কোটাক সুরক্ষা স্কলারশিপ: এই স্কলারশিপের মাধ্যমে দেশের প্রতিবন্ধী শিক্ষার্থীরা পেতে চলেছে ১ লক্ষ টাকা

আমাদের দেশে দরিদ্র পরিবারের সংখ্যা অনেক বেশি তাই দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি সংস্থা বিভিন্নভাবে অর্থনৈতিক সংকটের মধ্যে থাকা বিভিন্ন পরিবারকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়ে থাকে। বিশেষ করে আমাদের দেশের জন্য যা প্রয়োজন তা হল শিক্ষার হার বাড়িয়ে তোলা। আর এই অর্থনৈতিক সংকট বহু শিক্ষার্থীদের জীবনে উচ্চশিক্ষার ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়ায়, আর এই সংকট থেকেই মুক্তি দিতে অনেক বেসরকারি সংস্থা বিভিন্ন রকম স্কলারশিপ প্রদান করে থাকে।

এরকমই ভারতের অত্যন্ত জনপ্রিয় সংস্থা কোটাক মহিন্দ্রা গ্রুপ এর অধীনে কোটাক সিকিউরিটি লিমিটেডের একটি সামাজিক উদ্যোগ হিসেবে কোটাক সুরক্ষা স্কলারশিপ (Kotak Suraksha Scholarship) চালু করা হয়। এই স্কলারশিপের এক বিশেষ উদ্যোগ হল শারীরিকভাবে প্রতিবন্ধী এবং আর্থিক ভাবে দুর্বল পরিবারের ছাত্র-ছাত্রীদের পড়াশোনার জন্য আর্থিক সহায়তা প্রদান করা। আজকের এই নিবন্ধে এই স্কলারশিপ সম্পর্কে আরো কিছু বিস্তারিত তথ্য জেনে নেব।

কোটাক সুরক্ষা স্কলারশিপ আসলে কি ?
What is Kotak Suraksha Scholarship?

আমাদের দেশের অত্যন্ত পরিচিত একটি নাম কোটাক মাহিন্দ্রা গ্রুপ। ১৯৮৫ সালে প্রতিষ্ঠিত হওয়া এই Kotak Mahindra Group হলো ভারতের একটি অন্যতম বড় আর্থিক পরিষেবা/financial Service প্রদানকারী সংস্থা। এই গ্রুপের প্রধান কোম্পানি হল কোটাক মাহিন্দ্রা ব্যাংক যা ভারতের অন্যতম বৃহৎ প্রাইভেট ব্যাংক গুলির মধ্যে একটি।

এই ব্যাংক আমাদের দেশের জনসাধারণদের বিভিন্ন পরিষেবা দিয়ে থাকে যেমন ব্যাংকিং, লাইফ ইন্সুরেন্স, হেলথ ইন্সুরেন্স , ইনভেস্টমেন্ট, লোন মিউচুয়াল ফান্ড ইত্যাদি। এই কোটাক মাহিন্দ্রা গ্রুপের অধীনস্থ Kotak Security Limited হল একটি কোম্পানি যেটি মূলত শেয়ার বাজারে বিনিয়োগ এবং ব্রোকারেজ পরিষেবা প্রদান করে থাকে।

আর এই কোটাক সিকিউরিটি লিমিটেডের তরফ থেকেই এবারে আরও এক পরিষেবা প্রদান করার উদ্যোগ নেওয়া হয় তা হলো যারা আর্থিকভাবে পিছিয়ে পড়েছে বিশেষ করে যারা প্রতিবন্ধকতার সাথে জীবন যাপন করছে এবং এর পাশাপাশি অর্থনৈতিক সংকট তাদের জীবনে উচ্চশিক্ষার ক্ষেত্রে বাঁধা হয়ে দাঁড়িয়েছে তাদের জন্যে অর্থনৈতিক সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া যাতে তারা সঠিক শিক্ষার সুযোগ থেকে বঞ্চিত না হয়।

এই স্কলারশিপের মাধ্যমে স্কুলের নবম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত বিভিন্ন প্রতিবন্ধী ও আর্থিকভাবে দুর্বল শিক্ষার্থীরা অর্থ সাহায্য পেয়ে থাকে এবং এরপরে উচ্চশিক্ষার ক্ষেত্রে স্নাতক স্তরে পড়াশোনা করার জন্যেও প্রতিবন্ধী ও দরিদ্র শিক্ষার্থীরা এই স্কলারশিপ পেয়ে থাকে। স্কলারশিপের এই টাকা দিয়ে শিক্ষার্থীরা তাদের টিউশন ফি, বই খাতার খরচ, স্কুল-কলেজের ফি, হোস্টেল খরচ, ডিভাইস বা ইন্টারনেটের খরচ, এমনকি যাতায়াত বা চিকিৎসা সংক্রান্ত খরচ কভার করতে পারে।

কোটাক সুরক্ষা স্কলারশিপের পরিমাণ:
Kotak Suraksha Scholarship Amount:

স্কুল ছাত্রছাত্রীদের জন্য (ক্লাস ৯-১২): প্রতি বছর সর্বোচ্চ ₹৫০,০০০।

স্নাতক ছাত্রছাত্রীদের জন্য: প্রতি বছর সর্বোচ্চ ₹১,০০,০০০।

কোটাক সুরক্ষার স্কলারশিপের জন্য আবেদনের ক্ষেত্রে প্রয়োজনীয় যোগ্যতা:
Eligibility requirements for applying for Kotak Security Scholarship:

  1. আবেদনকারী কে অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে।
  2. আবেদনকারীকে অবশ্যই শারীরিক প্রতিবন্ধী (PWD) হতে হবে।
  3. ক্লাস ৯ থেকে ১২ অথবা স্নাতক কোর্সে অধ্যয়নরত হতে হবে আবেদনকারীকে।
  4. আবেদনকারীর লাস্ট কোয়ালিফাইড পরীক্ষায় কমপক্ষে ৫৫% নম্বর থাকা আবশ্যক।
  5. আবেদনকারীর বার্ষিক পারিবারিক আয় ₹৩,২০,০০০ বা তার কম হতে হবে।
  6. কোটাক সিকিউরিটি বা Buddy4Study-র কর্মচারীদের সন্তানরা এই স্কলারশিপ এর জন্য আবেদন করতে পারবেন না।

কোটাক সুরক্ষার স্কলারশিপের জন্য আবেদনের জন্য প্রয়োজনীয় ডকুমেন্টস:
Documents required to apply for Kotak Suraksha Scholarship:

  1. আবেদনকারীর বিশেষ সক্ষমতার প্রমাণ অর্থাৎ Handicap Certificate ।
  2. আবেদনকারীর Proof of Identity অর্থাৎ আধার কার্ড বা রেশন কার্ড বা ভোটার কার্ড।
  3. আবেদনকারীর বর্তমান বছরের স্কুল বা কলেজের Admission Proof অর্থাৎ Admission Fee Invoice বা এডমিশান সার্টিফিকেট বা প্রতিষ্ঠানের আইডি কার্ড বা বোনাফাইট সার্টিফিকেট।
  4. আবেদনকারীর মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকে সার্টিফিকেট
  5. আবেদনকারী সর্বশেষ শিক্ষাবর্ষ অর্থাৎ লাস্ট কোয়ালিফিকেশনের মার্কসিট ।
  6. আবেদনকারীর পারিবারিক আয়ের প্রমাণপত্র গ্রাম পঞ্চায়েত অথবা মিউনিসিপ্যালিটির স্বাক্ষর এবং স্ট্যাম্প দেওয়া।
  7. আবেদনকারীর সাম্প্রতিক পাসপোর্ট সাইজের রঙিন ছবি ।
  8. আবেদনকারীর ব্যাংক ডিটেল অর্থাৎ ব্যাংকের পাস বই।

কোটাক সুরক্ষার স্কলারশিপে আবেদন করার পদ্ধতি:
How to apply for Kotak Suraksha Scholarship:

  1. সর্বপ্রথমে email id বা মোবাইল নাম্বার দিয়ে অফিসিয়াল ওয়েবসাইট https://www.buddy4study.com/page/kotak-suraksha-scholarship-program তে গিয়ে log in
    করতে হবে।
  2. এরপর Kotak Suraksha Scholarship Program টি বেছে নিতে হবে।
  3. এরপর আবেদন প্রক্রিয়া শুরু করার জন্য “Start Application” button এ ক্লিক করতে হবে ।
  4. এরপর আবেদনকারী বিভিন্ন পার্সোনাল ইনফরমেশন দিয়ে স্ক্রিনে আসা ফর্ম পূরণ করতে হবে এবং প্রয়োজনীয় ডকুমেন্ট আপলোড করতে হবে।
  5. এরপর “Terms and Conditions” অপশনে গিয়ে “Accept” button click korte hobe এবং “Preview” অপশন ক্লিক করলে আবেদনকারীর সমস্ত ইনফরমেশন দিয়ে পূরণ করা ফর্ম টি প্রিভিউ স্ক্রিনে পরিদর্শিত হবে তা ভালোভাবে মিলিয়ে নিয়ে Submit অপশনে ক্লিক করে আবেদন জমা দিতে হবে।

কোটাক সুরক্ষার স্কলারশিপের আবেদনকারীদের মধ্যে নির্বাচন প্রক্রিয়া :
Selection process among applicants of Kotak Suraksha Scholarship:

  1. প্রাথমিক বাছাই আবেদনকারীর শিক্ষাগত যোগ্যতা ও আর্থিক অবস্থা অনুযায়ী হয়।
  2. এরপর প্রাথমিকভাবে নির্বাচিত আবেদনকারীদের টেলিফোনিক সাক্ষাৎকার ও ডকুমেন্ট যাচাই হয়।
  3. স্কলারশিপ প্রদানকারী কর্তৃপক্ষ দ্বারা সমস্ত কিছু মূল্যায়ন করে স্কলারশিপ এর জন্য উপযুক্তদের নির্বাচন করা হয় ও ফোন কল বা ইমেইলের মাধ্যমে কনফার্মেশন দেওয়া হয় এবং স্কলারশিপ চালু করা হয়।

কোটাক সুরক্ষার স্কলারশিপ কেন গুরুত্বপূর্ণ?
Why is Kotak Suraksha Scholarship important?

অর্থনৈতিক সহায়তা – প্রতিবন্ধী ছাত্র-ছাত্রীদের বছরে ₹৫০,০০০ থেকে ₹১,০০,০০০ পর্যন্ত আর্থিক সহায়তা দিয়ে থাকে এই স্কলারশিপ

সব ধরনের শিক্ষার্থী উপকৃত হয় – স্কুল (ক্লাস ৯-১২) এবং কলেজ (স্নাতক স্তর) – উভয় স্তরের ছাত্রছাত্রীরা এই স্কলারশিপ পেয়ে থাকে।

টিউশন ফি ও অন্যান্য খরচ কভার করে – স্কুল/কলেজ ফি, বই, খাতা, হোস্টেল ফি, মেস খরচ এমনকি ইন্টারনেট ও ডিভাইস খরচও দিয়ে থাকে এই স্কলারশিপ প্রোগ্রাম।

প্রতিবন্ধী ছাত্রদের জন্য বিশেষ সুযোগ – শারীরিক প্রতিবন্ধকতা থাকা শিক্ষার্থীদের জন্য এটা একটি বড় সহায়তা।

সহজ অনলাইন আবেদন প্রক্রিয়া – Buddy4study (https://www.buddy4study.com/page/kotak-suraksha-scholarship-program) পোর্টালের মাধ্যমে ঘরে বসেই আবেদন করা যায়।

কোনো আবেদন ফি নেই- আবেদন করতে কোনো টাকা লাগে না, সম্পূর্ণ বিনামূল্যে এই স্কলারশিপের জন্য আবেদন করা যায়।

পড়াশোনা চালিয়ে যেতে উৎসাহ দেয় – দেশের যে সমস্ত শিক্ষার্থীরা আর্থিক কারণে পড়াশোনা বন্ধ করতে বাধ্য হয়, তারা এই সাহায্য পেয়ে আবার চালিয়ে যেতে পারে।

সমান সুযোগ সৃষ্টি করে – এই স্কলারশিপ শিক্ষায় সাম্যতা তৈরি করে যাতে সবাই যেন পড়াশোনার সুযোগ পায়।

নির্দিষ্ট ফলাফল লাগলেও বেশি নম্বরের চাপ নেই –
ক্লাস ৯-১২ এর জন্য ৫০% আর স্নাতকের জন্য ৫৫% নম্বর থাকলেই যোগ্য।

ভবিষ্যতের জন্য আত্মবিশ্বাস বাড়ায় – আর্থিক দুশ্চিন্তা কমে গেলে শিক্ষার্থীরা মনোযোগ দিয়ে পড়াশোনা করতে পারে ও ভবিষ্যৎ গড়তে পারে।

গুরুত্বপূর্ণ টিপস

এই কোটাক সুরক্ষার স্কলারশিপ সম্পর্কিত কোনরকম কনফিউশন থাকলে বা বিস্তারিত তথ্য জানার হলে সরাসরি কোম্পানি সাথে আপনারা যোগাযোগ করতে পারেন ইমেইল: kotaksuraksha@buddy4study.com অথবা ফোন নম্বর: ০১১-৪৩০-৯২২৪ (এক্সটেনশন ৩৩৯) এর মাধ্যমে।

উপসংহার:

কোটাক সুরক্ষা স্কলারশিপ (Kotak Suraksha Scholarship) প্রোগ্রাম শুধুমাত্র একটি আর্থিক সহায়তা নয় – এটি একটি সাহসের উৎস, একটি স্বপ্নপূরণের আশীর্বাদ। প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য এই স্কলারশিপ এক নতুন আশার আলো, যা তাদের শিক্ষা জীবনকে আরও দৃঢ় ও স্থিতিশীল করে তোলে। সমাজের প্রতিটি শিশুর স্বপ্ন পূরণে সহায়তা করা আমাদের সবার দায়িত্ব, আর কোটাক সিকিউরিটি সেই পথেই একটি মহৎ উদ্যোগ গ্রহণ করেছে। সত্যি এই স্কলারশিপ শারীরিক প্রতিবন্ধী ছাত্রছাত্রীদের জন্য একটি গুরুত্বপূর্ণ সহায়তা, যা তাদের শিক্ষাগত স্বপ্ন পূরণে সহায়ক। এই উদ্যোগের মাধ্যমে অনেক ছাত্রছাত্রী তাদের শিক্ষা অব্যাহত রাখতে সক্ষম হচ্ছেন।শিক্ষা হোক সকলের অধিকার, সুযোগ হোক সমান__ এই বার্তাই যেন পৌঁছে যায় প্রতিটি প্রান্তে এই স্কলারশিপের মাধ্যমে।

Leave a Comment