ঐক্যশ্রী স্কলারশিপ: রাজ্য সরকার ৩৩ হাজার টাকা করে স্কলারশিপ দিচ্ছে ছাত্র ছাত্রীদের , দেখে নিন আবেদন পদ্ধতি

Aikyashree Scholarship : অশিক্ষার অন্ধকার একমাত্র পড়াশোনার আলো দ্বারাই মুছে ফেলা সম্ভব। কিন্তু সকলের পক্ষে পড়াশোনার খরচ সামলানো সহজ নয়। পশ্চিমবঙ্গে 21 শতাংশের বেশি পরিবার আজও দরিদ্র সীমার নিচে বসবাস করছে। ফলে ইচ্ছে থাকা সত্ত্বেও এই ধরনের পরিবারের সন্তানেরা উচ্চশিক্ষা লাভের স্বপ্ন পূরণ করতে পারেনা। তবে আর নয়। পশ্চিমবঙ্গ সরকার নিয়ে এসেছে ঐক্যশ্রী স্কলারশিপ (Aikyashree Scholarship)। এই প্রকল্পের দৌলতে সংখ্যালঘু সম্প্রদায়ের মেধাবী সন্তানের আর্থিক সহায়তা পেয়ে থাকে।

এই স্কিম সংখ্যালঘু সম্প্রদায়ের আর্থিকভাবে পিছিয়ে পড়া পরিবারের মেধাবী ছাত্র-ছাত্রীদের জন্য ডিজাইন করা হয়েছে। এর মাধ্যমে সরকার ছাত্র-ছাত্রীদের উচ্চ শিক্ষা গ্রহণের জন্য উৎসাহ প্রদান করে থাকে। ঐক্যশ্রী স্কলারশিপ (Aikyashree Scholarship) ছাত্র-ছাত্রীদের সফলতার জন্য সমস্ত রকমের প্রয়োজনীয়তা মিটিয়ে থাকে‌। যার ফলে ব্যক্তিগত জীবনের পাশাপাশি কর্মজীবনেও তারা উচ্চতার শিখরে পৌঁছাতে পারে।

আজকের প্রতিবেদনে আমরা ঐক্যশ্রী স্কলারশিপ (Aikyashree Scholarship)-এর সম্বন্ধে বিস্তারিত আলোচনা করবো। যারা 2025 সালে ঐক্যশ্রী প্রকল্পে আবেদন করতে চাইছো তারা অবশ্যই এই প্রতিবেদনটি মন দিয়ে পড়ো।

ঐক্যশ্রী স্কলারশিপ (Aikyashree Scholarship) কী?

রাজ্য সরকার মেধাবী পড়ুয়াদের জন্য বিভিন্ন স্কলারশিপ চালু করেছে। সংখ্যালঘু সম্প্রদায়ের ছাত্র-ছাত্রীদের জন্য চালু করা হয়েছে ঐক্যশ্রী স্কলারশিপ (Aikyashree Scholarship)। ঐক্যশ্রী স্কলারশিপে আবেদন করলে 1 হাজার টাকা স্কলারশিপ পাওয়া যায়। এই স্কলারশিপ প্রথম শ্রেণী থেকে শুরু করে কলেজ পড়ুয়া ছাত্র-ছাত্রীরা পেয়ে থাকে।

এমনকি বিভিন্ন কোর্সে ভর্তি হওয়া পড়ুয়ারাও এই স্কলারশিপের সুবিধা পেয়ে থাকে। পশ্চিমবঙ্গের প্রায় 21 শতাংশ পরিবার দরিদ্র সীমার নিচে বসবাস করে। আর ভারতবর্ষের মোট জনসংখ্যার প্রায় 16.4 শতাংশ পরিবার দরিদ্র সীমার নিচে বসবাস করে। এইসব পরিবারের কাছে পড়াশোনা এক অলীক স্বপ্ন। এমন পরিবারগুলিতে মেধাবী সন্তান থাকা সত্ত্বেও টাকা পয়সার অভাবে উচ্চশিক্ষা লাভের স্বপ্ন তারা পূরণ করতে পারে না।

তাদের কথা ভেবেই রাজ্য সরকার একাধিক স্কলারশিপের সুবিধা দিয়ে থাকেন। এই স্কলারশিপগুলি নির্ভর করে মেধা, জাতি ও পরিবারের আয় সহ বিভিন্ন বিষয়ের ওপর।

ঐক্যশ্রী স্কলারশিপ (Aikyashree Scholarship)-এ কত তারিখ পর্যন্ত আবেদন করা যাবে?

2024-25 শিক্ষাবর্ষে এই স্কলারশিপে আবেদন করার শেষ তারিখ বাড়ানো হয়েছে। পশ্চিমবঙ্গ সরকারের সংখ্যালঘু উন্নয়ন ও অর্থনিগম মন্ত্রকের দ্বারা স্কলারশিপ চালনা করা হয়। জানা যাচ্ছে, 31 শে ডিসেম্বর 2024 পর্যন্ত এই স্কলারশিপে আবেদন করা যাবে।

ঐক্যশ্রী স্কলারশিপ (Aikyashree Scholarship)-এর নোটিশ :-

2024-25 শিক্ষাবর্ষে ঐক্যশ্রী স্কলারশিপে আবেদন করা শুরু হয়ে গিয়েছে, চলবে 31 শে ডিসেম্বর পর্যন্ত। এই স্কলারশিপে পশ্চিমবঙ্গের সংখ্যালঘু সম্প্রদায়ের সন্তানেরা আবেদন করতে পারবে। এতে প্রি-ম্যাট্রিক, পোস্ট মেট্রিক, ট্যালেন্ট সাপোর্ট প্রোগ্রাম আর স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিন্স স্কলারশিপ যুক্ত রয়েছে। অনলাইন মারফত এই স্কলারশিপে আবেদন করা যাবে‌।

ঐক্যশ্রী স্কলারশিপ (Aikyashree Scholarship)-এর স্ট্যাটাস চেক করার পদ্ধতি :-

  1. এই জন্য স্কলারশিপের অফিশিয়াল ওয়েবসাইট ভিজিট করতে হবে।
  2. এরপর স্টুডেন্ট এরিয়াতে ক্লিক করতে হবে।
  3. তারপর তোমাদের সামনে একটি পেজ খুলে যাবে।
  4. সেখানে ট্র্যাক এপ্লিকেশন অপশনে ক্লিক করতে হবে।
  5. এরপর শিক্ষা প্রতিষ্ঠান রাজ্যের কোন্ জেলায় অবস্থিত তা নির্বাচন করে OK অপশনে ক্লিক করতে হবে।
  6. তারপর রেজিস্ট্রেশন বর্ষ সিলেক্ট করতে হবে।
  7. এরপর জেলার নাম সিলেক্ট করে এপ্লিকেশন আইডি অথবা মোবাইল নম্বর উল্লেখ করতে হবে।
  8. তারপর জন্ম তারিখ উল্লেখ করে ক্যাপচা কোড লিখতে হবে।
  9. এরপর সাবমিট অপশনে ক্লিক করতে হবে।
  10. তাহলেই সামনে স্ট্যাটাস পেজ খুলে যাবে।

ইনস্টিটিউট লেভেল ভেরিফাই, ব্লক লেভেল ভেরিফাই, ডিস্ট্রিক্ট লেভেল ভেরিফাই আর তারপর স্টেট লেভেল ভেরিফাই। স্টেট লেভেল ভেরিফাই হওয়ার 1 সপ্তাহ থেকে 2 সপ্তাহের মধ্যেই ব্যাংক একাউন্টে টাকা ঢুকে যাবে। তাই চিন্তা করবেন না। নির্বাচনের আগেই ছাত্রছাত্রীদের ব্যাংক একাউন্টে স্কলারশিপের টাকা ঢোকা শুরু হয়ে যাবে।

ঐক্যশ্রী স্কলারশিপ (Aikyashree Scholarship)-এর সুবিধা :-

এই স্কলারশিপের বেশ কিছু সুবিধা রয়েছে, সেগুলি হল-

  • ঐক্যশ্রী প্রকল্প (Aikyashree Scholarship)-এর মাধ্যমে সংখ্যালঘু সম্প্রদায়ের মেধাবী ছাত্র-ছাত্রীরা পরবর্তী পড়াশোনার জন্য লোন নিতে পারে।
  • এই স্কলারশিপের মাধ্যমে সংখ্যালঘু সম্প্রদায়ের মেয়েরা শিক্ষা গ্রহণের সুবিধা লাভ করতে পারে।
  • ছাত্র-ছাত্রীদের পড়াশোনার খরচ নিয়ে চিন্তা করতে হয় না।
  • ছাত্র-ছাত্রীরা স্কলারশিপের মাধ্যমে উচ্চশিক্ষা লাভ করে পরবর্তী সময়ে স্বাবলম্বী হতে পারে।
  • পশ্চিমবঙ্গের সাক্ষরতার হার বৃদ্ধি পায়।
  • চাকরির জন্য ছাত্র-ছাত্রীরা এই স্কলারশিপের মাধ্যমে ট্রেনিং নিতে পারে।

ঐক্যশ্রী স্কলারশিপ (Aikyashree Scholarship)-এ আবেদনের যোগ্যতা :-

এই স্কিমের আওতায় পাঁচটি আলাদা আলাদা স্কলারশিপ রয়েছে। সেগুলিতে আবেদনের শর্তাবলী ভিন্ন ভিন্ন। জেনে নিন-

ওয়েস্ট বেঙ্গল প্রি-মেট্রিক স্কলারশিপ –

  • আবেদনকারীকে অবশ্যই পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে।
  • আবেদনকারীকে প্রথম শ্রেণী থেকে দশম শ্রেণীর মধ্যে যেকোন একটি ক্লাসের পড়ুয়া হতে হবে।
  • আবেদনকারীকে এসটি অথবা এসসি ক্যাটাগরির অন্তর্ভুক্ত হতে হবে।
  • আবেদনকারীর পরিবারের বার্ষিক আয় 2 লাখ টাকার মধ্যে হতে হবে।

ওয়েস্ট বেঙ্গল পোস্ট মেট্রিক স্কলারশিপ –

  • আবেদনকারীকে অবশ্যই পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে।
  • আবেদনকারীকে একাদশ শ্রেণি অথবা দ্বাদশ শ্রেণী কিংবা স্নাতক স্তর বা স্নাতকোত্তর স্তরের পড়ুয়া হতে হবে।
  • আবেদনকারী পড়ুয়াকে এসটি, এসসি অথবা ওবিসি বিভাগের অন্তর্ভুক্ত হতে হবে।
  • আবেদনকারী শিক্ষার্থী ওবিসি হলে তার পরিবারের বার্ষিক আয় 1 লাখ টাকার মধ্যে হতে হবে। তবে এসসি হলে 2 লাখ টাকা আর এসটি হলে 2.5 লাখ টাকা পর্যন্ত বার্ষিক আয় হলেই হবে।

পশ্চিমবঙ্গ বিজ্ঞান কন্যা মেধা বৃত্তি স্কলারশিপ –

  • এই স্কলারশিপে আবেদন করার জন্য পড়ুয়াকে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে।
  • এই স্কলারশিপে কেবলমাত্র ছাত্রীরাই আবেদন করতে পারবে।
  • আবেদনকারী পড়ুয়াকে যেকোনো বোর্ড থেকে দ্বাদশ শ্রেণীর উত্তীর্ণ হতে হবে।
  • আবেদনকারীকে বিজ্ঞান বিভাগ, মেডিসিন অথবা ইঞ্জিনিয়ারিং নিয়ে পশ্চিমবঙ্গের যেকোনো ইনস্টিটিউটে ভর্তি হতে হবে।

স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিন্স স্কলারশিপ –

  • আবেদনকারীকে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে।
  • আবেদনকারীকে একাদশ অথবা দ্বাদশ শ্রেণীর পড়ুয়া হতে হবে। এছাড়া দ্বাদশ শ্রেণীর উত্তীর্ণ হওয়ার পর ইঞ্জিনিয়ারিং, মেডিসিন অথবা টেকনিক্যাল কোনো কোর্সে ভর্তি হতে হবে।
  • মাধ্যমিকের পর এই স্কলারশিপে আবেদন করতে গেলে পড়ুয়াকে নূন্যতম 75 শতাংশ মার্কস পেতে হবে।
  • আবেদনকারীর পরিবারের বার্ষিক আয় 2.5 লাখ টাকার মধ্যে হতে হবে।

পশ্চিমবঙ্গ হিন্দি স্কলারশিপ স্কিম –

  • এই স্কলারশিপে আবেদন করার জন্য পড়ুয়াকে পশ্চিমবঙ্গের বাসিন্দা হতে হবে।
  • আবেদনকারীকে হিন্দিভাষী রাজ্যের পড়ুয়া হলে চলবে না।
  • আবেদনকারীকে এই স্কলারশিপের জন্য আবেদন করতে গেলে ন্যূনতম মাধ্যমিক পাস হতে হবে। এই স্কলারশিপে স্নাতকোত্তর স্তর পর্যন্ত আবেদন করা যায়।
  • এই স্কলারশিপে আবেদনের জন্য নূন্যতম 60 শতাংশ মার্কস পেতে হবে‌। বিষয়ের তালিকায় হিন্দি অবশ্যই থাকতে হবে।

ঐক্যশ্রী স্কলারশিপ (Aikyashree Scholarship)-এ আবেদনের পদ্ধতি :-

  1. সবার প্রথমে অফিসিয়াল ওয়েবসাইটে লগইন করতে হবে। এরপর রেজিস্টার করতে হবে‌।
  2. তারপর রেজিস্ট্রিকৃত আইডি ও পাসওয়ার্ড সহ লগইন করতে হবে।
  3. এরপর শিক্ষা প্রতিষ্ঠানের জেলা বেছে নিতে হবে।
  4. আবেদন করার সময় ব্যক্তিগত তথ্য, শিক্ষাগত তথ্য আর ব্যাংক ডিটেলস পূরণ করতে হবে‌‌।
  5. ফরম ফিলাপ করার সময় অবশ্যই প্রতিটি তথ্যের দিকে খেয়াল রাখবে।
  6. এরপর সাবমিট করে দিতে হবে।
  7. ফর্মটির এক কপি প্রিন্ট আউট নিজের কাছে রেখে দেবে‌।
  8. সাবমিট করার সময় আধার কার্ড, পাসপোর্ট সাইজের ছবি, পারিবারিক আয়ের শংসাপত্র, ঠিকানার প্রমাণপত্র, জাতিগত শংসাপত্র, শেষ পরীক্ষার মার্কশীট ইত্যাদি স্ক্যান করে আপলোড করতে হবে‌।

ঐক্যশ্রী স্কলারশিপের কিছু গুরুত্বপূর্ণ লিঙ্ক:

ঐক্যশ্রী স্কলারশিপের অফিসিয়াল ওয়েবসাইট লিঙ্ক

ঐক্যশ্রী স্কলারশিপের বিজ্ঞপ্তি ডাউনলোড করুন

ঐক্যশ্রী স্কলারশিপে রেজিস্ট্রেশন করার লিঙ্ক

ঐক্যশ্রী স্কলারশিপের স্ট্যাটাস চেক করার লিঙ্ক

Leave a Comment