পারম্পরিক স্কলারশিপ: ছাত্র-ছাত্রীদের ১০ হাজার টাকা করে স্কলারশিপ দিচ্ছে পারম্পরিক ফাউন্ডেশন, দেখে নিন কিভাবে আবেদন করবেন

Paramparik Scholarship : আজকাল পড়াশোনার খরচ নেহাত কম নয়। সেই খরচ সামলাতে রীতিমতো হিমশিম খেয়ে যেতে হয় বাবা মায়েদের। পরিবারের বোঝা কমাতে তাই এগিয়ে আসতে হয় ছাত্র-ছাত্রীদেরই। তবে নিজের পড়াশোনা সামলে টাকা রোজগার করা খুবই মুশকিল। এ সময় মুশকিল আসান হয়ে আসে স্কলারশিপ।

পশ্চিমবঙ্গে এমন অনেক স্কলারশিপ রয়েছে যে সম্পর্কে ছাত্রছাত্রীরা জানেই না। আমার চেষ্টা করেছি সমস্ত স্কলারশিপের খবর তাদের কাছে পৌঁছানোর। আজকে আমরা পারম্পরিক স্কলারশিপ (Paramparik Scholarship)-এর সম্পর্কে কথা বলব।

পারম্পরিক স্কলারশিপ (Paramparik Scholarship)-এর নাম হয়তো খুব কম ছাত্রছাত্রীই শুনেছে। কিন্তু এই স্কলারশিপ তোমাদের পড়াশোনায় অনেকটা সাহায্য করতে সক্ষম। এই স্কলারশিপে আবেদন করলে ১০ হাজার টাকা মতো আর্থিক সাহায্য পেয়ে যাবে‌। মাসিক বৃত্তির সুবিধা রয়েছে এতে। খুব বেশি মার্কসেরও প্রয়োজন নেই। কিভাবে আবেদন করবে পারম্পরিক স্কলারশিপ (Paramparik Scholarship)-এ? আবেদন করার সময় কী কী ডকুমেন্ট লাগবে? কারা আবেদন করতে পারবে এই স্কলারশিপে? এই ধরনের বিভিন্ন প্রশ্নের উত্তর রয়েছে আমাদের আজকের প্রতিবেদনে।

পারম্পরিক স্কলারশিপ (Paramparik Scholarship) কী?

পারম্পরিক স্কলারশিপ (Paramparik Scholarship) একটি জনপ্রিয় বৃত্তি প্রোগ্রাম। পারম্পরিক ফাউন্ডেশন পশ্চিমবঙ্গের মেধাবী ও যোগ্য ছাত্রদের এই স্কলারশিপ প্রদান করে থাকে। তারা যাতে কোনোরকম চিন্তা ছাড়াই নিজেদের স্বপ্ন পূরণ করতে পারে, তার জন্য এই স্কলারশিপটি ডিজাইন করা হয়েছে‌। স্কলারশিপের পরিমাণ নির্ভর করে ছাত্রের পরিবারের আর্থিক অবস্থা ও তার পড়াশোনার খরচের ওপর।

পারম্পরিক ফাউন্ডেশন সাধারণত বেশিরভাগ খরচটাই বহন করার চেষ্টা করে থাকে। তুমি যদি মাধ্যমিকে 80 শতাংশ মার্কস পেয়ে উত্তীর্ণ হয়ে একাদশ শ্রেণীতে ভর্তি হয়ে থাকো তাহলে নির্দ্বিধায় এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারো‌‌। এছাড়া স্নাতক ও স্নাতকোত্তর স্তরে ভর্তি হলেও এই স্কলারশিপের জন্য আবেদন করা যাবে। যেকোনো ডিগ্রি অথবা পেশাগত কোর্সে ভর্তি হলেই পারম্পরিক স্কলারশিপ (Paramparik Scholarship)-এ আবেদন করা যাবে।

পারম্পরিক স্কলারশিপ (Paramparik Scholarship)-এ আবেদনের জন্য পারম্পরিক ফাউন্ডেশনের ঠিকানা :-

Paramparik – The Tradition, 122 C, Ananda Palit Road, Entally, Kolkata, West Bengal 700014, India

হেল্পলাইন নম্বর : +91-9830211974
ইমেইল আইডি : paramparik_tradition@yahoo.co.in

পারম্পরিক স্কলারশিপ (Paramparik Scholarship)-এ আবেদনের সময় যেকোনো রকম সমস্যার মুখোমুখি হলে উল্লেখিত ঠিকানায় যোগাযোগ করতে পারো। আবার চাইলে হেল্পলাইন নম্বরেও ফোন করতে পারো বা ইমেইল আইডিতে মেইল করতে পারো।‌

পারম্পরিক স্কলারশিপ (Paramparik Scholarship)-এ আবেদনের যোগ্যতা :-

এই স্কলারশিপে আবেদনের জন্য কিছু নিয়ম রয়েছে, সেগুলি হলো –

  1. আবেদনকারীকে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে।
  2. আবেদনকারীকে পশ্চিমবঙ্গের যে কোনো শিক্ষাপ্রতিষ্ঠানের পড়ুয়া হতে হবে।
  3. পশ্চিমবঙ্গের যে কোনো স্বীকৃত শিক্ষাপ্রতিষ্ঠান থেকে আবেদনকারীকে দশম শ্রেণী পাস করতে হবে।
  4. আবেদনকারীকে তার শেষ পরীক্ষায় 80 শতাংশ মার্কস পেতে হবে। তবে এই নিয়মের কোনো বাধ্যবাধকতা নেই। কিন্তু যত বেশি মার্ক থাকবে, স্কলারশিপ পাওয়ার সুযোগ তত বেশি হবে। তোমরা চাইলে যে কোনো মার্কসেই পারম্পরিক স্কলারশিপ (Paramparik Scholarship)-এ আবেদন করতে পারবে।
  5. পশ্চিমবঙ্গের যেকোনো স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠানে ডিগ্রি অথবা পেশাগত কোর্সে ভর্তি হলেও এই স্কলারশিপে আবেদন করা যাবে।

পারম্পরিক স্কলারশিপ (Paramparik Scholarship)-এ কত টাকা বৃত্তি পাওয়া যাবে?

এই স্কলারশিপে নির্দিষ্ট কোনো বৃত্তির পরিমাণ নির্ধারণ করা নেই। তবে পড়ুয়ার আর্থিক অবস্থার ওপর বৃত্তির পরিমাণ নির্ভর করে‌। এর পাশাপাশি তার মার্কস্ ও বর্তমান কোর্সের বিবরণের ওপর বৃত্তির পরিমাণ নির্ভর করে। তোমরা সর্বাধিক ১০ হাজার টাকা পর্যন্ত আর্থিক সহায়তা পেয়ে যেতে পারো।

পারম্পরিক স্কলারশিপ (Paramparik Scholarship)-এ আবেদনের জন্য প্রয়োজনীয় নথিপত্র :-

স্কলারশিপে আবেদন করার জন্য বেশ কিছু ডকুমেন্ট তথা নথির প্রয়োজন পড়বে, সেগুলি হলো –

  1. মার্কশিট : তোমার শেষ পরীক্ষার মার্কশিটের জেরক্স কপি লাগবে।
  2. মোবাইল নম্বর : এই স্কলারশিপে আবেদন করার জন্য বৈধ মোবাইল নম্বরের প্রয়োজন রয়েছে‌।
  3. ইমেইল আইডি : পারম্পরিক স্কলারশিপ (Paramparik Scholarship)-এ আবেদন করার সময় একটি বৈধ ইমেইল আইডি লাগবে‌।
  4. ঠিকানার প্রমাণপত্র : ঠিকানার প্রমাণপত্র হিসেবে আধার কার্ড অথবা ভোটার আইডির ফটোকপি জমা করা যাবে‌।
  5. আয়ের শংসাপত্র : এর পাশাপাশি পরিবারের বার্ষিক আয়ের শংসাপত্র জমা করতে হবে।
  6. নতুন শিক্ষাবর্ষে ভর্তির প্রমাণপত্র : যেকোনো কোর্স অথবা প্রতিষ্ঠান কিংবা ক্লাসে ভর্তির প্রমাণপত্র হিসেবে রশিদ জমা করতে হবে‌।
  7. ব্যাংকের পাসবুকের প্রথম পৃষ্ঠার ছবি : যে কোনো স্কলারশিপে আবেদন করার জন্য আবেদনকারী নিজস্ব একাউন্ট থাকা বাধ্যতামূলক। তাই ব্যাংক একাউন্টের বিবরণ সহ প্রথম পৃষ্ঠার ফটোকপি জমা করতে হবে।

পারম্পরিক স্কলারশিপ (Paramparik Scholarship)-এ আবেদনের শেষ তারিখ কবে?

এই স্কলারশিপে আবেদনের নির্দিষ্ট কোনো সময়সীমা নেই। বছরের যে কোন সময় পারম্পরিক স্কলারশিপ (Paramparik Scholarship)-এ আবেদন করা যাবে।

পারম্পরিক স্কলারশিপ (Paramparik Scholarship)-এ আবেদনের পদ্ধতি :-

এই স্কলারশিপে আবেদন করার জন্য কোথাও রেজিস্টার বা অ্যাকাউন্ট খোলার প্রয়োজন নেই। তোমরা চাইলে ইমেইলের মাধ্যমে‌ পারম্পরিক স্কলারশিপ (Paramparik Scholarship)-এ আবেদন করতে পারবে।‌ তবে ই-মেইলে কয়েকটি তথ্যের উল্লেখ করতে হবে। যেমন-

  1. তোমার নাম
  2. তোমার পিতা মাতার নাম
  3. বৈধ মোবাইল নম্বর
  4. বর্তমান ঠিকানা
  5. যেই কোর্সে ভর্তি হয়েছো তার নাম
  6. যেই শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হয়েছো তার নাম
  7. পারিবারিক বার্ষিক আয়ের প্রমাণ পত্র
  8. ব্যাংক একাউন্টের বিবরণ
  9. মার্কশিট
  10. বর্তমান করছে ভর্তি হওয়ার রশিদ।

আবেদন করার জন্য সবার প্রথমে তোমাদের নিজের ফোনে জিমেইল একাউন্টের প্রয়োজন হবে। জিমেইল একাউন্ট থাকলে জিমেইল অ্যাপ খুলবে। আর না থাকলে জিমেইল অ্যাকাউন্ট খুলে নেবে। এর বিশদ বিবরণ যে কোনো ইউটিউব ভিডিও থেকে পেয়ে যাবে।

এবার দেখে নিন আবেদন পদ্ধতি:-

  1. তোমার ফোনের জিমেইল অ্যাপ খোলার পর কম্পোজ ইমেইল অপশনে ক্লিক করবে।
  2. এরপর সাবজেক্ট অপশনে ‘Application for scholarship 2024’ লিখবে।
  3. ইমেইল করার আগে অবশ্যই তোমার মার্কশিটের ছবি তুলে নেবে‌। আর সেই ছবি অ্যাটাচ ফাইল অপশন থেকে এই ইমেইলের সাথে যুক্ত করে নেবে।
  4. তারপর তোমার সমস্ত বিবরণ ইমেইল বডিতে উল্লেখ করবে‌। ওপরে উল্লিখিত যাবতীয় তথ্যের ছবি ইমেইলে যুক্ত করবে।
  5. ইমেইলে দেখবে ‘টু’ বলে একটা ফাঁকা ঘর রয়েছে উপরের দিকে। সেখানে পারম্পরিক স্কলারশিপ (Paramparik Scholarship)-এ আবেদনের অফিসিয়াল ইমেইল আইডি(paramparik_tradition@yahoo.co.in) উল্লেখ করবে।
  6. এরপর সেন্ডিং অপশনে ক্লিক করলেই কিছুক্ষণের মধ্যে তোমাদের আবেদন পারম্পরিক ফাউন্ডেশনে পৌঁছে যাবে।
  7. তবে ড্রাফট, আউট বক্স আর সেন্ট অপশনে একবার দেখে নেবে যে ইমেইল ঠিকঠাক পৌঁছে গেছে কিনা।

পারম্পরিক স্কলারশিপ (Paramparik Scholarship) রিনিউয়াল করার পদ্ধতি :-

এই স্কলারশিপ প্রাইভেট ফাউন্ডেশন দ্বারা দেওয়া হয়ে থাকে। তাই এটি রিনিউয়াল করার পদ্ধতি খানিকটা আলাদা। তার জন্য তোমাকে নিজের মার্কশিট সহ এই ফাউন্ডেশনে সরাসরি যোগাযোগ করতে হবে। যদি আগে তুমি স্কলারশিপ পেয়ে থাকো তাহলে সহজেই রিনিউয়াল করে দেওয়া হবে।‌ এই ব্যাপারে বিশদে জানতে পারম্পরিক ফাউন্ডেশনের হেল্পলাইন নম্বরে যোগাযোগ করতে পারো। হেল্পলাইন নম্বরটি ওপরে দেওয়া আছে‌।

পারম্পরিক স্কলারশিপ স্কিমের কিছু গুরুত্বপূর্ণ লিঙ্ক:

পারম্পরিক স্কলারশিপ স্কিমের অফিসিয়াল ইমেল আইডি paramparik_tradition@yahoo.co.in
পারম্পরিক স্কলারশিপের যোগাযোগ নম্বর+91-9830211974
পারম্পরিক স্কলারশিপের যোগাযোগ ঠিকানা Paramparik – The Tradition, 122 C, Ananda Palit Road, Entally, Kolkata, West Bengal 700014, India

Leave a Comment