টিফিকেট
- দ্বাদশ শ্রেণীর (Higher Secondary) মার্কশিট ও সার্টিফিকেট
- B.E অথবা B.Tech এর সমস্ত সেমিস্টারের মার্কশিট
- B.E অথবা B.Tech এর সমাপ্তির প্রমাণপত্র (যদি কোর্স শেষ হয়ে থাকে)
2. পরিচয় পত্র (ID proof)
- আধার কার্ড (Aadhar card)
- প্যান কার্ড (PAN card)
- ভোটার আইডি (voter ID) অথবা ড্রাইভিং লাইসেন্স (driving licence)
3. আবেদনকারীর সাম্প্রতিক পাসপোর্ট সাইজ ছবি (recent passport size photograph)
4. আবেদনকারীর ডিজিটাল অর্থাৎ স্ক্যান করা স্বাক্ষর (scan sign)
5. বিশ্ববিদ্যালয় থেকে বোনাফাইড (Bonafide) সার্টিফিকেট (কোন কোন সময় প্রয়োজন হয়)
ডকুমেন্টস গুলো কিভাবে জমা দিতে হবে ?
How to submit the documents?
- প্রথমেই অফিসিয়াল ওয়েবসাইটে(official website) গিয়ে এপ্লাই নাও(apply now) অপশনে ক্লিক (Click ) করতে হবে।
- তারপর রেজিস্টার(register) অপশন এ ক্লিক করে রেজিস্ট্রেশন(registration) কমপ্লিট করতে হবে।
- এর জন্য এবার জিমেইল(Gmail), মোবাইল নাম্বার (mobile number) অথবা ইমেল আইডি(email ID) দিয়ে এরপর রেজিস্ট্রেশন সম্পূর্ণ(complete) করে নিতে হবে
- তারপর হয়ে গেলে ডকুমেন্টস আপলোড(upload) করার একটি অপশন দেখা যাবে সেখানে গিয়ে এই সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্টসগুলো স্ক্যান(Scan) করে পিডিএফ(PDF) অথবা জেপিজি(JPG) ফরমেটে(format) আপলোড করে জমা (submit) করতে হবে। প্রয়োজন হলে ইন্টারভিউ এর সময় ডকুমেন্টস এর মূল কপি(original copy) গুলো সঙ্গে নিয়ে যেতে হয়।
২০২৫ সালের প্রেক্ষাপটে এক নজরে এল এন্ড টি বিল্ড ইন্ডিয়া স্কলারশিপ :
In the context of 2025 an overview of L&T Build India Scholarship :
শিক্ষাগত যোগ্যতা:- B.E অথবা B.Tech সম্পন্ন শিক্ষার্থী হতে হবে তাহলে M.Tec এর জন্য এই স্কলারশিপ ।
নির্বাচনের মানদণ্ড:- স্কলারশিপ এ নথিভুক্ত করার জন্য আবেদন করতে হলে প্রথমে অনলাইনে বিভিন্ন প্রয়োজনীয় ডকুমেন্টস সহ আবেদন জমা করতে হবে।
একটি লিখিত পরীক্ষার(written exam) উপর ভিত্তি করে ও সামনা সামনি সাক্ষাৎকারের(face to face interview) মাধ্যমে এবং মেডিকেল ফিটনেস ভেরিফিকেশনের(medical fitness verification) মাধ্যমে যাচাই করার পরে উপযুক্ত শিক্ষার্থীদের জন্য নির্বাচন(select) করা হয়।
অনলাইনে আবেদন (application) জমা করার পরেই সেই আবেদন নির্বাচন (selected) হলে সমস্ত পরীক্ষার তারিখ (examination date) এবং ইন্টারভিউ তারিখ (interview date ) ইত্যাদি বিভিন্ন ইনফরমেশন ( information ) শিক্ষার্থীদের কাছে পৌঁছে যায়।
২০২৫ সালের আবেদনের শেষ তারিখ (Last date):- ১২ই মার্চ ২০২৫ (12th March of 2025)
অনলাইনে আবেদনের লিংক (application online link):- https://www.lntecc.com/build-india-scholarship/
কোম্পানির মূল ওয়েবসাইট লিংক(original website link):- https://www.lntecc.com/
কোম্পানির সাথে সরাসরি যোগাযোগের ঠিকানা (company contact and adress details):-
Larsen & Toubro Limited, Mount poonamallee road, Manapakkam, P.B.No.979, Chennai – 600 089, email ID – BIS@Lntecc.com , toll-free – 1800 209 4544
উপসংহার
এল এন্ড টি বিল্ড ইন্ডিয়া স্কলারশিপ হলো লার্সেন এন্ড ট্রুবো (Larsen and Toubro) কোম্পানির দ্বারা পরিচালিত একটি স্কলারশিপ প্রোগ্রাম। এটি বিভিন্ন ইঞ্জিনিয়ারিং শিক্ষার্থীদের ভারতীয় নামকরা শিক্ষা প্রতিষ্ঠান, যেমন- এন আই টি (NIT), আই আই টি (IIT ) ইত্যাদি জায়গায় নির্মাণ প্রযুক্তি ও ব্যবস্থাপনা (construction technology & management) বিষয়ে মাস্টার্স(M.Tech) করার জন্য আর্থিকভাবে সাহায্য করে থাকে। যেই সমস্ত শিক্ষার্থীরা এই স্কলারশিপ পাবে তাদের কোর্সের ফি বাবদ কোনো টাকা দিতে হয় না। সমস্ত খরচটাই এল এন্ড টি কোম্পানি বহন করে। এই স্কলারশিপের মাধ্যমে দুই বছরের কোর্সের জন্য প্রতিমাসে ১৩,৪০০ টাকা করে বৃত্তি দেয় কোম্পানি। B.E অথবা B.Tech সম্পন্ন শিক্ষার্থী হলে তবেই M.Tech এর জন্য এই স্কলারশিপে আবেদন করা যাবে।
যারা উচ্চশিক্ষা লাভের কথা ভাবছো কিন্তু আর্থিক অসুবিধার কারণে পিছিয়ে আসছো, তারা যত দ্রুত সম্ভব এই স্কলারশিপে আবেদন করে দাও। এই স্কলারশিপ তোমাদের স্বপ্ন পূরণ করতে সাহায্য করবে। তোমরা যদি সিভিল ইঞ্জিনিয়ারিং বা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে আই আই টি দিল্লি, আই আই টি মাদ্রাজ, আই আই টি সুরথকল এবং এনআইটি ত্রিচি ইত্যাদি প্রতিষ্ঠান থেকে B.E অথবা B.Tec এর ফাইনাল ইয়ারে থেকে থাকো তাহলে নিশ্চিন্তে এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারো।