লাইফস গুড স্কলারশিপ: উচ্চ মাধ্যমিক পাশ করেই ২ লক্ষ টাকার স্কলারশিপ, পড়ুয়াদের জন্য এক অভিনব সুযোগ

আমাদের দেশের আগামী ভবিষ্যৎ হিসেবে আমরা পড়ুয়াদেরই চিহ্নিত করে থাকি। এই পড়ুয়াদের উদ্দেশ্যেই এক বেসরকারি সংস্থা LG ( lucky and Gold Star ) কোম্পানি লাইফস গুড স্কলারশিপ ( Life’s Good scholarship) অথবা LG স্কলারশিপ নিয়ে আসে। আসলে আমাদের দেশ ভারতবর্ষে মধ্যবিত্ত ও নিম্নবিত্ত পরিবারের সংখ্যা অনেক বেশি সেই ক্ষেত্রে পরিবারের আর্থিক সীমাবদ্ধতার কারণে অনেক ছাত্রছাত্রী তাদের পছন্দের বিষয় নিয়ে পড়াশোনা করতে পারে না। সেই সমস্ত শিক্ষার্থীদের উদ্দেশ্যেই এই বেসরকারি সংস্থা LG কোম্পানি এই স্কলারশিপের উদ্যোগটি নেয়। আজকের এই নিবন্ধে এই স্কলারশিপ (scholarship) নিয়ে আরো বিস্তারিত কিছু জেনে নেওয়া যাক_

লাইফস গুড স্কলারশিপ কি?
What is lifes good scholarship?

শিক্ষা মানুষের জীবনে অন্যতম গুরুত্বপূর্ণ সম্পদ। কিন্তু আমাদের দেশের অনেক শিক্ষার্থীর পড়াশোনা করার প্রবল ইচ্ছা শক্তি এবং প্রতিভা থাকা সত্ত্বেও তাড়াতাড়ি লক্ষ্যে পৌঁছাতে পারেনা শুধুমাত্র অর্থের অভাবে। দেশের ছাত্র-ছাত্রীদের এই সমস্যার সমাধানের উদ্দেশ্যে LG কোম্পানি অর্থাৎ যেই কোম্পানির আমরা এতদিন সবাই টিভি(TV), ফ্রিজ (fridge), AC ইত্যাদি বিভিন্ন ইলেকট্রনিক্স জিনিস ব্যবহার করেছি সেই কোম্পানি এই অভিনব সুযোগ নিয়ে আসে।

এই LG কোম্পানি হল আসলে দক্ষিণ কোরিয়ার একটি কোম্পানি কিন্তু তারা তাদের কর্পোরেট সামাজিক দায়বদ্ধতার কার্যক্রমের অংশ হিসেবে ভারতীয় পড়ুয়াদের জন্য এই বেসরকারি স্কলারশিপটি নিয়ে এসেছে । এই স্কলারশিপ এর মাধ্যমে LG কোম্পানি শিক্ষার্থীদের উচ্চশিক্ষার খরচের একটি বড় অংশগ্রহণ করে যাতে তারা তাদের পড়াশোনা আর্থিক বাধা ছাড়া চালিয়ে যেতে পারে।

২০২৫ সালের প্রেক্ষাপটে লাইফস গুড স্কলারশিপ:
Life’s Good Scholarship in Context 2025:

আমাদের দেশের ছাত্র ছাত্রীরা তাদের উচ্চমাধ্যমিক শেষ করার পর কেউ যদি স্নাতক তরে পড়াশোনা করতে চায় তাকে টিউশন ফি এর ৫০% অথবা সর্বোচ্চ এক লক্ষ টাকা স্কলারশিপ দেওয়া হবে আবার যদি কেউ স্নাতকোত্তার পড়াশোনা করতে চায় তাকে টিউশন ফি এর ৫০% অথবা সর্বোচ্চ 2 লক্ষ টাকা স্কলারশিপ হিসেবে দেওয়া হবে। কিন্তু এই স্কলারশিপ পাওয়ার আবেদনের জন্য কোম্পানির বেশ কিছু গাইডলাইন মেনে চলতে হয় যেমন __

২০২৫ সালে লাইফস গুড স্কলারশিপ প্রোগ্রামে আবেদনের সঠিক যোগ্যতা !
Correct eligibility to apply for Life’s Good Scholarship Program in 2025!

  • আবেদনকারী অবশ্যই স্নাতক(graduation) এবং স্নাতকোত্তরের(post graduation) পড়াশোনার জন্য আবেদন করতে পারবে ।
  • আবেদনকারী উচ্চ মাধ্যমিকের ৬০% নাম্বার পেলেই এই স্কলারশিপ এর জন্য আবেদন করতে পারবে ।
  • আর আবেদনকারী যদি স্নাতকোত্তরের স্কলারশিপের জন্য আবেদন করে সেই ক্ষেত্রে তাকে স্নাতকের সময়ের তিন বছরে ৬০% নাম্বার পেতে হবে।
  • আবেদনকারীর পরিবারের আয় অবশ্যই ৮ লক্ষের কম হলেই এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবে।
  • আর যদি আবেদনকারী ছাত্র ছাত্রীর বাড়ির কোন সদস্য এই LG কোম্পানিতে অথবা Buddy4study তে কাজ করে থাকে তাহলে তারা এই স্কলারশিপের সুযোগ পাবে না।

লাইফস গুড স্কলারশিপ অনলাইনে আবেদন করার সঠিক পদ্ধতিটি কি ?
What is the correct procedure to apply for Life’s Good Scholarship online?

  • এই স্কলারশিপটির জন্য আবেদন অনলাইনের মাধ্যমে করতে হয়।
  • Buddy4study নামক একটি অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে এই স্কলারশিপের অনলাইন আবেদন জমা করতে হয়।
  • যে সকল আবেদনকারী ছাত্র-ছাত্রী প্রথমবারের জন্য আবেদন করবে তাদের ওয়েবসাইটে সর্বপ্রথম অনলাইন রেজিস্ট্রেশন করতে হবে।
  • রেজিস্ট্রেশন প্রসেস কমপ্লিট হয়ে যাওয়ার পর log in করতে হয় ।
  • এরপরে ওয়েবসাইটে apply option এলে সেখানে ক্লিক করে এই সমস্ত প্রয়োজনীয় তথ্য চাই সেইসব তথ্য জমা দিতে হয় ।
  • বিভিন্ন তথ্য জমা দেওয়ার পর প্রয়োজনীয় যাবতীয় ডকুমেন্টস আপলোড করতে হয়।
  • এই সমস্ত প্রসেস কমপ্লিট হয়ে যাওয়ার পর terms and condition অপশন এ গিয়ে ক্লিককরলেই আবেদন জমা হয়ে যায়।

লাইফস গুড কলারশিপের আবেদনের জন্য কি কি ডকুমেন্টস প্রয়োজন?
What documents are required to apply for Life’s Good Scholarship?

  • স্নাতক/graduation পড়াশোনা করার জন্য দ্বাদশ শ্রেণীর marksheet
  • স্নাতকোত্তর/post graduation পড়াশোনা করার জন্য স্নাতকের marksheet
  • ইনস্টিটিউট অথবা স্কুল বোর্ড থেকে বোনাফাইড সার্টিফিকেট
  • আবেদনকারী ছাত্র-ছাত্রীদের আধার কার্ড
  • পরিবারের আয়ের প্রমাণপত্র অর্থাৎ income certificate তা অবশ্যই গ্রাম পঞ্চায়েত অথবা পৌরসভা দ্বারা স্বাক্ষর করা এবং স্ট্যাম্প যুক্ত।
  • আবেদনকারীর পাসপোর্ট সাইজ ফটো।

*স্কুল বা কলেজের ভর্তির প্রমাণপত্র/admission certificate) অথবা একাডেমিক মাইনের রসিদ

  • ব্যাংকের অ্যাকাউন্টের বিস্তারিত তথ্য

এই সমস্ত ডকুমেন্টস উল্লেখিত ওয়েবসাইটে গিয়ে অরিজিনাল কপি স্ক্যান করে অনলাইনে আপলোড করতে হয়।

এক নজরের লাইস গুড্ স্কলারশিপ প্রোগ্রাম ২০২৪-২০২৫ | An overview of lifes good scholarship program 2024-2025

যোগ্যতা _ আবেদনকারী ছাত্র-ছাত্রীদের অবশ্যই ভারতের যেকোনো কলেজ বা প্রতিষ্ঠান থেকে স্নাতক অথবা স্নাতকোত্তরে পড়াশোনার জন্য আবেদন করতে হবে এবং যেই বিষয়েই আবেদন করুক সর্বশেষ পরীক্ষার শংসাপত্রের নাম্বার ন্যূনতম ৬০% থাকতে হবে।

যারা আবেদন করতে পারবে না __ যাদের পরিবারের আয়৮ লক্ষের বেশি তারা এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবে না এবং এলজি ইলেকট্রনিক্স প্রাইভেট লিমিটেড(LG electronics private limited) ও বাডি ফর স্টাডি(Buddy4study ) কোম্পানির কর্মচারীর সন্তানরা এই স্কলারশিপটি পাবে না।

কলারশিপের পরিমাণ __ সর্বনিম্ন ১ লক্ষ টাকা এবং সর্বোচ্চ ২ লক্ষ টাকা ।

একাডেমিক সেশন_ ২০২৪-২০২৫ (2024-2025)

আবেদনের শেষ তারিখ _ ৭ই মার্চ ২০২৫ ( 7th March 2025)

অ্যাপ্লিকেশন ওয়েবসাইট লিংক_

https://www.buddy4study.com/page/life-s-good-scholarship-program

লাইফস গুড স্কলার্শিপ দেশের শিক্ষার্থীদের জন্য কেন গুরুত্বপূর্ণ?
Why is the Life’s Good Scholarship important for the country’s students?

  1. অর্থনৈতিক সহায়তা প্রদান – উচ্চশিক্ষার খরচ অনেক শিক্ষার্থীর পক্ষে বহন করা কঠিন। এই স্কলারশিপ টিউশন ফি-এর বড় একটি অংশ কভার করে।
  2. মেধাবী কিন্তু আর্থিকভাবে দুর্বল ছাত্রদের সুযোগ-সমাজের পিছিয়ে পড়া মেধাবী শিক্ষার্থীরা তাদের শিক্ষাজীবন চালিয়ে যেতে পারে।
  3. স্নাতক ও স্নাতকোত্তর উভয় পর্যায়ে সহায়তা- এটি কেবলমাত্র স্নাতক নয়, উচ্চতর পড়াশোনার ক্ষেত্রেও সহায়তা করে।
  4. টিউশন ফি না থাকলেও সহায়তা- এমন শিক্ষার্থীরাও উপকৃত হয় যাদের কলেজে টিউশন ফি নেই তবুও নির্দিষ্ট পরিমাণ অর্থ পায় তারা।
  5. শিক্ষার্থীদের আত্মবিশ্বাস বৃদ্ধি- স্কলারশিপ পাওয়া মানে আর্থিক চাপ কমে যাওয়া, যা পড়াশোনায় মনোযোগ বাড়াতে সহায়তা করে।
  6. সামাজিক বৈষম্য হ্রাস- আর্থিক সীমাবদ্ধতার কারণে কেউ যেন পিছিয়ে না পড়ে, সেই উদ্দেশ্যকে বাস্তবায়িত করে।
  7. ভবিষ্যতের জন্য অনুপ্রেরণা- এই ধরণের সহায়তা শিক্ষার্থীদের ভবিষ্যতে আরও বড় লক্ষ্য নির্ধারণে উৎসাহ দেয়।
  8. আবেদন প্রক্রিয়া সহজ ও অনলাইনভিত্তিক-শিক্ষার্থীরা সহজেই অনলাইনের মাধ্যমে ঘরে বসেই আবেদন করতে পারে, যা সময় ও পরিশ্রম সাশ্রয় করে।
  9. ডকুমেন্ট যাচাই ও অথেন্টিক নির্বাচন প্রক্রিয়া- এই স্কলারশিপে নির্বাচনের পুরো প্রক্রিয়া অথেন্টিক ও বিচারভিত্তিক, ফলে প্রকৃত শিক্ষার্থীরা সহায়তা পায়।
  10. CSR উদ্যোগের মাধ্যমে শিক্ষার প্রসার- LG Electronics-এর এই উদ্যোগ কর্পোরেট সামাজিক দায়বদ্ধতার/Corporate Social Responsibility এর একটি চমৎকার উদাহরণ, যা শিক্ষাকে এগিয়ে নিয়ে যায়।

উপসংহার

শিক্ষা হলো উন্নতির চাবিকাঠি তাই এই বেসরকারি সংস্থা । এলজি কোম্পানির লাইফস গুড স্কলারশিপ(lifes good scholarship) প্রোগ্রামটি, মেধাবী ছাত্র-ছাত্রীদের উচ্চ শিক্ষার পথে আর্থিক বাধা দূর করতে সাহায্য করে যা আমাদের দেশে এক উজ্জ্বল ভবিষ্যৎ গঠনের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এছাড়াও এই ধরনের স্কলারশিপ শিক্ষার্থী প্রজন্মকে অনুপ্রাণিত করে তোলে যার ফলে তারা কঠোর পরিশ্রমের মাধ্যমে নিজেদের লক্ষ্য খুব সহজেই অর্জন করতে পারে এবং সময়তে শিক্ষার হার ক্রমশ বৃদ্ধি পায়।

*****আমাদের আজকের প্রতিবেদনটি ছাড়াও আমাদের এই পোর্টালে আরও অনেক গুরুত্বপুর্ন স্কলারশিপ রয়েছে । যেখানে আপনি ক্লাস ৫ থেকে পিএচডি পর্যন্ত এবং দেশ ও বিদেশের বেশ কিছু আর্টিকেল পেয়ে যাবেন। প্রয়োজনে সেই আর্টিকেলটিগুই পড়তে পারেন। এবং জদি আমাদের এই আর্টিকেলগুলি আপনার ভাল লাগে তাহালে অবশ্যই সবার সাথে সেয়ার করুন*****

Leave a Comment