Bigyani Kanya Medha Britti Scholarship : মেয়েদের পড়াশুনা নিয়ে অনেকেই বিশেষ চিন্তা করে না। কোনোরকমে উচ্চ মাধ্যমিক পাশ করলেই বিয়ের কথা মাথায় চলে আসে বেশিরভাগ বাবা মায়ের। কিন্তু এখন সময় বদলাচ্ছে। এখনকার মেয়েরা আর মুখ বুজে সব সিদ্ধান্ত মেনে নেয় না। তারা নিজেদের হয়ে কথা বলতে শিখেছে। একটা সময় ছিল মাধ্যমিকের পর মেয়েদের ভবিষ্যৎ বলতে কেবল আর্টস অর্থাৎ কলা বিভাগকেই বোঝা হতো।
কিন্তু সকলের তো আর আর্টসের বিষয়ের ওপর রুচি থাকে না। অনেকেই চায় বিজ্ঞান বিভাগে পড়তে। তবে বিজ্ঞান বিভাগে পড়ার খরচ নেহাত কম নয়। আর মেয়েদের পেছনে অত টাকা খরচ করতে চান না অনেক বাবা মা। আবার কিছু কিছু পরিবার মেয়ের পড়াশোনার জন্য বেশি টাকা খরচ করতে চাইলেও, আর্থিক অনটনের কারণে তা আর হয়ে ওঠে না।
এখন থেকে তোমাদের আর চিন্তা করতে হবে না। এবার স্কলারশিপের মাধ্যমেই নিজেদের বিজ্ঞান বিভাগে পড়াশোনার স্বপ্ন পূরণ করতে পারবে। আজকের প্রতিবেদনে সেই সম্বন্ধে কথা বলব।
পশ্চিমবঙ্গের ছাত্রীদের জন্য চলে এসেছে একটি নতুন স্কলারশিপ। যার নাম বিজ্ঞান কন্যা মেধা বৃত্তি স্কলারশিপ। এই স্কলারশিপের মাধ্যমে মেয়েদের বিজ্ঞান বিভাগে পড়ার জন্য উৎসাহ প্রদান করা হয়। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির উদ্যোগে রাজ্য সরকারের পক্ষ থেকে এই স্কলারশিপ চালু করা হয়েছে। আর চালু হওয়ার পর থেকেই গোটা রাজ্যে এর সুনাম ছড়িয়ে পড়েছে।
পশ্চিমবঙ্গে বিভিন্ন ধরনের স্কলারশিপ রয়েছে। কিন্তু এই স্কলারশিপটির সম্বন্ধে অনেক বাবা মায়েরাই জানেন না। এমনকি ছাত্রীদের কাছেও খোঁজ নেই। আজকের প্রতিবেদনে বিজ্ঞান কন্যা মেধা বৃত্তি স্কলারশিপ (Bigyani Kanya Medha Britti Scholarship)-এর সম্বন্ধে জেনে নিন।
বিজ্ঞান কন্যা মেধা বৃত্তি স্কলারশিপ (Bigyani Kanya Medha Britti Scholarship) কী?
মাধ্যমিকের পর পশ্চিমবঙ্গের ছাত্রীদের বিভাগ বেছে নিতে হয়। উচ্চ মাধ্যমিক স্তরের ছাত্রীদের বিজ্ঞান বিভাগে উৎসাহিত করার লক্ষ্যে এই স্কলারশিপের সূচনা করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। এটি জগদীশ বোস ন্যাশনাল সাইন্স ট্যালেন্ট সার্চ কলকাতা ফাউন্ডেশন-এর মাধ্যমে কার্যকর করা হয়েছে।
এর মাধ্যমে পশ্চিমবঙ্গের আর্থিকভাবে পিছিয়ে পড়া পরিবারের কন্যা সন্তানেরা বিজ্ঞান বিভাগে পড়ার জন্য প্রয়োজনীয় আর্থিক সহায়তা পেয়ে থাকে। এর মাধ্যমে ল্যাপটপ পাওয়ার সুযোগও রয়েছে।
বিজ্ঞান কন্যা মেধা বৃত্তি স্কলারশিপ (Bigyani Kanya Medha Britti Scholarship)-এ আবেদন করার শর্তাবলী :-
এই স্কলারশিপে আবেদন করার নির্দিষ্ট কিছু শর্ত রয়েছে, যথা :-
- মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর যে সমস্ত ছাত্রীরা বিজ্ঞান বিভাগের ভর্তি হয় একমাত্র তারাই এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারে।
- আবেদনকারীকে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে।
- এই স্কলারশিপের জন্য আবেদন করতে গেলে ছাত্রীকে মাধ্যমিক পরীক্ষায় ন্যূনতম 75 শতাংশ মার্কস পেতে হবে।
- যারা উচ্চমাধ্যমিকের পর স্নাতক স্তরে বিজ্ঞান বিভাগে পড়াশোনা করছে, তারাও এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবে। তবে বিজ্ঞান বিভাগের পাস কোর্স অথবা নার্সিং কিংবা ডিপ্লোমা কোর্সে ভর্তি হলে, এই স্কলারশিপের জন্য আবেদন করা যাবে না।
- ২০২৩ সালের আগে যারা মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে, তারা এই স্কলারশিপে আবেদন করতে পারবে না।
বিজ্ঞান কন্যা মেধা বৃত্তি স্কলারশিপ (Bigyani Kanya Medha Britti Scholarship)-এ আবেদনের জন্য প্রয়োজনীয় নথি :-
এই স্কলারশিপে আবেদনের জন্য বেশ কিছু নথিপত্র তথা ডকুমেন্টের প্রয়োজন পড়বে। সেগুলি হল-
- শেষ পরীক্ষার মার্কশিট।
- একাদশ শ্রেণীতে ভর্তি হওয়ার রশিদ অথবা প্রমাণপত্র। তবে যদি স্নাতক স্তরে এই স্কলারশিপে জন্য আবেদন করা হয় সেক্ষেত্রে প্রথম বর্ষে ভর্তির রশিদ।
- আবেদনকারী ছাত্রীর রঙিন পাসপোর্ট সাইজের ছবি।
- আবেদনকারী ছাত্রীর স্বাক্ষর।
- আবেদনকারী ছাত্রীর ব্যাংকের পাসবুকের প্রথম পৃষ্ঠার জেরক্স।
বিজ্ঞান কন্যা মেধা বৃত্তি স্কলারশিপ (Bigyani Kanya Medha Britti Scholarship)-এ আবেদন করতে কত টাকা লাগবে?
কলকাতার জগদীশচন্দ্র বোস ন্যাশনাল সাইন্স ট্যালেন্ট সার্চ ফাউন্ডেশন জানিয়েছে, জুনিয়র বিজ্ঞান কন্যা মেধা বৃত্তির আওতায় আবেদন জানানোর জন্য 100 টাকা ফি হিসেবে জমা করতে হবে। অপরদিকে সিনিয়র বিজ্ঞান কন্যা মেধা বৃত্তির আওতায় আবেদনকারীকে আবেদন ফি হিসেবে 200 টাকা জমা করতে হবে।
বিজ্ঞান কন্যা মেধা বৃত্তি স্কলারশিপ (Bigyani Kanya Medha Britti Scholarship)-এ যোগ্য ছাত্রী নির্বাচনের প্রক্রিয়া :-
এই স্কলারশিপে যোগ্য প্রমাণিত হওয়ার জন্য আবেদনকারী ছাত্রীকে জুনিয়র ট্যালেন্ট সার্চ টেস্টে অংশগ্রহণ করতে হয়। এই টেস্টে উত্তীর্ণ হতে পারলে তবেই বিজ্ঞানী কন্যা স্কলারশিপের আওতায় আর্থিক সহায়তা পাওয়া যাবে।
জুনিয়র বিজ্ঞানী কন্যা মেধা বৃত্তি –
এই টেস্টে 90 মার্কসের পরীক্ষা হয়। 30 নম্বরের ভৌত বিজ্ঞান, 30 নম্বরের অংক আর 30 নম্বরের জীবন বিজ্ঞান পরীক্ষা হয়। পরীক্ষা দেওয়ার জন্য ছাত্রীদের কাছে 2 ঘন্টা সময় থাকে।
সিনিয়র বিজ্ঞানী কন্যা মেধা বৃত্তি –
তবে সিনিয়র বিজ্ঞানী কন্যা মেধা বৃত্তির ক্ষেত্রে 100 নম্বরের সিনিয়র ট্যালেন্ট সার্চ টেস্ট নেওয়া হয়। এতে সময় থাকে 3 ঘন্টা। উত্তীর্ণ হতে পারলে তবেই স্কলারশিপ দেওয়া হয়।
বিজ্ঞান কন্যা মেধা বৃত্তি স্কলারশিপ (Bigyani Kanya Medha Britti Scholarship)-এ কত টাকা অনুদান দেওয়া হয়?
কলকাতার জগদীশ বোস ন্যাশনাল সাইন্স ট্যালেন্ট সার্চ ফাউন্ডেশন-এর তরফ থেকে এই স্কলারশিপটি দুই ভাগে ভাগ করা হয়েছে। একটি হলো জুনিয়র বিজ্ঞানী কন্যা মেধা বৃত্তি আর অপরটি হলো সিনিয়র বিজ্ঞানী কন্যা মেধা বৃত্তি।
জুনিয়র বিজ্ঞানী কন্যা মেধা বৃত্তি –
মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হয়ে একাদশ শ্রেণীতে বিজ্ঞান বিভাগে ভর্তি হলে এই স্কলারশিপ এর জন্য আবেদন করা যায়। এক্ষেত্রে ছাত্রীদের প্রত্যেক মাসে 1250 টাকা করে আর্থিক সহায়তা প্রদান করা হয়। বছরে 15 হাজার টাকা পর্যন্ত অনুদান পাওয়া যায়। এর পাশাপাশি বই কেনার জন্য প্রত্যেক বছর 2500 টাকা দেওয়া হয়ে থাকে।
সিনিয়র বিজ্ঞানী কন্যা মেধা বৃত্তি –
উচ্চ মাধ্যমিক পরীক্ষায় বিজ্ঞান বিভাগে উত্তীর্ণ হওয়ার পর স্নাতক স্তরে বিজ্ঞান বিভাগের অনার্স কোর্সে ভর্তি হলে এই স্কলারশিপের জন্য আবেদন করা যায়। এক্ষেত্রে ছাত্রীরা প্রত্যেক মাসে 4000 টাকা করে আর্থিক অনুদান পেয়ে থাকে। আর বই কেনার জন্য বছরে 5000 টাকা দেওয়া হয়। এই স্কলারশিপের আওতায় সর্বাধিক 10 ছাত্রীকে ল্যাপটপ প্রদান করা হয়।
বিজ্ঞান কন্যা মেধা বৃত্তি স্কলারশিপ (Bigyani Kanya Medha Britti Scholarship)-এ আবেদনের প্রক্রিয়া :-
- এই স্কলারশিপে আবেদনের জন্য ছাত্রীকে কলকাতার জগদীশচন্দ্র বোস ন্যাশনাল সাইন্স ট্যালেন্ট সার্চ ফাউন্ডেশনের অফিসিয়াল ওয়েবসাইটে লগইন করতে হবে।
- এরপর জুনিয়র অথবা সিনিয়র বিজ্ঞানী কন্যা মেধা নির্বাচন করে ট্যালেন্ট সার্চের বিকল্প বেছে নিতে হবে।
- এরপর নতুন একটি পেজ সামনে খুলে যাবে। পেজটিতে বেশ কিছু তথ্য দেখাবে। নিজের নির্দিষ্ট অপশনে ক্লিক করলে আবেদনপত্রটি ওপেন হয়ে যাবে।
- প্রয়োজনীয় সকল তথ্য আবেদনপত্রে ফিলাপ করার পর প্রয়োজনীয় নথিগুলি স্ক্যান করে আপলোড করে দিতে হবে।
- এরপর ক্যাপচা কোড লিখতে হবে।
- তারপর ফাইনাল সাবমিশন করলেই আপনার আবেদন প্রক্রিয়া শেষ হবে।
বিজ্ঞান কন্যা মেধা বৃত্তি স্কলারশিপের কিছু গুরুত্বপূর্ণ লিঙ্ক:
বিজ্ঞান কন্যা মেধা বৃত্তি স্কলারশিপের অফিসিয়াল ওয়েবসাইট লিঙ্ক
বিজ্ঞান কন্যা মেধা বৃত্তি স্কলারশিপে আবেদন পত্র ডাউনলোড লিঙ্ক